Radha Ashtami 2024: রাধা অষ্টমীতে দুর্লভ ২ শুভ যোগ! কবে পড়েছে? কোন সময় পুজো করলে মনস্কামনা পূর্ণ হবে, কতক্ষণ থাকবে পুণ্যতিথি? জানুন শুভ সময়
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Radha Ashtami 2024: রাধা অষ্টমী রাধা জয়ন্তী নামেও পরিচিত। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ১৪ বা ১৫ দিন পর রাধা অষ্টমী পালিত হয়। এ বছর রাধা অষ্টমীর দিনে রবি যোগ তৈরি হচ্ছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই বছর রাধা অষ্টমীর দিনে ২টি শুভ যোগ তৈরি হচ্ছে৷ রাধা অষ্টমীতে সকাল থেকে রাত ১১.৫৫ মিনিট পর্যন্ত প্রীতি যোগ চলছে। এরপর থেকে আয়ুষ্মানের জন্ম হবে। রাধাঅষ্টমীর পূজা হবে প্রীতি যোগে। যেখানে রাত্রি ০৯:২২ তে রবি যোগ গঠিত হবে এবং ১২ সেপ্টেম্বর সকাল ৬:০৫ পর্যন্ত চলবে। রাধা অষ্টমী উপলক্ষে উপবাস ও পূজা করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। রাধা কৃষ্ণের আশীর্বাদে সকল দুঃখ দূর হয়।