Saraswati Pujo 2022|Zodiac Sign 2022: সরস্বতী পুজোর দিন রাশি অনুযায়ী এই কাজগুলি করুন, শিক্ষার প্রতিপত্তি বাড়বে খ্যাতিও

Last Updated:
Saraswati Puja|Saraswati Pujo 2022|Basanta Panchami 2022|Basant Panchami|Zodiac Sign 2022|Astrological Prediction|Rashifal|Rashichakra|Horoscope|Life Style: এই সমস্ত রাশির জাতক-জাতিকাদের সরস্বতী পুজোর দিনে এই সমস্ত করলে বিশেষ ভাবে সন্তুষ্ট হন
1/13
বসন্ত পঞ্চমির দিন অর্থাৎ বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধানার দিন ৷ অর্থাৎ আগামী ৫ ফেব্রুয়ারি সরস্বতী পুজো ৷ এই পুণ্যলগ্নে রাশি অনুযায়ী কী কী করা উচিৎ জেনে নিন ৷ প্রতীকী ছবি ৷
বসন্ত পঞ্চমির দিন অর্থাৎ বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধানার দিন ৷ অর্থাৎ আগামী ৫ ফেব্রুয়ারি সরস্বতী পুজো ৷ এই পুণ্যলগ্নে রাশি অনুযায়ী কী কী করা উচিৎ জেনে নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/13
মেষ (Aries): সবস্বতী পুজোর দিন মা সরস্বতীর কবচ পাঠ করা দরকার ৷ এতে সুবুদ্ধি আসে জীবনে ৷ তবেই সমস্ত কাজে একাগ্রতা আসবে ৷ প্রতীকী ছবি ৷
মেষ (Aries): সবস্বতী পুজোর দিন মা সরস্বতীর কবচ পাঠ করা দরকার ৷ এতে সুবুদ্ধি আসে জীবনে ৷ তবেই সমস্ত কাজে একাগ্রতা আসবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/13
বৃষ (Taurus): মা সরস্বতী পুজোর দিন মা সরস্বতীকে সাদা চন্দনের তিলক লাগালে বিশেষ উপকার পাওয়া যায় ৷ একই সঙ্গে সাদা ফুল দিয়ে পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় ৷ জ্ঞান বৃদ্ধি পায় ৷ প্রতীকী ছবি ৷
বৃষ (Taurus): মা সরস্বতী পুজোর দিন মা সরস্বতীকে সাদা চন্দনের তিলক লাগালে বিশেষ উপকার পাওয়া যায় ৷ একই সঙ্গে সাদা ফুল দিয়ে পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় ৷ জ্ঞান বৃদ্ধি পায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/13
মিথুন (Gemini): বসন্ত পঞ্চমীর দিনে মা সরস্বতীকে সবুজ কলম অর্পিত করা উচিৎ তবেই বিদ্যাবুদ্ধি যথাযথ ভাবে পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
মিথুন (Gemini): বসন্ত পঞ্চমীর দিনে মা সরস্বতীকে সবুজ কলম অর্পিত করা উচিৎ তবেই বিদ্যাবুদ্ধি যথাযথ ভাবে পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/13
সিংহ (Leo): সরস্বতী পুজোতে গায়ত্রী মন্ত্র কমপক্ষে ২৭ বার জপ করতে হবে ৷ যত বেশিবার করতে পারবেন ততই লাভ হবে ৷ এমন করলে বিদেশে লেখাপড়া করার মনষ্কামনা থাকলে তা পূরণ হয় ৷ প্রতীকী ছবি ৷
সিংহ (Leo): সরস্বতী পুজোতে গায়ত্রী মন্ত্র কমপক্ষে ২৭ বার জপ করতে হবে ৷ যত বেশিবার করতে পারবেন ততই লাভ হবে ৷ এমন করলে বিদেশে লেখাপড়া করার মনষ্কামনা থাকলে তা পূরণ হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/13
কন্যা (Virgo): বসন্ত পঞ্চমীতে শিশুদের লেখাপড়ার সামগ্রী উপহার দিলে লেখাপড়ায় বাধা দূর হয় ৷ প্রতীকী ছবি ৷
