খবরদার..! সর্বস্বান্ত হয়ে পথে বসতে হতে পারে! স্নানের ঠিক পরেই 'এই' ৮ কাজ ভুলেও না
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Vastu Tips: তছনছ হবে সব! ঘটতে পারে চরম অঘটন! বাথরুম থেকে আসা অশুভ শক্তি আমাদের আর্থিক দুরবস্থার কারণ হতে পারে। জেনে নিন রোজ সকালে স্নানের পর বাথরুমে কোন কাজগুলি করে আপনি আপনার দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানাচ্ছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
জামাকাপড় ছেড়ে রেখে আসবেন না : স্নানের পরেই সঙ্গে সঙ্গে নিজের জামাকাপড় ধুয়ে কেচে নিন। না হলে এর অশুভ প্রভাবে আপনার সম্মান হানি হতে পারে। আর্থিক ক্ষতি ও নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। স্নানের পর ছাড়া জামাকাপড় পরে কাচবেন বলে বাথরুমে ফেলে রেখে চলে আসবেন না। বাস্তু অনুসারে এর ফলে আপনার জন্মছকে সূর্য দুর্বল হতে পারে।