Sawan Month 2025: শ্রাবণ মাসে কবে মহাদেবের রুদ্রাভিষেক করতে চান? কোন কোন তিথিতে ভোলানাথের উপাসনা করলে ফল মিলবে হাতেনাতে!

Last Updated:
আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে শ্রাবণমাস। আর এই মাস শিব আরাধনার জন্য শ্রেষ্ঠ মাস বলে ধরা হয়।
1/8
শ্রাবণ মাস হিন্দু ধর্মে ভগবান শিবের উপাসনার জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এই মাসে যদি কেউ স্বপ্নে শিব সম্পর্কিত কিছু জিনিস দেখে, তবে তা খুবই শুভ বলে মানা হয়। এই স্বপ্নগুলি ভগবান শিবের কৃপা প্রাপ্তির লক্ষণ হিসেবে ধরা হয়।
আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে শ্রাবণমাস। আর এই মাস শিব আরাধনার জন্য শ্রেষ্ঠ মাস বলে ধরা হয়।
advertisement
2/8
আগামী ১১ জুলাই ২০২৫, শনি, মঙ্গল, বুধের অবস্থানের বিশাল পরিবর্তন হবে, কেননা ৫০০ বছর পরে শ্রাবণে বুধ ও শনির বক্রি হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
মনে করা হয়, এই সময় শিবের রুদ্রাভিষেক করলে সন্তান প্রাপ্তি, শীঘ্র বিবাহ, কেরিয়ারে সফলতা, ধন বৃদ্ধি, উত্তম স্বাস্থ্য এবং মানসিক শান্তি লাভের মতন সুখ প্রাপ্তি সম্ভব।
advertisement
3/8
শ্রাবণ মাসেই বিভিন্ন মন্দিরে লম্বা লাইন থাকে শিবকে জলাভিষেক করার জন্য ৷ সব থেকে বড় ব্যাপার এটাই যে শ্রাবণে দুর্লভ সংযোগ হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
এছাড়াও জীবনে বাধা, গ্রহের কুপ্রভাব, নজর দোষ রুদ্রাভিষেকের প্রভাবে শান্ত হতে পারে।
advertisement
4/8
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য আর্থিক অবস্থা ভাল হতে পারে ৷ পুরনো সমস্যা দূর হতে পারে ৷ ঋণমুক্তি হতে পারে, টাকা পয়সা খরচের ক্ষেত্রে সতর্ক হতে হবে আরও ৷ প্রতীকী ছবি ৷
ধার্মিক গ্রন্থ অনুসারে, শ্রাবণ মাসে বিধিপূর্বক রুদ্রাভিষেকের প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়।
advertisement
5/8
 দেখে নেওয়া যাক শ্রাবণ মাসে কোন কোন তিথি রুদ্রাভিষেকের জন্য অত্যন্ত শুভ।
দেখে নেওয়া যাক শ্রাবণ মাসে কোন কোন তিথি রুদ্রাভিষেকের জন্য অত্যন্ত শুভ।
advertisement
6/8
সাদা ফুল -গঙ্গা দশেরার দিন শিবলিঙ্গে সাদা ফুল অর্পণ করুন। এই ফুল অর্পণ করলে ঘরে সুখ আসে।
১১ জুলাই, শুক্রবার, প্রতিপদ তিথি।১৪ জুলাই, সোমবার, চতুর্থী তিথি।১৫ জুলাই, মঙ্গলবার, পঞ্চমী তিথি।১৮ জুলাই, শুক্রবার, অষ্টমী তিথি।
advertisement
7/8
নীলষষ্ঠী পুজোর থালায় ধুতুরাফল, বেলপাতা, দূর্বাঘাস, অখণ্ড আতপচাল রাখবেন৷ ৫টি গোটা ফল অবশ্যই দেবেন৷ তার মধ্যে একটি বৃন্তসমেত কাঁচা আম এবং বেল অবশ্যই দিন৷ সেইসঙ্গে বাকি তিনটে মরশুমি ফল রাখুন৷
২১ জুলাই, সোমবার, একাদশী তিথি।২২ জুলাই, মঙ্গলবার, দ্বাদশী তিথি।২৩ জুলাই, বুধবার, চতুর্দশী তিথি।২৪ জুলাই, বৃহস্পতিবার, অমাবস্যা তিথি।
advertisement
8/8
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement