Tulsi Vivah 2023: শালগ্রামের সঙ্গে তুলসীর বিয়ে! এই পুজোতেই ভরে উঠবে দাম্পত্য সুখ, জানুন জ্যোতিষকথা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
Tulsi Vivah 2023: নতুন বিবাহিত দম্পতিরা যদি এই বিয়েতে উপস্থিত থেকে পুজো সম্পন্ন করেন তাহলে জীবনে নেমে আসবে সুখ, দাবি জ্যোতিষী তথা পুরোহিত বিনোদ তিওয়াড়ির।
advertisement
advertisement
এ বিষয়ে জ্যোতিষী বিনোদ তিওয়াড়ি জানান,"স্বামী ও পরিবারের সদস্যদের মঙ্গলকামনা করে তুলসী বিয়ের আয়োজন করেন মহিলারা। তুলসীকে লক্ষ্মীর অবতার মনে করা হয়। বৃন্দা নামে জন্মগ্রহণ করেছিলেন তিনি। এই তিথিতে বিষ্ণুর স্বরূপ শালগ্রামের সঙ্গে তুলসীর বিয়ে দেওয়া হয়। সুখী দাম্পত্য জীবন ও সুখ-সমৃদ্ধির কামনা করা যায় এই পুজোতে।"
advertisement
advertisement