Shani Gochar 2023: আর মাত্র কয়েকটা দিন; এর পরেই মার্গী হবেন শনিদেব! এই সব রাশির ভাগ্য হবে উজ্জ্বল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
Shani Gochar: গত ১৭ জুন, ২০২৩ তারিখে ১৪০ দিনের জন্য বক্রী হয়েছিলেন শনি। এর পর ৪ নভেম্বর, ২০২৩ তারিখে মার্গী হবেন তিনি। আর জ্যোতিষীদের বিশ্বাস, মার্গী অবস্থানে শনি শুভ ফল প্রদান করেন।
ন্যায়ের দেবতা বলা হয় শনিদেবকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনিদেবই মানুষকে ভাল-মন্দ কাজের ফলাফল প্রদান করে থাকেন। এহেন অবস্থায় শনির রাশি পরিবর্তনের প্রভাব পড়ে রাশিচক্রের সমস্ত রাশির জাতক-জাতিকাদের উপর। এখন শনি কুম্ভ রাশিতে গোচর করছেন। গত ১৭ জুন, ২০২৩ তারিখে ১৪০ দিনের জন্য বক্রী হয়েছিলেন শনি। এর পর ৪ নভেম্বর, ২০২৩ তারিখে মার্গী হবেন তিনি। আর জ্যোতিষীদের বিশ্বাস, মার্গী অবস্থানে শনি শুভ ফল প্রদান করেন।
advertisement
অযোধ্যার বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত কল্কি রামের মতে, শনির ঢাইয়া এবং সাড়ে সাতির কারণে সকলেই চিন্তিত থাকেন। তবে নভেম্বর মাসেই শনিদেব মার্গী হলে মকর, কুম্ভ এবং মীন রাশির জাতক-জাতিকারা কিছুটা স্বস্তি পাবেন। কারণ সাড়ে সাতির প্রভাবে তাঁরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। অন্য দিকে কয়েকটি রাশিও বেশ লাভবান হতে পারে। জ্যোতিষাচার্যের বক্তব্য, ৪ নভেম্বর থেকে শনিদেব মার্গী হলে কোনও কোনও রাশির জন্য তা ইতিবাচক হবে। তো আবার কয়েকটি রাশির জন্য নেতিবাচক ফল দান করতে পারে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক-জাতিকারা ভাল ফল লাভ করবেন।
advertisement
advertisement
advertisement
মকর রাশি: এই রাশির জাতক-জাতিকাদেরও ভাগ্যোজ্জ্বল হবে। অপ্রত্যাশিত ভাবে আর্থিক লাভ হতে পারে। আবার দীর্ঘ সময় ধরে আটকে থাকা অর্থও পেতে পারেন। সব মিলিয়ে আর্থিক পরিস্থিতি বেশ মজবুতই থাকবে। ফুলেফেঁপে উঠবে ব্যবসাও। আর চাকরিজীবীদেরও পদোন্নতির সম্ভাবনা প্রবল। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)