Radhashtami Rituals: রাত পোহালেই রাধাষ্টমী! একটু হলেও মুখে দিন এই ‘ফল’! পুজোয় নিবেদন করুন এই ‘হলুদ ফুল’! বিপদ কেটে অর্থ ও সৌভাগ্যে ভরে থাকবে জীবন

Last Updated:
Radhashtami Rituals: অন্যান্য পুজোর মতো রাধাষ্টমীর ব্রতরও নির্দিষ্ট রীতি নীতি নিয়ম আছে৷ জেনে নিন এই পুজোয় কী ফুল দিতে হয়৷ এই তিথিতে খেতে হয় কোন ফল? জানুন৷
1/8
রবিবার, ৩১ অগাস্ট দেশ জুড়ে পালিত হবে রাধাষ্টমী ব্রত৷ ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় শ্রীরাধিকার আবির্ভাব তিথি৷ একই মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে উদযাপিত হয় জন্মাষ্টমী৷
রবিবার, ৩১ অগাস্ট দেশ জুড়ে পালিত হবে রাধাষ্টমী ব্রত৷ ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় শ্রীরাধিকার আবির্ভাব তিথি৷ একই মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে উদযাপিত হয় জন্মাষ্টমী৷
advertisement
2/8
অন্যান্য পুজোর মতো রাধাষ্টমীর ব্রতরও নির্দিষ্ট রীতি নীতি নিয়ম আছে৷ জেনে নিন এই পুজোয় কী ফুল দিতে হয়৷ এই তিথিতে খেতে হয় কোন ফল? জানুন৷ বলছেন জ্যোতিষ বিশারদ নন্দকিশোর মুদগল৷
অন্যান্য পুজোর মতো রাধাষ্টমীর ব্রতরও নির্দিষ্ট রীতি নীতি নিয়ম আছে৷ জেনে নিন এই পুজোয় কী ফুল দিতে হয়৷ এই তিথিতে খেতে হয় কোন ফল? জানুন৷ বলছেন জ্যোতিষ বিশারদ নন্দকিশোর মুদগল৷
advertisement
3/8
ভাদ্রমাসে বর্ষার রেশ থেকে যায় কিছুটা৷ তাই যদি কদমফুল পান, তাহলে পরম সৌভাগ্য৷ জন্মাষ্টমীর মতো এই ফুল নিবেদন করুন রাধাষ্টমী ব্রতপালনের পুজোতেও৷
ভাদ্রমাসে বর্ষার রেশ থেকে যায় কিছুটা৷ তাই যদি কদমফুল পান, তাহলে পরম সৌভাগ্য৷ জন্মাষ্টমীর মতো এই ফুল নিবেদন করুন রাধাষ্টমী ব্রতপালনের পুজোতেও৷
advertisement
4/8
শ্রীরাধিকার পুজোয় অবশ্যই নিবেদন করুন লাল পদ্ম৷ এই ফুল তাঁর খুবই প্রিয়৷ এছাড়াও দিতে পারেন লাল গোলাপ৷
শ্রীরাধিকার পুজোয় অবশ্যই নিবেদন করুন লাল পদ্ম৷ এই ফুল তাঁর খুবই প্রিয়৷ এছাড়াও দিতে পারেন লাল গোলাপ৷
advertisement
5/8
হলুদ গাঁদা ফুলও সাজিয়ে দিন রাধারানির পুজোর পুষ্পার্ঘ্যে৷ বর্ষার জলে ভেজা স্নিগ্ধ জুঁইফুল দিতেও ভুলবেন না শ্রীরাধিকার উপাসনায়৷
হলুদ গাঁদা ফুলও সাজিয়ে দিন রাধারানির পুজোর পুষ্পার্ঘ্যে৷ বর্ষার জলে ভেজা স্নিগ্ধ জুঁইফুল দিতেও ভুলবেন না শ্রীরাধিকার উপাসনায়৷
advertisement
6/8
রাধাষ্টমীর পুজোয় অন্যান্য ফলের মধ্যে অবশ্যই দিন তাল৷ তাল থেকে তৈরি বড়া, তালক্ষীর, তালের লুচি-সহ নানা পদ রাখুন প্রসাদে৷ নিজেও গ্রহণ করুন প্রসাদ হিসেবে৷
রাধাষ্টমীর পুজোয় অন্যান্য ফলের মধ্যে অবশ্যই দিন তাল৷ তাল থেকে তৈরি বড়া, তালক্ষীর, তালের লুচি-সহ নানা পদ রাখুন প্রসাদে৷ নিজেও গ্রহণ করুন প্রসাদ হিসেবে৷
advertisement
7/8
ভাদ্র মাসে আম পাওয়া বেশ কঠিন৷ যদি পাওয়া যায়, তাহলে নিবেদন করুন রাধাষ্টমীর পুজোয়৷ আমের বিকল্প হিসেবে দিতে পারেন আমসত্ত্বও৷ নিজেও খেতে ভুলবেন না প্রসাদ৷
ভাদ্র মাসে আম পাওয়া বেশ কঠিন৷ যদি পাওয়া যায়, তাহলে নিবেদন করুন রাধাষ্টমীর পুজোয়৷ আমের বিকল্প হিসেবে দিতে পারেন আমসত্ত্বও৷ নিজেও খেতে ভুলবেন না প্রসাদ৷
advertisement
8/8
রাধাষ্টমীতে কলা নিবেদন করাও খুব শুভ বলে মনে করা হয়৷ অন্যান্য পুজো পার্বণের মতো এই শুভ উৎসবেও কলা নিবেদন করা হয়৷
রাধাষ্টমীতে কলা নিবেদন করাও খুব শুভ বলে মনে করা হয়৷ অন্যান্য পুজো পার্বণের মতো এই শুভ উৎসবেও কলা নিবেদন করা হয়৷
advertisement
advertisement
advertisement