Ulto Rath Yatra 2024: উল্টোরথে ঘুরবে ভাগ্যের চাকা...! জগন্নাথ দেবের আর্শীবাদে ত্রিভুবন কাঁপাবে ৪ রাশি, সোনায় মুড়বে কপাল
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Ulto Rath Yatra 2024: উল্টোরথ যাত্রায় বেশ কয়েকটি রাশির উপর শুভ ফল পড়তে চলেছে৷ জগন্নাথের আশীর্বাদ সবসময় থাকবে এই ৪ রাশির উপর৷ দেখে নিন আপনি আছেন কিনা সেই তালিকায়৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তুলা রাশি: উল্টোরথে তুলারাশির জন্য এই সময়টা বেশ ভালো। কাজের গতি বাড়বে, ভাগ্য আপনার সহায় থাকবে আপনি হঠাৎ করে অর্থ লাভ করতে পারেন। নতুন সম্পর্ক তৈরি হতে পারে। অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। দাম্পত্য জীবনে মাধুর্য বজায় থাকবে । যাঁরা ব্যবসা করেন, তাঁদের জন্য দারুণ সময়। সাহসিকতা বৃদ্ধি পাবে। এই সময়ে আপনি আপনার প্রতিভার সম্মানও পাবেন। স্বাস্থ্যের জন্য অনুকূল সময়।
advertisement
মীন রাশি: উল্টোরথে মীন রাশির জাতকদের দারুণ সময় কাটবে৷ এই সপ্তাহে স্বাস্থ্য ভাল থাকবে । দুশ্চিন্তা এড়াতে পারবেন না। তবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা মিটবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটি সুমধুর পরিস্থিতি তৈরি হবে। শনির প্রকোপে নানা রকম ঝামেলা চলতে পারে। তবে জগন্নাথ দেবের আশীর্বাদ সর্বদাই সঙ্গে থাকবে । সব বাধা দূর করে জীবন সহজ করে দেবেন জগন্নাথ দেব।