Raj Yog On Maha Shivratri: মহাকুম্ভে মহাশিবরাত্রি, বহু সময়ের অপেক্ষার পর বিরল রাজযোগ, কী করলে জীবন হবে সুখের সাগর, নইলে বহু বছরের দুর্গতি
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Do's and Don'ts on Shivratri: মহাকুম্ভ শিবরাত্রি একই দিনে! তৈরি বিরল রাজ যোগ
advertisement
আগামী ২৬ ফেব্রুয়ারি পড়েছে মহাশিবরাত্রি। হিন্দু ধর্ম মতে দিনটিকে বিশেষ বলে মনে করা হয়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালিত হয়। শাস্ত্র অনুসারে, মহাশিবরাত্রি হল সেই দিন যখন স্বয়ং শিব-পার্বতীর বিবাহ হয়েছিল। নিজের সংসার ধর্ম শুরু করেন মহাদেব। মনে করা হয় এই দিন সঠিক নিয়ম মেনে এই নিয়ম পালন করলে মনের মতো জীবন সঙ্গী পাওয়া যায়।
advertisement
advertisement
advertisement
এই বছর কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হবে ২৬শে ফেব্রুয়ারি সকাল ১১:০৮ মিনিটে। তা শেষ হবে ২৭ ফেব্রুয়ারি সকাল ৮:৫৪ মিনিটে। ২৬শে ফেব্রুয়ারি পালিত হবে মহাশিবরাত্রি। ওই দিনেই উপোস করে ব্রত পালন করতে হবে। প্রয়াগরাজের একই দিনে অনুষ্ঠিত হবে মহাকুম্ভের শেষ রাজকীয় স্নান। যার ফলে সেন এক দৈবিক মিল তৈরি হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।
advertisement
advertisement
advertisement