Shani Sade Sati: নতুন বছরে সুখবর এই রাশির জন্য, শনির কুদৃষ্টি থেকে মিলবে মুক্তি! টাকার সাগরে ভাসবেন জাতকরা...

Last Updated:
Shani Sade Sati: প্রায় সাড়ে সাত বছর পর এই রাশির ভাগ্য পরিবর্তন হতে চলেছে। ২০২৫ সাল হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছরে অসমাপ্ত কাজ শেষ হবে এবং আর্থিক উন্নতি ঘটবে। চলুন জেনে নেওয়া যাক কোন রাশি মুক্তি পাবে শনির কুদৃষ্টি থেকে।
1/9
দেওঘরের প্রসিদ্ধ জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদ্গল বলেছেন, ২০২৫ সালে বেশ কয়েকটি বৃহৎ গ্রহ রাশি পরিবর্তন করবে। এর মধ্যে শনি গ্রহও রয়েছে। বর্তমানে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে, কিন্তু ২০২৫ সালে শনি মীন রাশিতে প্রবেশ করবে।
দেওঘরের প্রসিদ্ধ জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদ্গল বলেছেন, ২০২৫ সালে বেশ কয়েকটি বৃহৎ গ্রহ রাশি পরিবর্তন করবে। এর মধ্যে শনি গ্রহও রয়েছে। বর্তমানে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে, কিন্তু ২০২৫ সালে শনি মীন রাশিতে প্রবেশ করবে।
advertisement
2/9
শনির মীন রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে মকর রাশির উপর চলমান সাড়ে সাতির প্রভাব শেষ হয়ে যাবে।
শনির মীন রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে মকর রাশির উপর চলমান সাড়ে সাতির প্রভাব শেষ হয়ে যাবে।
advertisement
3/9
শুধু মকর নয়, আরও কিছু রাশিরও ভাগ্য বদলাতে চলেছে৷ কর্কট ও বৃশ্চিক রাশির উপর থেকে শনির ঢইয়ার প্রভাবও শেষ হবে। এই দুই রাশির জাতকদের জন্যেও ভাল সময় আসতে চলেছে৷ 
শুধু মকর নয়, আরও কিছু রাশিরও ভাগ্য বদলাতে চলেছে৷ কর্কট ও বৃশ্চিক রাশির উপর থেকে শনির ঢইয়ার প্রভাবও শেষ হবে। এই দুই রাশির জাতকদের জন্যেও ভাল সময় আসতে চলেছে৷
advertisement
4/9
২০২৫ সাল মকর রাশির জন্য কেমন থাকবে? ২০২৫ সাল মকর রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। মানসিক চাপ থেকে মুক্তি মিলবে এবং মন সবসময় আনন্দিত থাকবে।
২০২৫ সাল মকর রাশির জন্য কেমন থাকবে? ২০২৫ সাল মকর রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। মানসিক চাপ থেকে মুক্তি মিলবে এবং মন সবসময় আনন্দিত থাকবে।
advertisement
5/9
নতুন বছরে মকরের জাতকদের অসমাপ্ত কাজ সম্পূর্ণ হবে এবং আর্থিক উন্নতি ঘটবে। শারীরিক ও মানসিক যন্ত্রণা দূর হবে।
নতুন বছরে মকরের জাতকদের অসমাপ্ত কাজ সম্পূর্ণ হবে এবং আর্থিক উন্নতি ঘটবে। শারীরিক ও মানসিক যন্ত্রণা দূর হবে।
advertisement
6/9
মকর রাশির জাতকদের বৈবাহিক জীবন সুখময় হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে।
মকর রাশির জাতকদের বৈবাহিক জীবন সুখময় হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে।
advertisement
7/9
মকরের জাতকদের চাকরি ও কর্মসংস্থান ও নতুন কর্মসংস্থানের সুযোগ আসবে। বাড়িতে মাঙ্গলিক কাজ সম্পন্ন হবে।
মকরের জাতকদের চাকরি ও কর্মসংস্থান ও নতুন কর্মসংস্থানের সুযোগ আসবে। বাড়িতে মাঙ্গলিক কাজ সম্পন্ন হবে।
advertisement
8/9
নতুন বছর মকর রাশির জন্য নতুন আশা এবং উন্নতির বার্তা নিয়ে আসছে। শনির কুদৃষ্টি থেকে মুক্তি পাওয়া এই রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।
নতুন বছর মকর রাশির জন্য নতুন আশা এবং উন্নতির বার্তা নিয়ে আসছে। শনির কুদৃষ্টি থেকে মুক্তি পাওয়া এই রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।
advertisement
9/9
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
advertisement
advertisement
advertisement