আমাদের ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রত্যেকটি গ্রহই একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে নিজেদের অবস্থানগত পরিবর্তন ঘটায়। গ্রহের এই স্থান পরিবর্তনের ফলস্বরূপ কারও ভাগ্যে উন্নতি ঘটে, আবার কারও জন্য তা অশুভ বার্তা বয়ে আনে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র সুখ, জাঁকজমক এবং বিলাসবহুল জীবনযাপনের সহায়ক। ১৮ জুন শনিবার শুক্র তার রাশিচক্র পরিবর্তন করতে চলেছে। বৃষ রাশিতে শুক্রের গোচর ঘটবে ১৮ জুন সকাল ৮টা বেজে ২৭ মিনিটে। আগামী ১৮ জুন থেকে ১৩ জুলাই শুক্র বৃষ রাশিতে অবস্থান করবে।
শুক্রের এমন অবস্থান আমাদের রাশিচক্রের বেশি কিছু রাশির জাতক-জাতিকাদের জন্য লাভজনক পরিস্থিতি তৈরি করবে। আর্থিক দিক সমৃদ্ধি বাড়বে এবং পারিবারিক জীবনে তারা সুখী হবে। তিরুপতির জ্যোতিষী ড. কৃষ্ণ কুমার ভার্গব শুক্রের গোচরে রাশির অবস্থান ও পরিস্থিতির পরিবর্তন বিষয়ে নানা মতামত দিয়েছেন। জেনে নেওয়া যাক কোন ৬টি রাশি শুক্রের প্রভাবে ধনবান ও সমৃদ্ধশালী হতে চলেছে।