Astrological Tips for Thursday: বৃহস্পতিবার ভুলেও খাবেন না এই হলুদ খাবার! আর্থিক ক্ষতিতে তছনছ জীবন! নেমে আসবে দুর্বিপাক
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Astrological Tips for Thursday: বৃহস্পতিবারকে বলা হয় ‘বীর বার’। দেবগুরু বৃহস্পতির নামে সপ্তাহের এই দিনটি নামাঙ্কিত। মঙ্গল ও শনির মতো এই দিনটিও খুব পবিত্র। বৃহস্পতিবারের জন্য পালনীয় কিছু নিয়ম আছে। কিছু কাজ এই দিনে করা যাবে। কিছু কাজ করা একদমই যাবে না।
বৃহস্পতিবারকে বলা হয় ‘বীর বার’। দেবগুরু বৃহস্পতির নামে সপ্তাহের এই দিনটি নামাঙ্কিত। মঙ্গল ও শনির মতো এই দিনটিও খুব পবিত্র।
advertisement
বৃহস্পতিবারের জন্য পালনীয় কিছু নিয়ম আছে। কিছু কাজ এই দিনে করা যাবে। কিছু কাজ করা একদমই যাবে না। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা।
advertisement
বৃহস্পতিকে জ্ঞানবুদ্ধি, সমৃদ্ধি এবং সম্পদের দেবতা বলা হয়। জন্মছকে বৃহস্পতি তুঙ্গে থাকলে তাঁর ভাগ্যে সম্পদ ও খ্যাতির অভাব হয় না।
advertisement
বৃহস্পতিবার হল ভগবান বিষ্ণুকে পুজো করার দিন। বিষ্ণু হলেন পীতাম্বর। অর্থাত তাঁর পরনের বসন হলুদ বা পীত। তাই এই দিন অনেকেই খিচুড়ি খান না।
advertisement
খিচুড়ির মূল উপকরণ চাল ও ডাল। তাই খিচুড়ির রং হলুদ। সেজন্য প্রচলিত বিশ্বাস হল বৃহস্পতিবার খিচুড়ি খেলে আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে।
advertisement
গৃহিণী বা বিবাহিতাদের এই দিনে শ্যাম্পু করতে নিষেধ করা হয়। বলা হয় তাতে সংসারের অকল্যাণ হবে। এই দিনে চুল ও নখ কাটাও নিষিদ্ধ। মনে করা হয় তাতে বৃহস্পতিদেব কুপিত বা রুষ্ট হতে পারেন।
advertisement


