সরস্বতীপুজোয় সব বাড়িতে কিন্তু নিরামিষ হয় না, কোথাও রয়েছে জোড়া ইলিশের প্রথা! কেন?

Last Updated:
পূর্ববঙ্গের অনেকবাড়িতে এদিন ইলিশ বরণ ও ইলিশের বিয়ে দেওয়ার চল আছে। দূর্বা, তেল ও সিঁদুর সহযোগে মাছটিকে উলু ও শঙ্খধ্বনি দিয়ে বরণ করা হয়।
1/8
সরস্বতী পুজো আর বেশি দেরি নেই৷ রাত পোহালেই বাগদেবীর আরাধনায় মেতে উঠবে বাংলা। হলুদ শাড়ি-পাঞ্জাবি পরে বেরবে কিশোর-কিশোরীরা৷
সরস্বতী পুজো আর বেশি দেরি নেই৷ রাত পোহালেই বাগদেবীর আরাধনায় মেতে উঠবে বাংলা। হলুদ শাড়ি-পাঞ্জাবি পরে বেরবে কিশোর-কিশোরীরা৷
advertisement
2/8
সরস্বতী পূজার দিন যদি রীতি অনুযায়ী দেবী সরস্বতীর পূজা করা হয়, তাহলে শিক্ষার্থীদের জীবনে সাফল্যের সম্ভাবনা থাকে। এমন অনেক রীতি রেওয়াজ আছে যা সরস্বতী পূজার দিনে করলে ছাত্র-ছাত্রীদের বুদ্ধিমত্তা বৃদ্ধি পায়৷
সরস্বতী পূজার দিন যদি রীতি অনুযায়ী দেবী সরস্বতীর পূজা করা হয়, তাহলে শিক্ষার্থীদের জীবনে সাফল্যের সম্ভাবনা থাকে। এমন অনেক রীতি রেওয়াজ আছে যা সরস্বতী পূজার দিনে করলে ছাত্র-ছাত্রীদের বুদ্ধিমত্তা বৃদ্ধি পায়৷
advertisement
3/8
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ২২ জানুয়ারি বৃহস্পতিবার পড়ছে পঞ্চমী তিথি। বাংলায় ৮ মাঘ, বৃহস্পতিবার।রাত ২টো ৩০ মিনিট থেকে এই তিথি পড়ছে। গুপ্তপ্রেস পঞ্জিকামতে, পঞ্চমী তিথি শুরু ২২ জানুয়ারি, বৃহস্পতিবার থেকে। সেদিন বাংলা ক্যালেন্ডার অনুসারে ৮ মাঘ। রাত ১টা ৩৭ মিনিট ৪০ সেকেন্ডে তিথি পড়ছে। তিথি শেষ হচ্ছে, শুক্রবার, ৯ মাঘ। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ২৩ জানুয়ারি। সেদিন রাত ১২টা ২৭ মিনিট ২৮ সেকেন্ডে তিথি শেষ হচ্ছে। এই সময়ে আপনি যদি আচার অনুসারে দেবী সরস্বতীর পূজা করেন তবে বিশেষ উপকার পাবেন।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ২২ জানুয়ারি বৃহস্পতিবার পড়ছে পঞ্চমী তিথি। বাংলায় ৮ মাঘ, বৃহস্পতিবার।রাত ২টো ৩০ মিনিট থেকে এই তিথি পড়ছে। গুপ্তপ্রেস পঞ্জিকামতে, পঞ্চমী তিথি শুরু ২২ জানুয়ারি, বৃহস্পতিবার থেকে। সেদিন বাংলা ক্যালেন্ডার অনুসারে ৮ মাঘ। রাত ১টা ৩৭ মিনিট ৪০ সেকেন্ডে তিথি পড়ছে। তিথি শেষ হচ্ছে, শুক্রবার, ৯ মাঘ। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ২৩ জানুয়ারি। সেদিন রাত ১২টা ২৭ মিনিট ২৮ সেকেন্ডে তিথি শেষ হচ্ছে। এই সময়ে আপনি যদি আচার অনুসারে দেবী সরস্বতীর পূজা করেন তবে বিশেষ উপকার পাবেন।
advertisement
4/8
