Surya Grahan 2023: চলতি মাসেই প্রথম সূর্য গ্রহণ, সাবধান! সমস্যায় জেরবার হতে পারেন এই সব রাশির জাতক-জাতিকারা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Surya Grahan effects in Zodiac signs: কয়েকটি রাশির জন্য বছরের প্রথম সূর্য গ্রহণটা একেবারেই ভাল ফলদায়ক হবে না।
চলতি বছরে সব মিলিয়ে মোট ৪টি গ্রহণ ঘটতে চলেছে। এর মধ্যে থাকবে ২টি সূর্য গ্রহণ এবং ২টি চন্দ্র গ্রহণ। তবে এই বছরে প্রথমেই ঘটবে সূর্য গ্রহণ। ২০২৩ সালের প্রথম সূর্য গ্রহণটি হতে চলেছে এপ্রিল মাসেই। আর এর ঠিক ১৫ দিন পরে অর্থাৎ মে মাসে ঘটবে বছরের প্রথম চন্দ্র গ্রহণটি। আসলে সূর্য আর পৃথিবীর মাঝে চন্দ্র এসে পড়লে তখনই সূর্য গ্রহণ হয়। পৃথিবী থেকে মনে হয়, সূর্য যেন চাঁদের আড়ালে লুকিয়ে পড়েছে। যার ফলে কিছু সময়ের জন্য আঁধার নেমে আসে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মকর রাশি: বছরের প্রথম সূর্য গ্রহণ মকর রাশির জাতক-জাতিকাদের জীবনকেও প্রভাবিত করতে পারে। এই সময় এঁদের ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন এঁরা। স্বাস্থ্যের উপরেও খারাপ প্রভাব পড়তে পারে। ফলে সতর্কতা অবলম্বন করা উচিত। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)