The Longest Solar Eclipse: আসছে শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ! ৬ মিনিট ২৩ সেকেন্ড ধরে চারদিক অন্ধকার! কবে? ভারত থেকে কি দেখা যাবে? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
The Longest Solar Eclipse: মহাবিশ্বে নির্দিষ্ট কক্ষপথে আবর্তন এবং প্রদক্ষিণের সময় পৃথিবী এবং সূর্যের মাঝামাঝি চাঁদ চলে আসে, তখন সূর্যগ্রহণ হয়৷ শুধুমাত্র অমাবস্যা তিথিতেই এই মহাজাগতিক ঘটনা ঘটে৷ সে সময় সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ চলে আসে একই সরলরেখায়
advertisement
advertisement
মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিশর, সুদান, সৌদি আরব, ইয়েমেন এবং সোমালিয়া-সহ আফ্রিকার দেশগুলিতে দৃশ্যমান হবে। রয়্যাল মিউজিয়ামস গ্রিনউইচের একজন সিনিয়র জ্যোতির্বিজ্ঞানী গ্রেগ ব্রাউনের মতে, এই সূর্যগ্রহণটি চিত্তাকর্ষকভাবে৷ ছয় মিনিট স্থায়ী হবে, যা এই ধরনের মহাজাগতিক ঘটনার জন্য ব্যতিক্রমীভাবে দীর্ঘ।
advertisement
জ্যোতির্বিদ ব্রাউন বলেন, ‘‘সূর্যগ্রহণের মেয়াদ সর্বনিম্ন সময়ে মাত্র কয়েক সেকেন্ড থেকে তাত্ত্বিক সর্বোচ্চ ৭.৫ মিনিট পর্যন্ত পরিবর্তিত হয়। এই পরিবর্তনের কারণ হল চাঁদ এবং সূর্যের আপাত আকারের তারতম্য, কারণ চাঁদ পৃথিবীর চারপাশে এবং পৃথিবীর সূর্যের চারপাশে কক্ষপথে পৃথিবী থেকে তাদের দূরত্ব সামান্য পরিবর্তিত হয়৷’’
advertisement
advertisement
তিন ধরণের সূর্যগ্রহণ রয়েছে৷ পূর্ণ সূর্যগ্রহণে সূর্যের আলো সম্পূর্ণরূপে আটকে দেয় চাঁদ৷ যার ফলে পৃথিবীতে পৌঁছতে পারে না সূর্যালোক৷ আকাশে প্রস্ফুটিত হয় সূর্যের করোনা বা বলয়। আংশিক সূর্যগ্রহণ বা খণ্ডগ্রাস সূর্যগ্রহণে সূর্যকে আংশিকভাবে ঢেকে দেয় চাঁদ৷ যার ফলে পৃথিবীতে আংশিক ছায়া তৈরি হয়। সূর্যের বলয়গ্রাসে চাঁদের চারপাশে আলোর বলয় তৈরি হয়।
advertisement