Sawan Last Somvar Astro Tips: আজ শ্রাবণের শেষ সোমবার! সন্ধ্যায় দেবাদিদেব মহাদেবকে এই সাদা জিনিস নিবেদনে কাটবে অর্থাভাব! বাড়িতে এই ৩ জিনিস আনলে বছরভর ভাবতে হবে না টাকা নিয়ে!

Last Updated:
Sawan Last Somvar Astro Tips: শেষ শ্রাবণী সোমবারে কী খাবেন, কী খাবেন না, কী করবেন, কী করবেন না-এই সংক্রান্ত একাধিক আচারবিধি আছে৷ সেগুলি পালন না করলে পুণ্যফল বিচ্যুত হবেন৷
1/6
শ্রাবণ মাসের শেষ সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র৷ এই তিথির মাহাত্ম্য সুগভীর৷ যাঁরা ব্রতী, তাঁরা শ্রাবণের প্রতি সোমবার পালন করেন৷ যদি অন্য সোমবার পালন করা নাও যায়, তাহলে চতুর্থ তথা শেষ সোমবার পালন করলে লাভ করা যায় পুণ্যফল৷ আবার এই সোমবার আহারবিধি ও অন্যান্য আচরণ পালন না করলে পুণ্যফল থেকে বিচ্যুতও হতে পারেন৷
শ্রাবণ মাসের শেষ সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র৷ এই তিথির মাহাত্ম্য সুগভীর৷ যাঁরা ব্রতী, তাঁরা শ্রাবণের প্রতি সোমবার পালন করেন৷ যদি অন্য সোমবার পালন করা নাও যায়, তাহলে চতুর্থ তথা শেষ সোমবার পালন করলে লাভ করা যায় পুণ্যফল৷ আবার এই সোমবার আহারবিধি ও অন্যান্য আচরণ পালন না করলে পুণ্যফল থেকে বিচ্যুতও হতে পারেন৷
advertisement
2/6
চতুর্থ শ্রাবণী সোমবারে কী খাবেন, কী খাবেন না, কী করবেন, কী করবেন না-এই সংক্রান্ত একাধিক আচারবিধি আছে৷ সেগুলি পালন না করলে পুণ্যফল বিচ্যুত হবেন৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
চতুর্থ শ্রাবণী সোমবারে কী খাবেন, কী খাবেন না, কী করবেন, কী করবেন না-এই সংক্রান্ত একাধিক আচারবিধি আছে৷ সেগুলি পালন না করলে পুণ্যফল বিচ্যুত হবেন৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
advertisement
3/6
শ্রাবণের শেষ সোমবারের সন্ধ্যায় কাঁচা দুধে চিনি মিশিয়ে নিবেদন করুন দেবাদিদেব মহাদেবকে৷ তাহলে জীবন থেকে দূর হবে বাধা বিঘ্ন এবং অভাব অনটনের অর্থাভাব৷
শ্রাবণের শেষ সোমবারের সন্ধ্যায় কাঁচা দুধে চিনি মিশিয়ে নিবেদন করুন দেবাদিদেব মহাদেবকে৷ তাহলে জীবন থেকে দূর হবে বাধা বিঘ্ন এবং অভাব অনটনের অর্থাভাব৷
advertisement
4/6
পানের পাতায় এলাচ ও লবঙ্গ রেখে নিবেদন করুন মহাদেবকে৷ তার পর পুজো সমাপনে সেটা তুলে রেখে শুকনো অবস্থায় রেখে দিন মানিব্যাগে৷ এতে জীবন থেকে কুনজর কাটবে৷ মঙ্গল হবে সংসার ও সন্তানের৷
পানের পাতায় এলাচ ও লবঙ্গ রেখে নিবেদন করুন মহাদেবকে৷ তার পর পুজো সমাপনে সেটা তুলে রেখে শুকনো অবস্থায় রেখে দিন মানিব্যাগে৷ এতে জীবন থেকে কুনজর কাটবে৷ মঙ্গল হবে সংসার ও সন্তানের৷
advertisement
5/6
এই পুণ্যদিনে বাড়িতে আনুন মহাদেবের ত্রিশূল এবং রুদ্রাক্ষ৷ এতে চরম বিপর্যয় থেকে রক্ষা পায় সংসার৷ চারপাশ থেকে কেটে যায় অশুভ শক্তির বলয়৷
এই পুণ্যদিনে বাড়িতে আনুন মহাদেবের ত্রিশূল এবং রুদ্রাক্ষ৷ এতে চরম বিপর্যয় থেকে রক্ষা পায় সংসার৷ চারপাশ থেকে কেটে যায় অশুভ শক্তির বলয়৷
advertisement
6/6
শ্রাবণের শেষ সোমবার বাড়িতে আনুন তামার তৈরি নাগমূর্তি৷ ত্রিশূল, রুদ্রাক্ষ এবং সাপ রাখুন শিবলিঙ্গ বা মহাদেবের ছবির কাছে৷ মনে করা হয়, শ্রাবণের শেষ সোমবার এই জ্যোতিষ রীতি নীতি পালন করলে সর্বাঙ্গীন মঙ্গল হয় সংসারের৷
শ্রাবণের শেষ সোমবার বাড়িতে আনুন তামার তৈরি নাগমূর্তি৷ ত্রিশূল, রুদ্রাক্ষ এবং সাপ রাখুন শিবলিঙ্গ বা মহাদেবের ছবির কাছে৷ মনে করা হয়, শ্রাবণের শেষ সোমবার এই জ্যোতিষ রীতি নীতি পালন করলে সর্বাঙ্গীন মঙ্গল হয় সংসারের৷
advertisement
advertisement
advertisement