আমের মুকুল, দোয়াত- খাগের কলম, পলাশ ফুল, বই ও বাদ্যযন্ত্র, গাঁদা ফুল ও মালা প্রয়োজন হয় এদিন। সরস্বতী পুজোর পরই শীতল ষষ্ঠী৷ এই দিন ৬ রকমের সব্জি ৬টা করে গোটা একসঙ্গে সেদ্ধ করে খাওয়ার নিয়ম৷ নামেই শীতল ষষ্ঠী, সরস্বতী পুজোর দিন রান্না করে পরদিন ঠান্ডা খেতে হয় গোটা সেদ্ধ৷ কারণ এদিন অরন্ধন৷
আমের মুকুল, দোয়াত- খাগের কলম, পলাশ ফুল, বই ও বাদ্যযন্ত্র, গাঁদা ফুল ও মালা প্রয়োজন হয় এদিন। সরস্বতী পুজোর পরই শীতল ষষ্ঠী৷ এই দিন ৬ রকমের সব্জি ৬টা করে গোটা একসঙ্গে সেদ্ধ করে খাওয়ার নিয়ম৷ নামেই শীতল ষষ্ঠী, সরস্বতী পুজোর দিন রান্না করে পরদিন ঠান্ডা খেতে হয় গোটা সেদ্ধ৷ কারণ এদিন অরন্ধন৷
advertisement
5/8
আসুন জেনে নেওয়া যাক বসন্ত পঞ্চমীতে কী কী ভোগ নিবেদন করলে মা সরস্বতী প্রসন্ন হন। সরস্বতীপুজোয় মিষ্টি বোঁদে এবং রাজভোগ দেওয়া শুভ বলে মনে করা হয়।
আসুন জেনে নেওয়া যাক বসন্ত পঞ্চমীতে কী কী ভোগ নিবেদন করলে মা সরস্বতী প্রসন্ন হন। সরস্বতীপুজোয় মিষ্টি বোঁদে এবং রাজভোগ দেওয়া শুভ বলে মনে করা হয়।
advertisement
6/8
এই দিনে দেবী সরস্বতীর পূজা করলে জ্ঞান এবং শৈল্পিক দক্ষতা বৃদ্ধি পায়। এই দিনটি সকলের জন্য বিশেষ বলে বিবেচিত হয়, তা সে ছাত্র হোক বা কর্মজীবী। বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷
এই দিনে দেবী সরস্বতীর পূজা করলে জ্ঞান এবং শৈল্পিক দক্ষতা বৃদ্ধি পায়। এই দিনটি সকলের জন্য বিশেষ বলে বিবেচিত হয়, তা সে ছাত্র হোক বা কর্মজীবী। বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷
advertisement
7/8
এসবের পাশাপাশি সরস্বতীপুজোয় আরও একটি রীতি রয়েছে। তা হল জোড়া ইলিশ খাওয়া।সরাসরি সরস্বতী পুজোর সঙ্গে জোড়া ইলিশের কোনও সম্পর্ক নেই। এই পদটি মূলত শ্রীপঞ্চমীর দিনে খাওয়ার রেওয়াজ। ওই একই দিনে সরস্বতী পুজো হয়, তাই একই দিনে দুটি পালন করা হয়।
এসবের পাশাপাশি সরস্বতীপুজোয় আরও একটি রীতি রয়েছে। তা হল জোড়া ইলিশ খাওয়া।সরাসরি সরস্বতী পুজোর সঙ্গে জোড়া ইলিশের কোনও সম্পর্ক নেই। এই পদটি মূলত শ্রীপঞ্চমীর দিনে খাওয়ার রেওয়াজ। ওই একই দিনে সরস্বতী পুজো হয়, তাই একই দিনে দুটি পালন করা হয়।
advertisement
8/8
পূর্ববঙ্গের অনেকবাড়িতে এদিন ইলিশ বরণ ও ইলিশের বিয়ে দেওয়ার চল আছে। দূর্বা, তেল ও সিঁদুর সহযোগে মাছটিকে উলু ও শঙ্খধ্বনি দিয়ে বরণ করা হয়।
পূর্ববঙ্গের অনেকবাড়িতে এদিন ইলিশ বরণ ও ইলিশের বিয়ে দেওয়ার চল আছে। দূর্বা, তেল ও সিঁদুর সহযোগে মাছটিকে উলু ও শঙ্খধ্বনি দিয়ে বরণ করা হয়।
advertisement
advertisement
advertisement