Vastu Tips of Sleeping: ঘুমের সময় বিছানায় ভুলেও রাখবেন না এই ৪ জিনিস! জলের মত টাকা বেরিয়ে যাবে টাকা

Last Updated:
Vastu Tips: বাস্তুশাস্ত্রের ভিত্তিতে বিশেষজ্ঞরা যা জানাচ্ছেন সেই অনুযায়ী এই নির্দিষ্ট কয়েকটি জিনিস একেবারেই রাতে শোয়ার সময় রাখা উচিত নয় মাথার আশেপাশে। দেখে নিন কী এই জিনিসগুলি?
1/7
প্রতিদিন মানুষের সুস্থ থাকার জন্য প্রয়োজন ভাল ঘুম। তাতেই দূর হয় ক্লান্তি। মানসিক ও শারীরিক সুস্থতার জন্য তাই ঘুম অত্যন্ত জরুরি। প্রতিটি নতুন দিনের নতুন লড়াইয়ের শক্তি পাওয়া যায় কিছু সময়ের ঘুম থেকেই।
প্রতিদিন মানুষের সুস্থ থাকার জন্য প্রয়োজন ভাল ঘুম। তাতেই দূর হয় ক্লান্তি। মানসিক ও শারীরিক সুস্থতার জন্য তাই ঘুম অত্যন্ত জরুরি। প্রতিটি নতুন দিনের নতুন লড়াইয়ের শক্তি পাওয়া যায় কিছু সময়ের ঘুম থেকেই।
advertisement
2/7
 তবে, বাস্তুমতে ঘুমোনোর সময় কিছু পালন করা উচিত কয়েকটি বিশেষ নিয়ম। এমনটাই বলছেন বা। তাঁদের মতে ঘুমোনোর সময় কয়েকটি জিনিস মাথার কাছে না রাখাই ভাল।
তবে, বাস্তুমতে ঘুমোনোর সময় কিছু পালন করা উচিত কয়েকটি বিশেষ নিয়ম। এমনটাই বলছেন বা। তাঁদের মতে ঘুমোনোর সময় কয়েকটি জিনিস মাথার কাছে না রাখাই ভাল।
advertisement
3/7
 বাস্তুশাস্ত্রের ভিত্তিতে বিশেষজ্ঞরা যা জানাচ্ছেন সেই অনুযায়ী এই নির্দিষ্ট কয়েকটি জিনিস একেবারেই রাতে শোয়ার সময় রাখা উচিত নয় মাথার আশেপাশে। দেখে নিন কী এই জিনিসগুলি? আপনিও কি রাখেন শোয়ার সময় এগুলি?
বাস্তুশাস্ত্রের ভিত্তিতে বিশেষজ্ঞরা যা জানাচ্ছেন সেই অনুযায়ী এই নির্দিষ্ট কয়েকটি জিনিস একেবারেই রাতে শোয়ার সময় রাখা উচিত নয় মাথার আশেপাশে। দেখে নিন কী এই জিনিসগুলি? আপনিও কি রাখেন শোয়ার সময় এগুলি?
advertisement
4/7
১) মানিব্যাগ: রাতে শোয়ার সময় মাথার পাশে মানিব্যাগ রাখবেন না। মানিব্যাগে টাকা-পয়সা থাকে। ফলে শোয়ার সময় মাথায় সবসময় অর্থচিন্তা চলতে থাকে। এতে শান্তির বদলে অশান্তি বেশি হয়।
১) মানিব্যাগ: রাতে শোয়ার সময় মাথার পাশে মানিব্যাগ রাখবেন না। মানিব্যাগে টাকা-পয়সা থাকে। ফলে শোয়ার সময় মাথায় সবসময় অর্থচিন্তা চলতে থাকে। এতে শান্তির বদলে অশান্তি বেশি হয়।
advertisement
5/7
২) মোবাইল ইলেকট্রনিক জিনিস: অনেকেরই অভ্যাস ঘুমের আগে ফোন দেখা। শুধু তাই নয়, ঘুম এসে গেলে ফোনটি বা ট্যাবটি মাথার পাশে রেখেই ঘুমিয়ে পড়েন অনেকে। কিন্তু এতেই ডেকে আনছেন বিপদ। এতে শরীরের ক্ষতি তো হয়ই পাশাপাশি মানসিক চিন্তাও বাড়ে। ঘুম ভাল না হলে মনে শান্তির বদলে থাকে বিরক্তি। এতে পরিবারে কোন্দল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
২) মোবাইল ইলেকট্রনিক জিনিস: অনেকেরই অভ্যাস ঘুমের আগে ফোন দেখা। শুধু তাই নয়, ঘুম এসে গেলে ফোনটি বা ট্যাবটি মাথার পাশে রেখেই ঘুমিয়ে পড়েন অনেকে। কিন্তু এতেই ডেকে আনছেন বিপদ। এতে শরীরের ক্ষতি তো হয়ই পাশাপাশি মানসিক চিন্তাও বাড়ে। ঘুম ভাল না হলে মনে শান্তির বদলে থাকে বিরক্তি। এতে পরিবারে কোন্দল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
advertisement
6/7
৩) শোয়ার সময় খবরের কাগজ বা বই-খাতা মাথার পাশে রাখবেন না- বাস্তু বিশেষজ্ঞদের মতে এতে বিদ্যার দেবীর অপমান হয়। তিনি রুষ্ট হন। এর প্রভাব পড়াশোনায় পড়ে। তাই এই বিষয়টিও খেয়াল রাখার কথা বলছেন বাস্তু বিশেষজ্ঞরা।
৩) শোয়ার সময় খবরের কাগজ বা বই-খাতা মাথার পাশে রাখবেন না- বাস্তু বিশেষজ্ঞদের মতে এতে বিদ্যার দেবীর অপমান হয়। তিনি রুষ্ট হন। এর প্রভাব পড়াশোনায় পড়ে। তাই এই বিষয়টিও খেয়াল রাখার কথা বলছেন বাস্তু বিশেষজ্ঞরা।
advertisement
7/7
৪) বিছানার নিচে বা খাটের নিচে জুতো : ভুলেও ঘুমানোর সময় মাথার কাছে বা খাটের নিচে জুতো রাখবেন না। এতে অশুভ শক্তি প্রশ্রয় পায় বলেই মত বাস্তু বিশেষজ্ঞদের। সুতরাং এবার ঘুমোনোর আগে খেয়াল রাখুন এই কয়েকটি বিষয়। তাহলেই ঘুম হবে স্বাস্থ্যকর। আর সুস্বাস্থ্যের সঙ্গেই জীবনে বহাল থাকবে শান্তি ও সমৃদ্ধি। (Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন।)
৪) বিছানার নিচে বা খাটের নিচে জুতো : ভুলেও ঘুমানোর সময় মাথার কাছে বা খাটের নিচে জুতো রাখবেন না। এতে অশুভ শক্তি প্রশ্রয় পায় বলেই মত বাস্তু বিশেষজ্ঞদের। সুতরাং এবার ঘুমোনোর আগে খেয়াল রাখুন এই কয়েকটি বিষয়। তাহলেই ঘুম হবে স্বাস্থ্যকর। আর সুস্বাস্থ্যের সঙ্গেই জীবনে বহাল থাকবে শান্তি ও সমৃদ্ধি। (Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন।)
advertisement
advertisement
advertisement