Surya Grahan 2021: রাশিতে রাশিতে রাহু-কেতুর কুপ্রভাব, Solar Eclipse-র সময় জপ করুন এই মন্ত্র
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Solar Eclipse 2021: এবার প্রায় চার ঘণ্টার সূর্যগ্রহণে (Surya Grahan 2021) অবধি রাহু ও কেতুর (Rahu-Ketu) কালো ছায়া পৃথিবীতে পড়বে৷
#কলকাতা: এই বছরের শেষ সূর্যগ্রহণ (Solar Eclipse 2021) হবে ডিসেম্বরের ৪ তারিখে৷ বিজ্ঞানীদের কাছে এই গ্রহণ বিভিন্ন কারণে বিশেষ৷ অন্যদিকে হিন্দু ধর্মে বিভিন্ন প্রচলিত কথা অনুযায়ি রাহু ও কেতুর (Rahu-Ketu) কালো ছায়া পৃথিবীতে পড়বে৷ যার থেকে মানুষ ওপশু-পাখির ওপর পড়ে৷ এবার প্রায় চার ঘণ্টার সূর্যগ্রহণে (Surya Grahan 2021) অবধি রাহু ও কেতুর (Rahu-Ketu) কালো ছায়া পৃথিবীতে পড়বে৷ যখন গ্রহণের সময় ঘরে একাধিক নিয়ম পালন করতে হবে৷ এই খারাপ প্রভাব থেকে বাঁচার সময় সূর্যগ্রহণের সময় বিশেষ মন্ত্র ( Surya Grahan 2021 Mantra) পাঠ করতে হবে৷
advertisement
শাস্ত্র অনুযায়ি গ্রহণের সময় কোনও শুভকাজ করতে হয় না৷ তাই চন্দ্রগ্রহণ হোক বা সূর্যগ্রহণ হোক (Surya Grahan 2021) সেই সময় বড় কাজে হাত দেবেন না৷ সূর্যগ্রহণের ( (Solar Eclipse) ক্ষেত্রে আলাদা আলাদা রাশিতে (Zodiac Signs) আলাদা আলাদা প্রভাব পড়বে৷ এই সময় কিছু বিশেষ মন্ত্র পাঠ করতে হবে৷ এমন কিছু মন্ত্র ( Surya Grahan 2021 Mantra) জেনে নিন যাতে শত্রু নাশ হয় এবং সমস্ত সংকট দূর হয়ে যায়৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সূর্যগ্রহণের পরে খারাপ প্রভাব থেকে বাঁচতে চাইলে সব জিনিসে গঙ্গা জল ছিটিয়ে দিন, সব কিছু পরিষ্কার করুন৷ গরুকে খেতে দিন৷ গরুকে খাওয়ালে সূর্যগ্রহণের কুপ্রভাব কেটে যায়৷ -Disclaimer- সূর্যগ্রহণের এই সমস্ত আচার -উপাচার নিউজ ১৮ -র নিজের ভাবনা নয়, জ্যোতিষ চর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মতের আধারে এই খবর৷