Phalaharini Amavasya Timing: রাত পোহালেই ফলহারিণী কালীপুজো! সোমবার কত ক্ষণ আছে জ্যৈষ্ঠ অমাবস্যা? কী বলছে পঞ্জিকা? জানুন

Last Updated:
Phalaharini Amavasya Timing: ফলহারিণী কথার অর্থ হল ফল হরণকারী। যিনি অশুভ ফল হরণ করেন তাঁকেই ফলহারিণী বলা হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী নামে। বিশ্বাস করা হয়, এই তিথিতে দেবীর পূজা-আরাধনায় অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয়৷
1/5
এ বছরের জ্যৈষ্ঠ অমাবস্যা পড়েছে সোমবার, ২৬ মে৷ সেদিনই পালিত হবে ফলহারিণী অমাবস্যা৷ জ্যৈষ্ঠমাসের এই তিথি খুবই গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যময়৷ফলহারিণী অমাবস্যায় দেবী কালী পূজিত হন ফলহারিণী রূপে৷ সোমবার কত ক্ষণ থাকছে অমাবস্যা? আসুন, জেনে নিই পঞ্জিকা মতে কী বলছে ফলহারিণী অমাবস্যার নির্ঘণ্ট৷
এ বছরের জ্যৈষ্ঠ অমাবস্যা পড়েছে সোমবার, ২৬ মে৷ সেদিনই পালিত হবে ফলহারিণী অমাবস্যা৷ জ্যৈষ্ঠমাসের এই তিথি খুবই গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যময়৷ফলহারিণী অমাবস্যায় দেবী কালী পূজিত হন ফলহারিণী রূপে৷ সোমবার কত ক্ষণ থাকছে অমাবস্যা? আসুন, জেনে নিই পঞ্জিকা মতে কী বলছে ফলহারিণী অমাবস্যার নির্ঘণ্ট৷
advertisement
2/5
ফলহারিণী কথার অর্থ হল ফল হরণকারী। যিনি অশুভ ফল হরণ করেন তাঁকেই ফলহারিণী বলা হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী নামে। বিশ্বাস করা হয়, এই তিথিতে দেবীর পূজা-আরাধনায় অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয়৷
ফলহারিণী কথার অর্থ হল ফল হরণকারী। যিনি অশুভ ফল হরণ করেন তাঁকেই ফলহারিণী বলা হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী নামে। বিশ্বাস করা হয়, এই তিথিতে দেবীর পূজা-আরাধনায় অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয়৷
advertisement
3/5
এ বছর ফলহারিণী কালীপুজো পালিত হবে সোমবার, ২৬ মে৷ বাংলার ১১ জ্যৈষ্ঠ৷ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ অমাবস্যা শুরু হবে ২৬ মে সোমবার দুপুর ১২.১৩ মিনিটে৷ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ অমাবস্যা থাকবে ২৭ মে মঙ্গলবার সকাল ৮.৩২ মিনিটে৷ (ছবি : ফেসবুক)
এ বছর ফলহারিণী কালীপুজো পালিত হবে সোমবার, ২৬ মে৷ বাংলার ১১ জ্যৈষ্ঠ৷ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ অমাবস্যা শুরু হবে ২৬ মে সোমবার দুপুর ১২.১৩ মিনিটে৷ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ অমাবস্যা থাকবে ২৭ মে মঙ্গলবার সকাল ৮.৩২ মিনিটে৷ (ছবি : ফেসবুক)
advertisement
4/5
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ফলহারিণী অমাবস্যা তিথি শুরু হবে ২৬ মে সোমবার, সকাল ১১টা ৭ মিনিট ১৯ সেকেন্ডে। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ফলহারিণী অমাবস্যা তিথি থাকবে মঙ্গলবার ১২ জ্যৈষ্ঠ বা ২৭ মে৷ সেদিন সকাল ৮টা ৪৪ মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত থাকবে এই পুণ্যতিথি৷ (ছবি : ফেসবুক)
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ফলহারিণী অমাবস্যা তিথি শুরু হবে ২৬ মে সোমবার, সকাল ১১টা ৭ মিনিট ১৯ সেকেন্ডে। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ফলহারিণী অমাবস্যা তিথি থাকবে মঙ্গলবার ১২ জ্যৈষ্ঠ বা ২৭ মে৷ সেদিন সকাল ৮টা ৪৪ মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত থাকবে এই পুণ্যতিথি৷ (ছবি : ফেসবুক)
advertisement
5/5
পঞ্জিকা অনুযায়ী উদয় তিথি অনুসারে সেদিন পালিত হয় তিথি ও পার্বণ৷ কিন্তু অমাবস্যায় নিশিপালন ও পুজো প্রধান৷ তাই ফলহারিণী অমাবস্যা পালিত হবে সোমবারই৷ (ছবি : ফেসবুক)
পঞ্জিকা অনুযায়ী উদয় তিথি অনুসারে সেদিন পালিত হয় তিথি ও পার্বণ৷ কিন্তু অমাবস্যায় নিশিপালন ও পুজো প্রধান৷ তাই ফলহারিণী অমাবস্যা পালিত হবে সোমবারই৷ (ছবি : ফেসবুক)
advertisement
advertisement
advertisement