বক্রী শনি মার্গী হতে চলেছেন শীঘ্রই, সূর্যপুত্রের চালে কাদের লাভ হতে চলেছে? আপনিও আছেন না কি সেই দলে? জেনে নিন...
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
শনির গতির পরিবর্তন ১২টি রাশির উপরেই প্রভাব ফেলতে পারে। শনি বর্তমানে বিপরীতমুখী গতিতে গোচর করছেন। শীঘ্রই, শনি তাঁর গতি সরাসরি পরিবর্তন করবেন।
ভারতীয় জ্যোতিষশাস্ত্রে নবগ্রহের গুরুত্ব অপরিসীম। এঁদের মধ্যে শনি একজন জাতক বা জাতিকার জীবনে সর্বাধিক প্রভাব বিস্তার করে থাকেন। ঢাইয়া, সাড়ে সাতির মতো শনির মহাদশা যে কারও জীবন বিপর্যস্ত করে তুলতে পারে এক লহমায়। কেন এই দশা জীবনে আসে, তার সঙ্গে দুটি নিয়মের উল্লেখ করা হয়ে থাকে। একটি হল শনির রাশি পরিবর্তন বা গোচর।
advertisement
advertisement
শনির গতির পরিবর্তন ১২টি রাশির উপরেই প্রভাব ফেলতে পারে। শনি বর্তমানে বিপরীতমুখী গতিতে গোচর করছেন। শীঘ্রই, শনি তাঁর গতি সরাসরি পরিবর্তন করবেন। শনির প্রত্যক্ষ গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কর্মফলদাতা শনি নভেম্বর মাসে মীন রাশিতে গোচর করবেন। শনির এই সরাসরি গতি পরিবর্তন কিছু রাশির জন্য শুভ দিন বয়ে আনবে, আবার অন্যদের জন্য কঠিন সময়ও বয়ে আনতে পারে। হিন্দু পঞ্জিকা অনুসারে ২৮ নভেম্বর, ২০২৫ তারিখে সকাল ৯:২০ মিনিটে শনি বক্রী থেকে মার্গী হয়ে যাবেন। জেনে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকারারা এতে লাভবান হবেন।
advertisement
advertisement
advertisement
advertisement