কন্যা (Virgo): বসন্ত পঞ্চমীতে শিশুদের লেখাপড়ার সামগ্রী উপহার দিলে লেখাপড়ায় বাধা দূর হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/13
তুলা (Libra): বসন্ত পঞ্চমীতে কোনও ব্রাহ্মণকে সাদা বস্ত্র দান করলে বিশেষ ফল পাওয়া যায় ৷ পড়ুয়ারা এমন করলে লেখাপড়ায় সমস্যা থাকলে তা দূর হয় ৷ প্রতীকী ছবি ৷
তুলা (Libra): বসন্ত পঞ্চমীতে কোনও ব্রাহ্মণকে সাদা বস্ত্র দান করলে বিশেষ ফল পাওয়া যায় ৷ পড়ুয়ারা এমন করলে লেখাপড়ায় সমস্যা থাকলে তা দূর হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/13
বৃশ্চিক (Scorpio): সরস্বতী পুজোর সঙ্গে সঙ্গে মা সরস্বতীর সামনে লাল কলম অর্পিত করা উচিৎ ৷ এমন করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় ৷ প্রতীকী ছবি ৷
বৃশ্চিক (Scorpio): সরস্বতী পুজোর সঙ্গে সঙ্গে মা সরস্বতীর সামনে লাল কলম অর্পিত করা উচিৎ ৷ এমন করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/13
ধনু (Sagittarius): মা সরস্বতীকে হলুদ রঙের প্রসাদ অর্পণ করলে বিশেষ ফল পাওয়া যায় ৷ এরফলে যে কোনও কিছুই নির্ণয়ের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা থাকে ৷ একই সঙ্গে উচ্চশিক্ষা ইচ্ছা থাকলে তা পূরণ হয় ৷ প্রতীকী ছবি ৷
ধনু (Sagittarius): মা সরস্বতীকে হলুদ রঙের প্রসাদ অর্পণ করলে বিশেষ ফল পাওয়া যায় ৷ এরফলে যে কোনও কিছুই নির্ণয়ের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা থাকে ৷ একই সঙ্গে উচ্চশিক্ষা ইচ্ছা থাকলে তা পূরণ হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/13
মকর (Capricorn): বসন্ত পঞ্চমীর দিন নির্ধন ব্যক্তি সাদা রঙের আনাজ দান করতে পারেন ৷ এরফলে বুদ্ধি বিকশিত হয় ৷ প্রতীকী ছবি ৷
মকর (Capricorn): বসন্ত পঞ্চমীর দিন নির্ধন ব্যক্তি সাদা রঙের আনাজ দান করতে পারেন ৷ এরফলে বুদ্ধি বিকশিত হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/13
কুম্ভ (Aquarius): বসন্ত পঞ্চমীর দিনে দরিদ্র্য শিশুদের স্কুলের ব্যাগ বা অন্য লেখাপড়ার সামগ্রী দান করলে মা সরস্বতীর কৃপা পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
কুম্ভ (Aquarius): বসন্ত পঞ্চমীর দিনে দরিদ্র্য শিশুদের স্কুলের ব্যাগ বা অন্য লেখাপড়ার সামগ্রী দান করলে মা সরস্বতীর কৃপা পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/13
মীন (Pisces): মা সরস্বতীর পুজোর দিন মেয়েদের হলুদ রঙের শাড়ি দান করলে ৷ কেরিয়ারে এমন সমস্যার হলে সমাধান হবে সহজেই ৷ প্রতীকী ছবি ৷
মীন (Pisces): মা সরস্বতীর পুজোর দিন মেয়েদের হলুদ রঙের শাড়ি দান করলে ৷ কেরিয়ারে এমন সমস্যার হলে সমাধান হবে সহজেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/13
নিউজ ১৮ বাংলা কোনও কুসংস্কার সমর্থন করেনা বা প্রশ্ন প্রচার করেনা ৷ যেকোনও সিদ্ধান্ত নিলে বিচার বিবেচনা করেই নিন ৷ প্রতীকী ছবি ৷
নিউজ ১৮ বাংলা কোনও কুসংস্কার সমর্থন করেনা বা প্রশ্ন প্রচার করেনা ৷ যেকোনও সিদ্ধান্ত নিলে বিচার বিবেচনা করেই নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement