Vastu: ঘর মোছার জলে ১ চিমটি, টানা ২১ দিন স্নানের জলেও শুধু এক চিমটিই! আপনার সংসারে সুখ-অর্থের বন্যা
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
Vastu: স্বামী-স্ত্রীর মধ্যে ঘন ঘন মনোমালিন্য, ক্ষতি হতে পারে সাংসারিক জীবনে। সংসারে সুখ বজায় রাখতে মেনে চলুন এই বাস্তু টিপস।
advertisement
advertisement
advertisement
advertisement
*সন্ধ্যৈব লবণ দিয়ে প্রদীপ বা আলো জ্বালালেও সুফল মেলে। এতে নেতিবাচক শক্তি দূর হয় এবং পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। তবে সন্ধ্যৈব লবণের ল্যাম্প বা প্রদীপ দানি নিয়মিত পরিষ্কার করা উচিৎ। এই উপায়ে আর্থিক অনটন দূর হয়। Disclaimer: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই বিশেষজ্ঞ বা জ্যোতিষশাস্ত্রবিদের পরামর্শ নিন।


