Shani Sade Sati 2025: চলছে শনির সাড়ে সাতি আর মহাদশা, কিছু কাজ করলেই পড়বেন সূর্যপুত্রের রোষে! কীভাবে বাঁচবেন ধ্বংসের হাত থেকে?

Last Updated:
ন্যায়ের দেবতা শনিকে অনেক সময়েই ক্রূর গ্রহ হিসাবেও বলা হয়। জ্যোতিষে শনিকে সবথেকে বেশি তাৎপর্যপূর্ণ গ্রহ বলা হয় কারণ এই গ্রহ বিভিন্ন সময় জাতক/জাতিকাদের কষ্ট দিয়ে থাকেন।
1/11
প্রতি আড়াই বছর ছাড়া ছাড়া রাশি পরিবর্তন করে থাকেন, যার অর্থ হল প্রতি ৩০ বছর ছাড়া ছাড়া একই রাশিতে ফিরে আসেন ৷ প্রতীকী ছবি ৷
ন্যায়ের দেবতা শনিকে অনেক সময়েই ক্রূর গ্রহ হিসাবেও বলা হয়।
advertisement
2/11
গত ২৯ মার্চ ২০২৮, শনিবার শনি আড়াই বছর ছাড়া ছাড়া নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ থেকে বেরিয়ে মীনে প্রবেশ করেছেন ৷ প্রতীকী ছবি ৷
জ্যোতিষে শনিকে সবথেকে বেশি তাৎপর্যপূর্ণ গ্রহ বলা হয় কারণ এই গ্রহ বিভিন্ন সময় জাতক/জাতিকাদের কষ্ট দিয়ে থাকেন।
advertisement
3/11
শনি মীনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মীন রাশির জাতক-জাতিকারা সাড়ে সাতির দ্বিতীয় পর্যায় প্রবেশ করেছে, কুম্ভ প্রবেশ করেছে সাড়ে সাতির তৃতীয় পর্যায়ে, মেষ রাশির জাতক-জাতিকারা সবে সাড়ে সাতিতে প্রবেশ করেছে ৷ প্রতীকী ছবি ৷
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানান, শনিদেব বেশ কিছু কাজ এক পছন্দ করেন না আপনি যদি সেইসব কাজ করে থাকেন তবে সেই কাজ করলে শনিদেবতা আপনাকে প্রবল শাস্তি দেবেন।
advertisement
4/11
অযোধ্যার পণ্ডিত কল্কিরাম সূত্রে জানতে পারা গিয়েছে একই সঙ্গে ঢাইয়া শুরু হয়েছে ধনু, সিংহ রাশির ৷ জ্যোতিষ শাস্ত্রমতে শনি হলেন সব থেকে শক্তিশালী গ্রহ ৷ কুষ্ঠিতে শনি মজবুত বা শক্তিশালী থাকলে ফুটপাত থেকে রাজপ্রাসাদে পৌঁছে যেতে পারেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
দেখে নেওয়া যাক শনির সাড়েসাতির সময় কোন কোন কাজ এড়িয়ে যাওয়া উচিত।
advertisement
5/11
কুষ্ঠিতে শনির অবস্থান শুভ হলে হঠাৎ করে হাতে টাকা পয়সা চলে আসে ৷ দীর্ঘদিনের আটকে থাকা টাকা পয়সা পাবেন, আয়ের নতুন নতুন উৎস তৈরি হবে ৷ প্রতীকী ছবি ৷
গরিব এবং অসহায় ব্যক্তিদের উপর শোষণ না করা। এই সময় গরিব এবং অসহায় ব্যক্তিদের সাহায্য করুন।
advertisement
6/11
অত্যাধিক টাকা পয়সা হাতে আসতে চলেছে ৷ আর্থিক পরিস্থিতি আগের থেকে আরও ভাল হতে চলেছে ৷ যদি কোনও জাতক-জাতিকার লোহার ব্যবসা থাকে সেক্ষেত্রে ব্যাপক পরিমাণে লাভ হবে ৷ প্রতীকী ছবি ৷
কারণ সমাজের প্রান্তিক মানুষদের সাহায্য করলে শনিদেব খুশি হন।
advertisement
7/11
 নেশা, জুয়া, কোনও বাজে কাজ থেকে দূরে থাকুন। এই সময় কাউকে ঠকানো, ছল করা বা কোনও শর্টকাটে দ্রুত অর্থ উপার্জনের রাস্তা না নেওয়াই উচিত। কারণ এই সময় এই ধরনের রাস্তা নিলে শনিদেব রুষ্ট হন।
নেশা, জুয়া, কোনও বাজে কাজ থেকে দূরে থাকুন। এই সময় কাউকে ঠকানো, ছল করা বা কোনও শর্টকাটে দ্রুত অর্থ উপার্জনের রাস্তা না নেওয়াই উচিত। কারণ এই সময় এই ধরনের রাস্তা নিলে শনিদেব রুষ্ট হন।
advertisement
8/11
 শনিদেবের নোংরা একদম পছন্দ নয়, তাই আলস্য, কর্মহীন মানুষদের শনি প্রবল কষ্ট দেন।
শনিদেবের নোংরা একদম পছন্দ নয়, তাই আলস্য, কর্মহীন মানুষদের শনি প্রবল কষ্ট দেন।
advertisement
9/11
সোশ্যাল মিডিয়ায় এমন ভাইরাল ভিডিও প্রায়ই দেখা যায় যেখানে দেখাচ্ছে রাস্তার কুকুর হঠাৎ পথচলতি মানুষকে আক্রমণ করেছে। আপনিও যদি এমন পরিস্থিতিতে পড়েন কী করতে হবে জানা আছে তো? সঠিক নিয়ম জানতে আগে জানুন বিশেষজ্ঞের পরামর্শ।
অবলা প্রাণীদের, বয়স্ক ব্যক্তিদের এবং বিকলাঙ্গ মানুষদের এই সময় সেবা করুন। তাঁদের উপর অত্যাচার করলে শনিদেব রুষ্ট হন।
advertisement
10/11
যদিও এই পদ্ধতিটি ঝুঁকিপূর্ণ, তবে কেউ যখন দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করে, তখন ঝুঁকি সাধারণত হ্রাস পায়। অতএব, ইক্যুইটিগুলিতে ফোকাস করে এবং একটি ভাল ফান্ড হাউস নির্বাচন করে নিজেদের সম্পদের ধারাবাহিক বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ধোঁকা দিয়ে কারোর টাকা হাতিয়ে নিলে, সম্পত্তি হস্তগত করলে বা কোনও গরিব-দুঃখীদের অত্যাচার করলে তাঁদের অভিশাপে ওই ব্যক্তি জীবিত অবস্থাতেই নরক ভোগ করে।
advertisement
11/11
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement