Personality Test: পায়ের তলায় এই রেখা আছে কি? সৌভাগ্যের চিহ্ণ, কোটিপতি হওয়া কেউ আটকাতে পারবে না
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Personality Test: পায়ের তলার রং, গড়ন, রেখা এসব দেখেই বোঝা যায় ওই ব্যক্তির ভাগ্য। বাস্তুশাস্ত্রী ধর্মেন্দ্র দীক্ষিত বিশদে জানালেন পায়ের তলা ভাল করে পর্যবেক্ষণ করেই বোঝা যাবে কপালে কী হতে চলেছে কোনও ব্যক্তির।
advertisement
advertisement
advertisement
পায়ের তলা লম্বা: লম্বা পায়ের তলা সাধারণত বোকামির চিহ্ন হিসেবে ধরা হয়, কিন্তু এই ধারণা সঠিক নয়। লম্বা পায়ের তলা থাকা মানুষ সাধারণত অলস হতে পারে কিন্তু তারা জীবনে সফলতা পায়। যাদের পায়ের তলা সাধারণের থেকে খুব ছোট হয় তারা জীবনে বেশি মানসিক চাপ এবং চিন্তার সম্মুখীন হয় এবং তাদের বেশি সংগ্রাম করতে হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement


