Vastu Tips for Money Saving: কিছুতেই টাকা জমছে না? সেভিংস বাড়াতে বাস্তু মেনে এই টোটকাগুলি কাজে লাগাতে পারেন!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Vastu Tips for Money Saving: কোনও না-কোনও আকস্মিক কারণে অর্থ ব্যয় হয়েই থাকে। কিন্তু এই টাকার ব্যয় বন্ধের কয়েকটি টোটকা দেওয়া রয়েছে বাস্তুশাস্ত্রে।
বাস্তুশাস্ত্রে রয়েছে টাকা জমানোর কয়েকটি সহজ টিপস। অনেক সময়ই আমরা বহু চেষ্টা সত্ত্বেও সেভিংস করতে পারি না। কোনও না-কোনও আকস্মিক কারণে অর্থ ব্যয় হয়েই থাকে। কিন্তু এই টাকার ব্যয় বন্ধের কয়েকটি টোটকা দেওয়া রয়েছে বাস্তুশাস্ত্রে। এগুলি মানলে ব্যয় কমানো যেতে পারে, জমতে পারে অর্থ। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
পুরনো, ভাঙা বস্তু বাড়িতে রাখবেন না-- ভাঙাচোরা বাসন বা পুরনো, নষ্ট হয়ে যাওয়া কোনও বস্তুই বাড়িতে রাখবেন না। এর ফলে বাড়িতে নেগেটিভ এনার্জি জন্ম নেয়। ভাঙা খাট ও পুরনো বিছানাও রাখা উচিত নয়। এর ফলে আর্থিক লাভ কমে আসে এবং খরচ বৃদ্ধি পায়। অনেকেই ছাদে বা সিঁড়ির নিচে পুরনো জিনিস জমা করে রাখেন। এর ফলেও আর্থিক ক্ষতি হয়ে থাকে।
advertisement
জল নিকাশি ব্যবস্থা-- অনেকেই লক্ষ্য করেন না যে, তাঁদের বাড়ির কোন দিক থেকে জল বেরিয়ে যাচ্ছে। বাস্তু বিজ্ঞান অনুযায়ী, জলের নিকাশি বেশ কতগুলি বিষয়কে প্রভাবিত করে। যাঁদের বাড়িতে জলের নিকাশি দক্ষিণ অথবা পশ্চিম দিকে হয়, তাঁরা আর্থিক ক্ষতির পাশাপাশি আরও বহু ক্ষয়-ক্ষতির সম্মুখীন হতে পারেন। উত্তর এবং পূর্ব দিকে জলের নিকাশি শুভ।
advertisement
advertisement
কল বদলে ফেলুন-- বাস্তুশাস্ত্র অনুযায়ী, কল থেকে ক্রমাগত জল পড়তে থাকলে, তা আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বাস্তুর নিয়ম অনুযায়ী, কল থেকে ক্রমাগত জল পড়া ধীরে ধীরে অর্থ ব্যয়ের ইঙ্গিত করে। তাই কল খারাপ হয়ে গেলে, তা বদলে ফেলা উচিত। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)