Vastu Shastra Tips| Garlic|| এক কোয়া রসুনেই তোলপাড় জীবন! লাল কাপড় মুড়ে শুধু রাখতে হবে বাড়ির 'এই' জায়গায়

Last Updated:
Garlic Use, Vastu Shastra Tips: অনেকেই রোজগার করেন কিন্তু টাকা জমাতে পারেন না, এরে সংসার চালাতে হিমশিম খাওয়ার অবস্থা হয়। কোনও না কোনওভাবে জমানো টাকা হাত থেকে বেরিয়ে যায়। কী করে মিলবে এই সমস্যার সমাধান, লুকিয়ে রয়েছে এক কোয়া রসুনে।
1/9
*রান্নায় রসুনের ব্যবহার খুবই জরুরি। চাইনিজ বা মোগলাই, কিংবা সাধারণ ঘরোয়া পদ, কোনও রান্নাই রসুন ছাড়া চলে না। রান্নায় দেওয়া ছাড়াও রসুনের একাধিক গুণ রয়েছে। রোজ সকালে এক কোয়া রসুন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কিন্তু বাস্তু শাস্ত্রেও রসুনের অনন ইয় ভূমিকা রয়েছে জানতেন? সংগৃহীত ছবি। 
*রান্নায় রসুনের ব্যবহার খুবই জরুরি। চাইনিজ বা মোগলাই, কিংবা সাধারণ ঘরোয়া পদ, কোনও রান্নাই রসুন ছাড়া চলে না। রান্নায় দেওয়া ছাড়াও রসুনের একাধিক গুণ রয়েছে। রোজ সকালে এক কোয়া রসুন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কিন্তু বাস্তু শাস্ত্রেও রসুনের অনন ইয় ভূমিকা রয়েছে জানতেন? সংগৃহীত ছবি। 
advertisement
2/9
*বাস্তু শাস্ত্র মতে, মানিব্যাগ বা ওয়ালেটে কত টাকা থাকবে তাও নাকি নির্ধারণ করে দিতে পারে মাত্র এক কোয়া রসুন! কীভাবে জেনে নিন... সংগৃহীত ছবি। 
*বাস্তু শাস্ত্র মতে, মানিব্যাগ বা ওয়ালেটে কত টাকা থাকবে তাও নাকি নির্ধারণ করে দিতে পারে মাত্র এক কোয়া রসুন! কীভাবে জেনে নিন... সংগৃহীত ছবি। 
advertisement
3/9
*দৈনন্দিন জীবন থেকে শুরু করে পেশাগত জীবনে নানা বাধা আসে। এইসব বাধা দূর করার জন্য আমরা সুরাহা খুঁজে বেড়াই। রসুনের কত বাস্তুগুণ, তা জানলে সুরাহা আসবে হাতে মুঠোয়। বিশেষ করে যারা রোজগার করছেন তারা নিয়ম করে মেনে চলুন রসুনের এই বিশেষ ব্যবহার। সংগৃহীত ছবি। 
*দৈনন্দিন জীবন থেকে শুরু করে পেশাগত জীবনে নানা বাধা আসে। এইসব বাধা দূর করার জন্য আমরা সুরাহা খুঁজে বেড়াই। রসুনের কত বাস্তুগুণ, তা জানলে সুরাহা আসবে হাতে মুঠোয়। বিশেষ করে যারা রোজগার করছেন তারা নিয়ম করে মেনে চলুন রসুনের এই বিশেষ ব্যবহার। সংগৃহীত ছবি। 
advertisement
4/9
*অনেকেই রোজগার করেন কিন্তু টাকা জমাতে পারেন না, এরে সংসার চালাতে হিমশিম খাওয়ার অবস্থা হয়। কোনও না কোনওভাবে জমানো টাকা হাত থেকে বেরিয়ে যায়। কী করে মিলবে এই সমস্যার সমাধান? সংগৃহীত ছবি। 
*অনেকেই রোজগার করেন কিন্তু টাকা জমাতে পারেন না, এরে সংসার চালাতে হিমশিম খাওয়ার অবস্থা হয়। কোনও না কোনওভাবে জমানো টাকা হাত থেকে বেরিয়ে যায়। কী করে মিলবে এই সমস্যার সমাধান? সংগৃহীত ছবি। 
advertisement
5/9
