Samudra Shastra: শরীরের এই অংশে লাল তিল!...হতে পারে সর্বনাশ, জেনে রাখুন কোনটা শুভ, কোনটা অশুভ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
জ্যোতিষশাস্ত্র বলে, কোনও ব্যক্তির শরীরে ১২টির চেয়ে বেশি তিল থাকা মোটেও শুভ নয়। আবার অনেকে এ-ও বলেন যে, আগের জন্মে শরীরের যে যে অংশে আঘাত লাগে, ঠিক সেই খানে তিল দেখা দেয়।
আমাদের শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তিল থাকে৷ সমুদ্র শাস্ত্র বলে, এই প্রত্যেক তিলের বিশেষ গুরুত্ব আছে৷ এগুলি কোনও না কোনও অর্থ বহন করে৷ কিছু তিল থাকে জন্মগত৷ আবার অনেক সময় বিভিন্ন বয়সে এসে হঠাৎ করেই শরীরের কোনও অংশে তিল দেখা যায়৷ শরীরের কোন জায়গায় তিল রয়েছে, তার রঙ, আকার, এই সমস্ত কিছুই আমাদের জীবনকে প্রভাবিত করে বলে মনে করা হয়৷
advertisement
advertisement
advertisement
সমুদ্র শাস্ত্র অনুযায়ী, কারও মুখে লাল তিল থাকা খুব একটা শুভ বলে মনে করা হয় না। এতে সংশ্লিষ্ট ব্যক্তি দাম্পত্য ও পারিবারিক জীবনে নানান সমস্যার মুখোমুখি হতে পারেন। এমন জাতক সারা জীবনই কোনও না কোনও সমস্যায় জড়িয়ে থাকেন। নিজের জীবনকে সফল করে তোলার জন্য এঁদের প্রচুর পরিশ্রম করতে হয়। জীবনের অনেক দেরিতে সাফল্য লাভ করেন এই জাতকরা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement