Vastu Tips for Rice: এক মুঠো চালের এই ছোট্ট বাস্তু প্রতিকার, চূড়ান্ত দারিদ্রের হাত থেকে ফিরিয়ে আনতে পারে আপনাকে

Last Updated:
Vastu Tips for Rice: কোনও ব্যক্তি যদি চূড়ান্ত আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যান, তাহলে এক মুঠো ভাত তাঁকে অনেক সমস্যার হাত থেকেই বাঁচাতে পারে। ভাত সংক্রান্ত এই বাস্তু নিয়ম মেনে চললে দূর হয় বহু কষ্ট।
1/6
চাল এবং ভাত,ভারতীয়দের কাছে অত্যন্ত পবিত্র একটি জিনিস৷ বাস্তু বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, কোনও ব্যক্তি যদি চূড়ান্ত আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যান, তাহলে এক মুঠো ভাত তাঁকে অনেক সমস্যার হাত থেকেই বাঁচাতে পারে। ভাত সংক্রান্ত এই বাস্তু নিয়ম মেনে চললে দূর হয় বহু কষ্ট।
চাল এবং ভাত,ভারতীয়দের কাছে অত্যন্ত পবিত্র একটি জিনিস৷ বাস্তু বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, কোনও ব্যক্তি যদি চূড়ান্ত আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যান, তাহলে এক মুঠো ভাত তাঁকে অনেক সমস্যার হাত থেকেই বাঁচাতে পারে। ভাত সংক্রান্ত এই বাস্তু নিয়ম মেনে চললে দূর হয় বহু কষ্ট।
advertisement
2/6
অনেকে ব্যবসা করে জীবনে লাভবান হতে চান৷ কিন্তু, বারবার ব্যর্থ হন৷ বহু টাকার লোকসান হয়ে যায়। যদি ব্যবসায় সফল হতে চান, তাহলে প্রতিদিন কাককে এক মুঠো ভাত খাওয়ান৷ এতে আপনার ব্যবসা সংক্রান্ত বাধা দূর হয়।
অনেকে ব্যবসা করে জীবনে লাভবান হতে চান৷ কিন্তু, বারবার ব্যর্থ হন৷ বহু টাকার লোকসান হয়ে যায়। যদি ব্যবসায় সফল হতে চান, তাহলে প্রতিদিন কাককে এক মুঠো ভাত খাওয়ান৷ এতে আপনার ব্যবসা সংক্রান্ত বাধা দূর হয়।
advertisement
3/6
শনিদেবের দোষ থেকে মুক্তি পেতে চাইলে চাল ও কালো তিল দান করুন। এতে জীবনে ফিরবে শান্তি৷ চূড়ান্ত আর্থিক দুর্দশার হাত থেকে মুক্তি পাওয়ার পথ সুগম হবে৷
শনিদেবের দোষ থেকে মুক্তি পেতে চাইলে চাল ও কালো তিল দান করুন। এতে জীবনে ফিরবে শান্তি৷ চূড়ান্ত আর্থিক দুর্দশার হাত থেকে মুক্তি পাওয়ার পথ সুগম হবে৷
advertisement
4/6
আমরা অনেকেই বহু টাকা রোজগার করি৷ কিন্তু, জলের মতো সেই টাকা কোথায় যে বেরিয়ে যায়, আমরা বুঝতেই পারি না৷ এই অকারণ অপচয় বা ব্যয় রুখতে অত্যন্ত কাজে দেয় চালের দিয়ে এই প্রতিকার৷ বাস্তু বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, পার্সের ভিতরে লাল কাপড়ে চাল মুড়ে রাখুন। এতে আর্থিক সঙ্কট কেটে যাবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।
আমরা অনেকেই বহু টাকা রোজগার করি৷ কিন্তু, জলের মতো সেই টাকা কোথায় যে বেরিয়ে যায়, আমরা বুঝতেই পারি না৷ এই অকারণ অপচয় বা ব্যয় রুখতে অত্যন্ত কাজে দেয় চালের দিয়ে এই প্রতিকার৷ বাস্তু বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, পার্সের ভিতরে লাল কাপড়ে চাল মুড়ে রাখুন। এতে আর্থিক সঙ্কট কেটে যাবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।
advertisement
5/6
আমরা অনেকেই বহু টাকা রোজগার করি৷ কিন্তু, জলের মতো সেই টাকা কোথায় যে বেরিয়ে যায়, আমরা বুঝতেই পারি না৷ এই অকারণ অপচয় বা ব্যয় রুখতে অত্যন্ত কাজে দেয় চালের দিয়ে এই প্রতিকার৷ বাস্তু বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, পার্সের ভিতরে লাল কাপড়ে চাল মুড়ে রাখুন। এতে আর্থিক সঙ্কট কেটে যাবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।
আমরা অনেকেই বহু টাকা রোজগার করি৷ কিন্তু, জলের মতো সেই টাকা কোথায় যে বেরিয়ে যায়, আমরা বুঝতেই পারি না৷ এই অকারণ অপচয় বা ব্যয় রুখতে অত্যন্ত কাজে দেয় চালের দিয়ে এই প্রতিকার৷ বাস্তু বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, পার্সের ভিতরে লাল কাপড়ে চাল মুড়ে রাখুন। এতে আর্থিক সঙ্কট কেটে যাবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।
advertisement
6/6
বাড়ির সামনে কোনও পুকুর থাকলে প্রতিদিন এক মুঠো ভাত দিন সেখানে৷ তারপর হাত জোড় করে চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন৷ (Disclaimer:এই প্রতিবেদনটি শুধুমাত্র সাধারণ তথ্যের উপরে ভিত্তি করে লেখা হয়েছে। নিউজ ১৮ বাংলা এই তথ্যের সত্যতা নিশ্চিত করে না৷ বিস্তারিত জানার জন্য পেশাদার কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাড়ির সামনে কোনও পুকুর থাকলে প্রতিদিন এক মুঠো ভাত দিন সেখানে৷ তারপর হাত জোড় করে চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন৷ (Disclaimer:এই প্রতিবেদনটি শুধুমাত্র সাধারণ তথ্যের উপরে ভিত্তি করে লেখা হয়েছে। নিউজ ১৮ বাংলা এই তথ্যের সত্যতা নিশ্চিত করে না৷ বিস্তারিত জানার জন্য পেশাদার কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement