Shani Nakshatra Transit 2025: ২৭ বছর পর জায়গা বদলে নিজের নক্ষত্রে শনি! এই ৫ রাশির ভাগ্যে আসবে বিপুল ধন ও সুখ
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Shani Nakshatra Transit 2025: ১৮ অগাস্ট ২০২৫-এ শনি দেবতা তাঁর নিজের নক্ষত্র উত্তরভাদ্রপদে প্রবেশ করছেন। ২৭ বছর পর এই পরিবর্তনে ৫টি রাশির ভাগ্যে সুখ, সমৃদ্ধি ও ক্যারিয়ারে বিস্ময়কর উন্নতির সুযোগ আসছে, বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা। কোন কোন রাশির কথা বলা হয়েছে জানুন...
২৭ বছর পর নিজেরই নক্ষত্রে শনি গ্রহের গোচর হতে চলেছে, যা ৫টি রাশির জন্য অত্যন্ত শুভ হতে পারে। ১৮ অগাস্ট সোমবার শনি দেবতা উত্তরভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন। এই নক্ষত্রের অধিপতি শনি নিজেই। শনি যখন নক্ষত্র পরিবর্তন করেন, তখন তার প্রভাব মেষ থেকে মীন পর্যন্ত সমস্ত ১২টি রাশির উপর পড়ে। বিশেষজ্ঞদের মতে, এবার এই নক্ষত্র পরিবর্তনের প্রভাবে কিছু রাশির জীবনে ধন, সম্পদ ও সুখে অভাবনীয় বৃদ্ধি হতে চলেছে।
advertisement
১৮ অগাস্টে শনিদেব তাঁর নিজস্ব নক্ষত্র উত্তরভাদ্রপদে প্রবেশ করবেন। এই নক্ষত্র গোচর ২৭ বছর পর ঘটছে। উত্তরভাদ্রপদ ২৭টি নক্ষত্রের মধ্যে ২৬তম এবং এটি মীন রাশির অন্তর্গত। বৈদিক জ্যোতিষ মতে, শনি এক রাশি থেকে আরেক রাশিতে যেতে প্রায় আড়াই বছর সময় নেন, আর একটি নক্ষত্র পরিবর্তনে সময় লাগে প্রায় ১ বছর। সেই হিসেবে সব নক্ষত্রে একবার ঘুরে আসতে প্রায় ২৭ বছর সময় লাগে। এই গোচরের ফলে পাঁচটি রাশির জাতকদের ভাগ্যে সুদিন আসতে চলেছে।
advertisement
বৃষ রাশি: বৃষ রাশির জাতক-জাতিকারা ভাগ্যক্রমে বড়সড় উন্নতির মুখ দেখতে চলেছেন। কর্মক্ষেত্রে সাফল্য আসবে এবং আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যজনিত সমস্যা থাকলে এই সময় সুস্থতা ফিরে আসবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কেও ইতিবাচক উন্নতি দেখা যাবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement