Saraswati Puja Foods To Avoid: বিদ্যাবুদ্ধি সংসারে কালো ছায়া! অভাবে চৌচির কপাল! সরস্বতী পুজোর দিন ভুলেও খাবেন না একটি বিশেষ ফল ও সবজি

Last Updated:
Foods to Avoid on Saraswati Puja: ২০২৬ সালের সরস্বতী পুজো পড়েছে ২৩ জানুয়ারি। বাগদেবীর আরাধনার এই দিনে সুখ-শান্তি বজায় রাখতে কোন কোন নিয়ম মানবেন এবং কোন খাবারগুলো এড়িয়ে চলবেন, জেনে নিন
1/7
মাঘমাসের শুক্লা পঞ্চমীতে শুক্রবার পূজিতা হবেন দেবী সরস্বতী। ইংরাজী নতুন বছরের একেবারে শুরুর দিকেই পড়ে সরস্বতী পুজোর দিন। ২০২৬ সালের ২৩ জানুয়ারি, শুক্রবার (বাংলায় ৯ মাঘ) সরস্বতী পুজো পড়েছে। ২২ জানুয়ারি রাত ১:৩৯ মিনিট থেকে ২৩ জানুয়ারি রাত ১২:২৯ মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি।
মাঘমাসের শুক্লা পঞ্চমীতে শুক্রবার পূজিতা হবেন দেবী সরস্বতী। ইংরাজী নতুন বছরের একেবারে শুরুর দিকেই পড়ে সরস্বতী পুজোর দিন। ২০২৬ সালের ২৩ জানুয়ারি, শুক্রবার (বাংলায় ৯ মাঘ) সরস্বতী পুজো পড়েছে। ২২ জানুয়ারি রাত ১:৩৯ মিনিট থেকে ২৩ জানুয়ারি রাত ১২:২৯ মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি।
advertisement
2/7
বাগদেবীর আরাধনার দিন বাড়িতে কিছু রীতিনীতি মেনে চলুন। তাহলে সংসারে সুখ শান্তি শ্রীবৃদ্ধি বজায় থাকবে। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ চক্রপাণি ভাট।
বাগদেবীর আরাধনার দিন বাড়িতে কিছু রীতিনীতি মেনে চলুন। তাহলে সংসারে সুখ শান্তি শ্রীবৃদ্ধি বজায় থাকবে। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ চক্রপাণি ভাট।
advertisement
3/7
সরস্বতী পুজোর দিন কিছু জিনিস খাওয়া নিষিদ্ধ। তার মধ্যে প্রথমেই আছে বেল। এই ফলকে তার পুষ্টিগুণের জন্য শ্রীফলও বলা হয়। তবে সরস্বতী পুজোর দিন বেল খাবেন না।
সরস্বতী পুজোর দিন কিছু জিনিস খাওয়া নিষিদ্ধ। তার মধ্যে প্রথমেই আছে বেল। এই ফলকে তার পুষ্টিগুণের জন্য শ্রীফলও বলা হয়। তবে সরস্বতী পুজোর দিন বেল খাবেন না।
advertisement
4/7
সরস্বতী পুজোর সময় পাকা বেল বাজারে পাওয়া যায় না। কিন্তু কোনওভাবেই কাঁচা বেল বা বেলের মোরব্বাও খাবেন না।
সরস্বতী পুজোর সময় পাকা বেল বাজারে পাওয়া যায় না। কিন্তু কোনওভাবেই কাঁচা বেল বা বেলের মোরব্বাও খাবেন না।
advertisement
5/7
জ্যোতিষ ও শাস্ত্র মতে মাঘমাসে মুলো খাওয়া নিষিদ্ধ। তাই সরস্বতী পুজো যেহেতু মাঘ মাসেই অধিকাংশ সময়ে হয়, তাই এই পুজোর তিথিতে মুলো খাবেন না কোনও ভাবেই।
জ্যোতিষ ও শাস্ত্র মতে মাঘমাসে মুলো খাওয়া নিষিদ্ধ। তাই সরস্বতী পুজো যেহেতু মাঘ মাসেই অধিকাংশ সময়ে হয়, তাই এই পুজোর তিথিতে মুলো খাবেন না কোনও ভাবেই।
advertisement
6/7
নিমপাতাও খাওয়া যাবে না এই পুজোর দিনে। নিমবেগুন ভাজা, নিমপাতা দেওয়া শুক্তোর মতো খাবার বসন্ত পঞ্চমীতে খাবেন না।
নিমপাতাও খাওয়া যাবে না এই পুজোর দিনে। নিমবেগুন ভাজা, নিমপাতা দেওয়া শুক্তোর মতো খাবার বসন্ত পঞ্চমীতে খাবেন না।
advertisement
7/7
আমিষ বা তামসিক খাবার, যে কোনও নেশার জিনিস থেকে সরস্বতী পুজোর দিন দূরে থাকুন। সাত্তিক আহার গ্রহণ করুন।
আমিষ বা তামসিক খাবার, যে কোনও নেশার জিনিস থেকে সরস্বতী পুজোর দিন দূরে থাকুন। সাত্তিক আহার গ্রহণ করুন।
advertisement
advertisement
advertisement