Shravan Yog: শ্রাবণ মাসে তৈরি হচ্ছে ৬ বিশেষ যোগ, জেনে নিন পুজোর শুভ সময় ও পদ্ধতি
- Published by:Debalina Datta
- local18
Last Updated:
Sawan Somvar: তিথি সমন্বয়ের কারণে এ বছর শ্রাবণ মাস ২৯ দিনের। কাকতালীয় ঘটনাটি হল, শ্রাবণ শুরু হচ্ছে সোমবার থেকে। শ্রাবণের শেষ দিনও সোমবার। শুধু তাই নয়, শ্রাবণে এবার ৫টি সোমবার পড়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
শ্রাবণের প্রথম দিনে প্রীতি এবং শিববাস যোগ পাবেন ভক্তরা।শিববাস যোগকে জলাভিষেকের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই যোগে শিবের জলাভিষেক করলে সুখ ও সৌভাগ্য বৃদ্ধি পায়। তাছাড়া শ্রাবণ মাসের সোমবারে ভোলেনাথের পুজো, উপবাস এবং জল অর্পণের বিধি রয়েছে, এতে মহাদেব প্রসন্ন হন। শ্রাবণ মাসের সোমবারের উপবাস ছাড়াও প্রতি মঙ্গলবার মঙ্গলা গৌরী উপবাসও পালন করা হয়।
advertisement