*বাস্তুমতে, এই সমস্যা দূর করতে ছোট একটি লাল কাপড়ে এক কোয়া রসুন রাখুন। এ বার সেই লাল কাপড় মুড়ে নিয়ে ভাল করে বেঁধে নিন, যাতে রসুনের কোয়াটা কাপড়ের মধ্যেই থেকে যায়। সংগৃহীত ছবি। 
*বাস্তুমতে, এই সমস্যা দূর করতে ছোট একটি লাল কাপড়ে এক কোয়া রসুন রাখুন। এ বার সেই লাল কাপড় মুড়ে নিয়ে ভাল করে বেঁধে নিন, যাতে রসুনের কোয়াটা কাপড়ের মধ্যেই থেকে যায়। সংগৃহীত ছবি। 
advertisement
6/9
*এ বারে লাল কাপড়ে মোড়ানো এই রসুন ঘরের যে কোনও একটি কোণায় রেখে দিন। এ ভাবে নাকি টাকা উপার্জন রাতারাতি বাড়ানো যায়। যারা ব্যবসা করছেন তারাও এই ট্রিক মেনে চলতে পারেন। সংগৃহীত ছবি। 
*এ বারে লাল কাপড়ে মোড়ানো এই রসুন ঘরের যে কোনও একটি কোণায় রেখে দিন। এ ভাবে নাকি টাকা উপার্জন রাতারাতি বাড়ানো যায়। যারা ব্যবসা করছেন তারাও এই ট্রিক মেনে চলতে পারেন। সংগৃহীত ছবি। 
advertisement
7/9
*আবার ব্যবসায় লাভ হচ্ছে না, এমতাবস্থায় সেই ব্যবসায়ী একসঙ্গে সাতটি রসুনের কোয়া নিয়ে কাপড়ে বেঁধে দোকানে কিংবা কর্মক্ষেত্রের দরজার ওপর ঝুলিয়ে রেখে দিন। এতে ব্যবসায়ী লাভ হতে শুরু করবে স্বল্পদিনেই। সংগৃহীত ছবি। 
*আবার ব্যবসায় লাভ হচ্ছে না, এমতাবস্থায় সেই ব্যবসায়ী একসঙ্গে সাতটি রসুনের কোয়া নিয়ে কাপড়ে বেঁধে দোকানে কিংবা কর্মক্ষেত্রের দরজার ওপর ঝুলিয়ে রেখে দিন। এতে ব্যবসায়ী লাভ হতে শুরু করবে স্বল্পদিনেই। সংগৃহীত ছবি। 
advertisement
8/9
*বাস্তু মেনে এ ভাবে রসুন রাখলে আপনার ভাগ্য ঘুরিয়ে দিতে পারে। বিশ্বাস করে মেনে চললে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা উপচে পড়তে দেরি হবে না। চাকরির তুলনায় যারা ব্যবসা করছেন তারা এই পথ অনুসরণ করলে তাঁরা নাকি ভাল ফল পাবেন। সংগৃহীত ছবি। 
*বাস্তু মেনে এ ভাবে রসুন রাখলে আপনার ভাগ্য ঘুরিয়ে দিতে পারে। বিশ্বাস করে মেনে চললে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা উপচে পড়তে দেরি হবে না। চাকরির তুলনায় যারা ব্যবসা করছেন তারা এই পথ অনুসরণ করলে তাঁরা নাকি ভাল ফল পাবেন। সংগৃহীত ছবি। 
advertisement
9/9
*অনেক ক্ষেত্রে দেখা যায় তারা ভাল উপার্জন করছেন, কিন্তু সঞ্চয় করতে পারেন না। সে ক্ষেত্রে রসুনের কোয়া হতে পারে আপনার মুশকিল আসান।  আলমারিতে যেখানে সারা মাসের খরচের টাকা থাকে, সেখানেও এক কোয়া রসুন রেখে দিতে পারেন। এতে নাকি টাকা খরচের প্রবণতা কমে। সংগৃহীত ছবি।
*অনেক ক্ষেত্রে দেখা যায় তারা ভাল উপার্জন করছেন, কিন্তু সঞ্চয় করতে পারেন না। সে ক্ষেত্রে রসুনের কোয়া হতে পারে আপনার মুশকিল আসান।  আলমারিতে যেখানে সারা মাসের খরচের টাকা থাকে, সেখানেও এক কোয়া রসুন রেখে দিতে পারেন। এতে নাকি টাকা খরচের প্রবণতা কমে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement