Vastu: বাথরুমে খালি বালতি? অজান্তে চরম বিপদ ডেকে আনছেন না তো? জানুন কী ভুল করছেন!

Last Updated:
বাস্তুশাস্ত্র বলছে, সুখী সংসারের জন্য অবশ্যই বাথরুমের বাস্তুর দিকে নজর দেওয়া উচিত। না হলে, গোটা বাড়িতে অশুভ শক্তি ছড়িয়ে যেতে পারে। কারণ অজান্তে করা অনেক ভুল অভ্যেস থেকেই সংসারে নেমে আসতে পারে অশান্তি।
1/9
দৈনন্দিন জীবনে এমন অনেক কিছু অভ্যেস মানুষ করে থাকেন যা বাস্তুমতে ভুল। পুরাকালে থেকে বর্তমান জীবনে অনেকেই বাস্তুশাস্ত্র মেনে নিজেদের অন্দরমহল সাজান। কেউ কেউ বাস্তুশাস্ত্র মেনে নেনই জীবনযাত্রার প্রতিটি সিদ্ধান্ত।
দৈনন্দিন জীবনে এমন অনেক কিছু অভ্যেস মানুষ করে থাকেন যা বাস্তুমতে ভুল। পুরাকালে থেকে বর্তমান জীবনে অনেকেই বাস্তুশাস্ত্র মেনে নিজেদের অন্দরমহল সাজান। কেউ কেউ বাস্তুশাস্ত্র মেনে নেনই জীবনযাত্রার প্রতিটি সিদ্ধান্ত।
advertisement
2/9
বাস্তুশাস্ত্র বলছে, সুখী সংসারের জন্য অবশ্যই বাথরুমের বাস্তুর দিকে নজর দেওয়া উচিত। না হলে, গোটা বাড়িতে অশুভ শক্তি ছড়িয়ে যেতে পারে। কারণ অজান্তে করা অনেক ভুল অভ্যেস থেকেই সংসারে নেমে আসতে পারে অশান্তি। শোবার ঘর, বসার ঘরের মতো বাথরুমেও মেনে চলা উচিত কিছু বাস্তু নিয়ম। প্রশ্ন হল কীভাবে নজরে রাখবেন আপনার স্নানঘরের বাস্তু?
বাস্তুশাস্ত্র বলছে, সুখী সংসারের জন্য অবশ্যই বাথরুমের বাস্তুর দিকে নজর দেওয়া উচিত। না হলে, গোটা বাড়িতে অশুভ শক্তি ছড়িয়ে যেতে পারে। কারণ অজান্তে করা অনেক ভুল অভ্যেস থেকেই সংসারে নেমে আসতে পারে অশান্তি। শোবার ঘর, বসার ঘরের মতো বাথরুমেও মেনে চলা উচিত কিছু বাস্তু নিয়ম। প্রশ্ন হল কীভাবে নজরে রাখবেন আপনার স্নানঘরের বাস্তু?
advertisement
3/9
১) বাথরুম থেকে বেরিয়ে কখনই দরজা খুলে রেখে দেবেন না। নজরে রাখুন বাথরুমের দরজা যেন সব সময় বন্ধ থাকে। এতে সংসারে সুখ-সমৃদ্ধি বজায় থাকে।
১) বাথরুম থেকে বেরিয়ে কখনই দরজা খুলে রেখে দেবেন না। নজরে রাখুন বাথরুমের দরজা যেন সব সময় বন্ধ থাকে। এতে সংসারে সুখ-সমৃদ্ধি বজায় থাকে।
advertisement
4/9
২) বাথরুম সাজাতে ও স্বাস্থ্যকর করতে ইন্ডোর প্ল্য়ান্ট রাখুন। এতে বাথরুমের লুক যেমন সতেজ থাকবে। তেমনি বাস্তুশাস্ত্রমতে বাথরুমেও পজিটিভ ভাইবস বজায় থাকবে। এক্ষেত্রে একটি কাচের শিশিতে মানি প্ল্য়ান্ট রাখতে পারেন।
২) বাথরুম সাজাতে ও স্বাস্থ্যকর করতে ইন্ডোর প্ল্য়ান্ট রাখুন। এতে বাথরুমের লুক যেমন সতেজ থাকবে। তেমনি বাস্তুশাস্ত্রমতে বাথরুমেও পজিটিভ ভাইবস বজায় থাকবে। এক্ষেত্রে একটি কাচের শিশিতে মানি প্ল্য়ান্ট রাখতে পারেন।
advertisement
5/9
৩) ব্যবহার করা হয়ে গেলে কমোডের ঢাকনা অবশ্যই বন্ধ রাখুন। এতে অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারবে না।
৩) ব্যবহার করা হয়ে গেলে কমোডের ঢাকনা অবশ্যই বন্ধ রাখুন। এতে অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারবে না।
advertisement
6/9
৪) বাথরুমে সব সময়ই সাদা রঙের আলো ব্যবহার করুন। এতে বাথরুমের লুক উজ্জ্বল থাকবে। সঙ্গে বাথরুমের পরিবেশ স্বাস্থ্যকর হবে। বাথরুমে যেন রোদ হাওয়া খেলা করে এমন ব্যবস্থা রাখুন।
৪) বাথরুমে সব সময়ই সাদা রঙের আলো ব্যবহার করুন। এতে বাথরুমের লুক উজ্জ্বল থাকবে। সঙ্গে বাথরুমের পরিবেশ স্বাস্থ্যকর হবে। বাথরুমে যেন রোদ হাওয়া খেলা করে এমন ব্যবস্থা রাখুন।
advertisement
7/9
৫) বাথরুমে কখনও ভুলেও খালি বালতি রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে খালি বালতি আপনার আর্থিক জীবনে বড় ক্ষতি নিয়ে আসতে পারে।
৫) বাথরুমে কখনও ভুলেও খালি বালতি রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে খালি বালতি আপনার আর্থিক জীবনে বড় ক্ষতি নিয়ে আসতে পারে।
advertisement
8/9
৬) বাথরুমের ভিতরে কখনই ঝাঁটা রাখবেন না। এতে অশুভ শক্তি ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই বাথরুম পরিষ্কার করার জিনিসপত্র, বাথরুমের বাইরেই রাখুন।
৬) বাথরুমের ভিতরে কখনই ঝাঁটা রাখবেন না। এতে অশুভ শক্তি ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই বাথরুম পরিষ্কার করার জিনিসপত্র, বাথরুমের বাইরেই রাখুন।
advertisement
9/9
Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে। এই নিয়ে বিশদে জানতে বাস্তু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে। এই নিয়ে বিশদে জানতে বাস্তু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement