Lord Shiva Sawan 2023: অভিশপ্ত এই ফুল! ভুলেও শিব পুজোয় দেবেন না, তুষ্ট নয় রুষ্ট হবেন মহাদেব

Last Updated:
Lord Shiva Sawan 2023: হিন্দু ধর্মে শিবকে দেবাদিদেব হিসেবে মানা হয়। সারা বছর শিবের পুজো করা হয়। শ্রাবণ মাস ভোলানাথের প্রিয় মাস। জ্যোতিশাস্ত্রেও এই মাস খুব গুরুত্বপূর্ণ। মহাদেব যেমন অল্পতে সন্তুষ্ট, ঠিক তেমনই মহাদেবের পুজোয় এমন একটি বিষয় রয়েছে যা কখনই নিবেদন করা উচিৎ নয়। সেই তালিকায় রয়েছে একটি ফুলও।
1/12
হিন্দু ধর্মে শিবকে দেবাদিদেব হিসেবে মানা হয়। সারা বছর শিবের পুজো করা হয়। শ্রাবণ মাস ভোলানাথের প্রিয় মাস। জ্যোতিশাস্ত্রেও এই মাস খুব গুরুত্বপূর্ণ।
হিন্দু ধর্মে শিবকে দেবাদিদেব হিসেবে মানা হয়। সারা বছর শিবের পুজো করা হয়। শ্রাবণ মাস ভোলানাথের প্রিয় মাস। জ্যোতিশাস্ত্রেও এই মাস খুব গুরুত্বপূর্ণ।
advertisement
2/12
এই মাসেই ভক্তরা শিবের পুজো, উপবাস, মানত করে থাকেন। শিবের পুজো করলে শুধু সুখ, সমৃদ্ধি, শান্তি আসে না, দাম্পত্য জীবনের নানা কলহ দূর হতে পারে।
এই মাসেই ভক্তরা শিবের পুজো, উপবাস, মানত করে থাকেন। শিবের পুজো করলে শুধু সুখ, সমৃদ্ধি, শান্তি আসে না, দাম্পত্য জীবনের নানা কলহ দূর হতে পারে।
advertisement
3/12
হিন্দু ধর্ম মতে শিব অল্পতেই সন্তুষ্ট। আর এবারের শ্রাবণ মাস শিব ভক্তদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ ২ মাস ধরে চলবে শিবের প্রিয় মাস।
হিন্দু ধর্ম মতে শিব অল্পতেই সন্তুষ্ট। আর এবারের শ্রাবণ মাস শিব ভক্তদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ ২ মাস ধরে চলবে শিবের প্রিয় মাস।
advertisement
4/12
শ্রাবণ চলবে ৪ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত। ফলে ভোলে বাবার আশীর্বাদ ও কৃপা পাওয়ার খুব ভাল সময় এবারের শ্রাবণ। শিব ভক্তরা খুব নিয়ম মেনে চলে এই সময়।
শ্রাবণ চলবে ৪ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত। ফলে ভোলে বাবার আশীর্বাদ ও কৃপা পাওয়ার খুব ভাল সময় এবারের শ্রাবণ। শিব ভক্তরা খুব নিয়ম মেনে চলে এই সময়।
advertisement
5/12
শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের পুজোর জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয়। ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য তাকে প্রিয় জিনিসগুলি নিবেদন করা হয়।
শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের পুজোর জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয়। ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য তাকে প্রিয় জিনিসগুলি নিবেদন করা হয়।
advertisement
6/12
কথিত আছে যে ভগবান শিবকে তুষ্ট করার জন্য এই মাসে করা ছোট কাজও খুব তাড়াতাড়ি উপকারে কাজে লাগে। শ্রাবণ মাসে ভগবান শিব খুব দ্রুত খুশি হন।
কথিত আছে যে ভগবান শিবকে তুষ্ট করার জন্য এই মাসে করা ছোট কাজও খুব তাড়াতাড়ি উপকারে কাজে লাগে। শ্রাবণ মাসে ভগবান শিব খুব দ্রুত খুশি হন।
advertisement
7/12
মহাদেব যেমন অল্পতে সন্তুষ্ট, ঠিক তেমনই মহাদেবের পুজোয় এমন একটি বিষয় রয়েছে যা কখনই নিবেদন করা উচিৎ নয়। সেই তালিকায় রয়েছে একটি ফুলও।
মহাদেব যেমন অল্পতে সন্তুষ্ট, ঠিক তেমনই মহাদেবের পুজোয় এমন একটি বিষয় রয়েছে যা কখনই নিবেদন করা উচিৎ নয়। সেই তালিকায় রয়েছে একটি ফুলও।
advertisement
8/12
শাস্ত্রে রয়েছে যে একটি ফুল রয়েছে যা মহাদেবকে ভুলেও অর্পণ করা উচিৎ নয়। তাতে ভগবান শিব রুষ্ট হতে পারেন। এই ফুলকে অভিশপ্ত হিসেবে মনে করা হয়।
শাস্ত্রে রয়েছে যে একটি ফুল রয়েছে যা মহাদেবকে ভুলেও অর্পণ করা উচিৎ নয়। তাতে ভগবান শিব রুষ্ট হতে পারেন। এই ফুলকে অভিশপ্ত হিসেবে মনে করা হয়।
advertisement
9/12
শিবের পুজো কেতকী ফুল কখনই ব্যবহার করা উচিৎ নয়। শিবপূরাণেও উল্লেখ রয়েছে কেতকী ফুল যেন মহাদেবকে অর্পণ না করা হয়। উল্লেখ রয়েছে জ্যোতিশাস্ত্রেও।
শিবের পুজো কেতকী ফুল কখনই ব্যবহার করা উচিৎ নয়। শিবপূরাণেও উল্লেখ রয়েছে কেতকী ফুল যেন মহাদেবকে অর্পণ না করা হয়। উল্লেখ রয়েছে জ্যোতিশাস্ত্রেও।
advertisement
10/12
কেতকী ফুল দিয়ে পুজো কর পাপ ও অশুভ মনে হয়। শ্রাবণ মাসে মহাদেবের বিশেষ পুজো বা রুদ্রাভিষেকের সময়, কিংবা প্রতিদিন শিবের পুজোর কখনই কেতকী ফুল ব্যবহার করবেন না।
কেতকী ফুল দিয়ে পুজো কর পাপ ও অশুভ মনে হয়। শ্রাবণ মাসে মহাদেবের বিশেষ পুজো বা রুদ্রাভিষেকের সময়, কিংবা প্রতিদিন শিবের পুজোর কখনই কেতকী ফুল ব্যবহার করবেন না।
advertisement
11/12
এই ফুল দিয়ে পুজো করলে মহাদেব রুষ্ট হতে পারেন। তাতে আপনার জীবনে নেমে আসতে পারে নানারকম বিপত্তি। তাই শ্রাবণ মাস হোক বা অন্য কোনও সময় কেতকী ফুলে শিব পুজো করা উচিৎ নয়।
এই ফুল দিয়ে পুজো করলে মহাদেব রুষ্ট হতে পারেন। তাতে আপনার জীবনে নেমে আসতে পারে নানারকম বিপত্তি। তাই শ্রাবণ মাস হোক বা অন্য কোনও সময় কেতকী ফুলে শিব পুজো করা উচিৎ নয়।
advertisement
12/12
একাধিক ফুল রয়েছে যেগুলি দিয়ে শিব পুজো করলে মহাদেব সন্তুষ্ট হন ও তাঁর আশীর্বাদ পাওয়া যায়। শিব পুজোই অবশ্যই রাখুন বিল্বপত্রের পাশাপাশি অবশ্যই রাখুন বেল ফুল ও বেল। এছাড়া শমী, তিসি, জুই, ধুতুরা ও কাঠকরবী ফুল দিয়ে পুজো করুন।
একাধিক ফুল রয়েছে যেগুলি দিয়ে শিব পুজো করলে মহাদেব সন্তুষ্ট হন ও তাঁর আশীর্বাদ পাওয়া যায়। শিব পুজোই অবশ্যই রাখুন বিল্বপত্রের পাশাপাশি অবশ্যই রাখুন বেল ফুল ও বেল। এছাড়া শমী, তিসি, জুই, ধুতুরা ও কাঠকরবী ফুল দিয়ে পুজো করুন।
advertisement
advertisement
advertisement