Home » Photo » astrology » Shani Rashi Parivartan 2022: এই মানুষ ও পশুপাখিদের উপরে অত্যাচারে গ্রহরাজের মহাদশায় মহাকষ্ট জীবনকে তোলপাড় করবে! বাঁচবেন যেভাবে
Shani Rashi Parivartan 2022: এই মানুষ ও পশুপাখিদের উপরে অত্যাচারে গ্রহরাজের মহাদশায় মহাকষ্ট জীবনকে তোলপাড় করবে! বাঁচবেন যেভাবে
Shani Rashi Parivartan 2022: ২৯ এপ্রিল থেকে সতর্ক থাকতে হবে এই পাঁচ রাশির জাতক-জাতিকাদের, শারীরিক, আর্থিক ও মানসিক চাপ কয়েকগুণ বাড়তে চলেছে!
জ্যোতিষ শাস্ত্রমতে শনিকে অত্যন্ত নিষ্ঠুর গ্রহ বলেই মনে করা হয় ৷ কর্ম অনুযায়ী তিনি ফল দিয়ে থাকেন ৷ এই কারণেই গ্রহরাজের প্রকোপ থেকে বাঁচার জন্য বিভিন্ন ক্ষেত্রেই জ্যোতিষিরা বিভিন্ন বিধান দিয়ে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
2/ 12
আগামী ২৯ এপ্রিল গ্রহরাজ শনি রাশি পরিবর্তন করতে চলেছেন ৷ শনির এই রাশি পরিবর্তন ধনু রাশির ক্ষেত্রে সাড়ে সাতি থেকে মুক্তি আসবে ৷ প্রতীকী ছবি ৷
3/ 12
একই সঙ্গে মীন রাশির ক্ষেত্রে শুরু হবে সাড়ে সাতি ৷ ২ রাশির জাতক-জাতিকাদের ঢাইয়া মুক্তি ঘটবে আর দুই রাশির মানুষেরা ঢাইয়াতে প্রবেশ করবেন ৷ প্রতীকী ছবি ৷
4/ 12
শনির ঢাইয়া ও সাড়ে সাতির নামে প্রচুর ভয় সাধারণ মানুষের ৷ বিশেষত এই সময়ে এই জাতক-জাতিকাদের উপরে বিশেষ নজর থাকে গ্রহরাজের ৷ প্রতীকী ছবি ৷
5/ 12
একই সঙ্গে শনির সাড়ে সাতি ও ঢাইয়া যে কোনও ব্যক্তির আর্থিক, শারীরিক ও মানসিক দিক থেকে অত্যন্ত খারাপ প্রভাব ফেলে ৷ প্রতীকী ছবি ৷
6/ 12
যে সমস্ত মানুষ ভাল কাজ করেন তাঁদের কুষ্ঠিতে শনি অত্যন্ত ভাল জায়গায় অবস্থান করেন ৷ তবে শনির ঢাইয়া ও সাড়ে সাতির ক্ষেত্রে নিজের কাজ নিয়ে যাঁরা সতর্ক না থাকেন তাঁদের উপরে অত্যন্ত খারাপ প্রভাব পড়ে ৷ প্রতীকী ছবি ৷
7/ 12
গ্রহরাজ সেই সমস্ত মানুষের উপরে রেগে যান যাঁরা দরিদ্র, অসহায়, মহিলা, শ্রমিক, সাফাই কর্মীদের উপরে অত্যাচার করে ৷ এই সমস্ত শ্রেণির মানুষদের অপমান ও শোষণ একদমই করা উচিৎ নয় ৷ প্রতীকী ছবি ৷
8/ 12
পশুপাখিদের উপরেও যেন অত্যাচার না হয় ৷ মদ মাংস না খাওয়াই উচিৎ ৷ জুয়া ষাট্টার মত খারাপ স্বভাব, মিথ্যা, ছলনা ত্যাগ না করলে শনির রোষে বিরাট সমস্যা আসবে জীবনে ৷ প্রতীকী ছবি ৷
9/ 12
আর্থিক, মানসিক ও শারীরিক কষ্ট পেতে হয় ৷ আগামী ২৯ এপ্রিল শনি গোচর হচ্ছে ফলে মীন রাশির জাতক-জাতিকাদের সাড়ে সাতি শুরু হবে ৷ প্রতীকী ছবি ৷
10/ 12
এই ভাবেই মীন, মকর ও কুম্ভ রাশির জাতক-জাতিকারা শনির সাড়ে সাতির প্রভাবে থাকবেন ৷ কর্কট ও বৃশ্চিক রাশির উপরে ঢাইয়া শুরু হবে ৷ প্রতীকী ছবি ৷
11/ 12
ফলত এই পাঁচ রাশির জাতক-জাতিকাদের নিজের কর্ম নিয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে ৷ প্রতীকী ছবি ৷
12/ 12
Disclaimer: উপরোক্ত প্রতিটি বিষয়ই নিছকই তথ্য নিউজ ১৮ বাংলা এই সমস্ত কিছু মানতে পরামর্শ দেয়না, নিজের বিচার বুদ্ধি দিয়েই জীবনে প্রয়োগ করুন ৷ প্রতীকী ছবি ৷