Sawan Amavasya Astro Tips: আসছে শ্রাবণের হরিয়ালি অমাবস্যা! এই রঙের পোশাক পরে দেবাদিদেব মহাদেবকে এই সাদা জিনিস অর্পণ করুন ১ মুঠো! দুঃখ কষ্ট অভাব কেটে আসবে টাকার জোয়ার

Last Updated:
Sawan Amavasya (Hariyali) Astro Tips: শ্রাবণ মাসে বর্ষাকাল চলে বলে চারদিক শস্যশ্যামল থাকে। ফলে এই মাসের অমাবস্যাকে বলা হয় হরিয়ালি বা সবুজ অমাবস্যা। বাংলার বাইরে দেশের নানা প্রান্তে এই তিথি খুবই পবিত্র ও গুরুত্বপূর্ণ।
1/9
১. চলছে শ্রাবণ মাস৷ আসছে অমাবস্যা তিথি৷ শ্রাবণ মাসের অমাবস্যা তিথিকে বলা হয় হরিয়ালি অমাবস্যা৷ বাংলার বাইরে দেশের নানা প্রান্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পুণ্যতিথি৷

১. চলছে শ্রাবণ মাস৷ আসছে অমাবস্যা তিথি৷ শ্রাবণ মাসের অমাবস্যা তিথিকে বলা হয় হরিয়ালি অমাবস্যা৷ বাংলার বাইরে দেশের নানা প্রান্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পুণ্যতিথি৷
advertisement
2/9
 শ্রাবণ মাসে বর্ষাকাল চলে বলে চারদিক শস্যশ্যামল থাকে। ফলে এই মাসের অমাবস্যাকে বলা হয় হরিয়ালি বা সবুজ অমাবস্যা। বাংলার বাইরে দেশের নানা প্রান্তে এই তিথি খুবই পবিত্র ও গুরুত্বপূর্ণ।
শ্রাবণ মাসে বর্ষাকাল চলে বলে চারদিক শস্যশ্যামল থাকে। ফলে এই মাসের অমাবস্যাকে বলা হয় হরিয়ালি বা সবুজ অমাবস্যা। বাংলার বাইরে দেশের নানা প্রান্তে এই তিথি খুবই পবিত্র ও গুরুত্বপূর্ণ।
advertisement
3/9
দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এ বছর শ্রাবণ বা হরিয়ালি অমাবস্যা পড়েছে আগামি ২৪ জুলাই, বৃহস্পতিবার। তার আগের দিন ২৩ জুলাই ও ২৪ জুলাই সংযোগস্থলে রাত ২.২৮ মিনিটে শুরু হচ্ছে অমবস্যা।
দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এ বছর শ্রাবণ বা হরিয়ালি অমাবস্যা পড়েছে আগামি ২৪ জুলাই, বৃহস্পতিবার। তার আগের দিন ২৩ জুলাই ও ২৪ জুলাই সংযোগস্থলে রাত ২.২৮ মিনিটে শুরু হচ্ছে অমবস্যা।
advertisement
4/9
শ্রাবণ অমাবস্যা থাকবে ২৪ জুলাই এবং ২৫ জুলাই সংযোগস্থলে রাত ১২.৪০ মিনিট পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী অমাবস্যার রীতি ও অমানিশা পালিত হবে ২৪ জুলাই।
শ্রাবণ অমাবস্যা থাকবে ২৪ জুলাই এবং ২৫ জুলাই সংযোগস্থলে রাত ১২.৪০ মিনিট পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী অমাবস্যার রীতি ও অমানিশা পালিত হবে ২৪ জুলাই।
advertisement
5/9
এই বিশেষ তিথিতে কী কী করলে মহাদেবের আশীর্বাদে দূর হবে সব দুঃখ দুর্দশা, জেনে নিন। বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম।
এই বিশেষ তিথিতে কী কী করলে মহাদেবের আশীর্বাদে দূর হবে সব দুঃখ দুর্দশা, জেনে নিন। বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম।
advertisement
6/9
হরিয়ালি অমাবস্যা তিথিতে পুণ্যস্নান এবং দানধ্যান, বৃক্ষরোপণ বিশেষ গুরুত্বপূর্ণ। পূর্বপুরুষদের স্মৃতিতে করা যায় শ্রাদ্ধকাজ ও পিণ্ডদান।
হরিয়ালি অমাবস্যা তিথিতে পুণ্যস্নান এবং দানধ্যান, বৃক্ষরোপণ বিশেষ গুরুত্বপূর্ণ। পূর্বপুরুষদের স্মৃতিতে করা যায় শ্রাদ্ধকাজ ও পিণ্ডদান।
advertisement
7/9
এই পুণ্যদিনে দেবাদিদেব মহাদেবকে প্রথমে নিবেদন করুন গঙ্গাজল। তার পর একে একে দিন মধু এবং ঘি।
এই পুণ্যদিনে দেবাদিদেব মহাদেবকে প্রথমে নিবেদন করুন গঙ্গাজল। তার পর একে একে দিন মধু এবং ঘি।
advertisement
8/9
এর পর একটি বেলপাতা এবং এক মুঠো অক্ষত আতপচাল নিবেদন করুন ভগবান শিবকে। বাড়িতে অথবা মন্দিরে, দু জায়গাতেই হরিয়ালি অমাবস্যা পালন করা যায়।
এর পর একটি বেলপাতা এবং এক মুঠো অক্ষত আতপচাল নিবেদন করুন ভগবান শিবকে। বাড়িতে অথবা মন্দিরে, দু জায়গাতেই হরিয়ালি অমাবস্যা পালন করা যায়।
advertisement
9/9
এই তিথিতে অবশ্যই সবুজ পোশাক পরে শিবপুজো করুন। মহাদেবের আশীর্বাদে দূর হবে সব দুঃখ দুর্দশা। ধনসম্পদ, সৌভাগ্যে প্লাবিত হবে জীবন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)(সব ছবি-AI Generated)
এই তিথিতে অবশ্যই সবুজ পোশাক পরে শিবপুজো করুন। মহাদেবের আশীর্বাদে দূর হবে সব দুঃখ দুর্দশা। ধনসম্পদ, সৌভাগ্যে প্লাবিত হবে জীবন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)(সব ছবি-AI Generated)
advertisement
advertisement
advertisement