চাণক্য নীতি বলে, কোথাও, কোনও শিক্ষা পাওয়ার সুযোগ পেলে সেই সুযোগ হারানো উচিত নয়৷ যাঁরা শিক্ষা নেওয়ার সুযোগ হাতছাড়া করেন, তাঁরা কখনই সঠিক পরিমাণে শিক্ষা পান না৷ ফলে জীবনে সাফল্য পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়৷
2/ 5
চাণক্য নীতিতে বলা হয়েছে বোকা ও বিকৃত লোকেদের সঙ্গে মিশলে, তাঁদের কথা শুনলে মা লক্ষ্মী রেগে যান৷ তাঁদের কথা শুনলে কখনই তাঁদের হাতে অর্থ তেমন করে থাকে না৷ তাঁরা সহজে অর্থ হারিয়ে ফেলেন৷
3/ 5
যাঁরা নিজের ভাগ্যের উপর নির্ভর করে কঠোর পরিশ্রম করে নিজের সাফল্য পাওয়ার চেষ্টা করে থাকেন, তাঁদের উপর মা লক্ষ্মীর কৃপা থাকে৷ তাঁদের হাতে থাকে টাকা৷ অর্থের কোনও অভাব হবে না তাঁদের জীবনে৷
4/ 5
আচর্য চাণক্যের মতে, যে পরিবারে সবসময় নানারকম কারণে ঝগড়াঝাঁটি লেগেই থাকে বা কোনও বৈবাহিক জীবনে যখন সারাক্ষণ ঝগড়া লেগেই থাকে, সেই বাড়িতে কখনই মা লক্ষ্মী থাকেন না৷ এই ধরনের পরিবারের সবসময় অর্থের কষ্ট লেগেই থাকে৷
5/ 5
কোনও মানুষ যখন তাঁর জীবনে দান করার একটি অংশ সব সময় বজায় রাখেন, তাঁদের জীবনে কখনই অর্থের অভাব হয় না৷ গরিব মানুষের হাতে অর্থের একটি অংশ তুলে দিলে জীবনে অর্থের অভাব হয় না৷ মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি থাকে, তাতে টাকা হাতে আসে৷
Chanakya Niti: হাতে থাকে না কিছুতেই, মুহূর্তে চলে যায় টাকা! চাণক্য নীতি মানলে উপচে পড়বে মানিব্যাগ
চাণক্য নীতি বলে, কোথাও, কোনও শিক্ষা পাওয়ার সুযোগ পেলে সেই সুযোগ হারানো উচিত নয়৷ যাঁরা শিক্ষা নেওয়ার সুযোগ হাতছাড়া করেন, তাঁরা কখনই সঠিক পরিমাণে শিক্ষা পান না৷ ফলে জীবনে সাফল্য পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়৷
Chanakya Niti: হাতে থাকে না কিছুতেই, মুহূর্তে চলে যায় টাকা! চাণক্য নীতি মানলে উপচে পড়বে মানিব্যাগ
চাণক্য নীতিতে বলা হয়েছে বোকা ও বিকৃত লোকেদের সঙ্গে মিশলে, তাঁদের কথা শুনলে মা লক্ষ্মী রেগে যান৷ তাঁদের কথা শুনলে কখনই তাঁদের হাতে অর্থ তেমন করে থাকে না৷ তাঁরা সহজে অর্থ হারিয়ে ফেলেন৷
Chanakya Niti: হাতে থাকে না কিছুতেই, মুহূর্তে চলে যায় টাকা! চাণক্য নীতি মানলে উপচে পড়বে মানিব্যাগ
যাঁরা নিজের ভাগ্যের উপর নির্ভর করে কঠোর পরিশ্রম করে নিজের সাফল্য পাওয়ার চেষ্টা করে থাকেন, তাঁদের উপর মা লক্ষ্মীর কৃপা থাকে৷ তাঁদের হাতে থাকে টাকা৷ অর্থের কোনও অভাব হবে না তাঁদের জীবনে৷
Chanakya Niti: হাতে থাকে না কিছুতেই, মুহূর্তে চলে যায় টাকা! চাণক্য নীতি মানলে উপচে পড়বে মানিব্যাগ
আচর্য চাণক্যের মতে, যে পরিবারে সবসময় নানারকম কারণে ঝগড়াঝাঁটি লেগেই থাকে বা কোনও বৈবাহিক জীবনে যখন সারাক্ষণ ঝগড়া লেগেই থাকে, সেই বাড়িতে কখনই মা লক্ষ্মী থাকেন না৷ এই ধরনের পরিবারের সবসময় অর্থের কষ্ট লেগেই থাকে৷
Chanakya Niti: হাতে থাকে না কিছুতেই, মুহূর্তে চলে যায় টাকা! চাণক্য নীতি মানলে উপচে পড়বে মানিব্যাগ
কোনও মানুষ যখন তাঁর জীবনে দান করার একটি অংশ সব সময় বজায় রাখেন, তাঁদের জীবনে কখনই অর্থের অভাব হয় না৷ গরিব মানুষের হাতে অর্থের একটি অংশ তুলে দিলে জীবনে অর্থের অভাব হয় না৷ মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি থাকে, তাতে টাকা হাতে আসে৷