Poila Baisakh Lucky Zodiacs: আর মাত্র কয়েকঘণ্টা...! রাত পোহালেই পয়লা বৈশাখে 'কোটিপতি' ৩ রাশি, বছরভর উপচে পড়বে টাকা, বাড়বে ব্যাঙ্ক-ব্যালেন্স, যা ছোবে তাই সোনা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Poila Baisakh Lucky Zodiacs: আর মাত্র কয়েকঘণ্টা৷ তারপরই বাংলা নববর্ষ৷ ১৫ এপ্রিল ১লা বৈশাখ থেকেই বাংলার নতুন সাল শুরু৷ বাংলার নতুন বছরেই রাশি পরিবর্তন করতে চলেছে সূর্যদেব৷ নববর্ষে এই ৩ রাশির জাতক-জাতিকারা বিশেষ লাভবান হবেন৷
advertisement
advertisement
advertisement
advertisement
কর্কট রাশি- কর্কট রাশির জাতক জাতিকাদের জন‍্যও সূর্যের এই গমন অত্যন্ত লাভজনক । সূর্যদেব কর্কট রাশির দশম ঘরে প্রবেশ করবেন। আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে৷ ব্যবসায়ীরা ভাল লাভ পাবেন৷ কেরিয়ারের জন্য সময়টা ভাল। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে। পারিবারিক জীবন সুখের হবে। সরকারি কাজে সাফল্য আসতে পারে। সমাজে মান-সম্মান বৃদ্ধি পাবে৷
advertisement
কুম্ভ রাশি- সূর্যের গমন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন‍্য ইতিবাচক হতে পারে। সূর্য কুম্ভ রাশির তৃতীয় ঘরে থাকবে, যার ফলে নতুন সুযোগের আসবে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। চাকরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য সময়টা অত্যন্ত লাভজনক। ব্যবসায় লাভ বাড়তে পারে। সরকারি কাজে সাফল্য পেতে পারেন এবং সমাজে মর্যাদা বৃদ্ধি পাবে।