Toes Tell Secrets: আত্মকেন্দ্রিক নাকি আবেগপ্রবণ? আপনার পরিচিতদের চিনে নিন পায়ের আঙুল দেখেই...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Toes Tell Secrets: ব্যক্তির শরীরের গঠন দেখে তাঁদের ভবিষ্যৎ জানা যায়। এই শাস্ত্র মতে পায়ের আঙুল (Toes Tells Secrets) দেখে ব্যক্তির স্বভাব জানা যায়।
advertisement
সমুদ্রশাস্ত্রে বলা হয়েছে, স্ত্রী-পুরুষের চরিত্রের ভালো এবং মন্দ দিক সম্পর্কে জানা যায় দেহের নানা অঙ্গ দেখেই। ব্যক্তির শরীরের আকার ও গঠন তাঁর ভবিষ্যৎকে প্রভাবিত করে। আবার শারীরিক গঠন ব্যক্তিকে কেমন পরিস্থিতির মুখে এনে দাঁড় করাবে তাও জানা যায়। সমুদ্র শাস্ত্রে ব্যক্তির শরীরের গঠন দেখে তাঁদের ভবিষ্যৎ জানা যায়। এই শাস্ত্র মতে পায়ের আঙুল দেখে ব্যক্তির স্বভাব জানা যায়।
advertisement
advertisement
আঙুলের মাঝের দূরত্ব- এই লক্ষণ দেখেও ব্যক্তির চরিত্রের আভাস পাওয়া যেতে পারে। সমুদ্রশাস্ত্র বলছে, দেখা যায় যে ব্যক্তিদের আঙুলের মাঝে বেশি দূরত্ব থাকে, তাঁরা স্বার্থপর স্বভাবের হন। এই ব্যক্তিদের মধ্যে আবেগের অভাব রয়েছে। তবে সমাজে সকলের সঙ্গে থাকতে ভালোবাসেন তাঁরা। সমাজের বিষয় চিন্তাভাবনা করেই কোনও সিদ্ধান্ত নেন।
advertisement
advertisement
advertisement
advertisement