Numerology Special Article: এই সংখ্যার অনুপস্থিতি ঘনিয়ে তুলবে অর্থসঙ্কট! আপনার ভাগ্যে কী রয়েছে ?

Last Updated:
সংখ্যাতত্ত্ব অনুযায়ী কারও মিসিং নম্বর ৮ হলে কেমন হতে পারে তাঁর স্বভাবগত ত্রুটি, কী ভাবে কাটিয়ে ওঠা যাবে তা, জেনে নেওয়া যাক বিস্তারিত
1/12
ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে।
ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে।
advertisement
2/12
যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়।
যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়।
advertisement
3/12
আবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী কিছু বিশেষ সংখ্যারও গুরুত্ব রয়েছে মানুষের জীবনে। এর মধ্যে অন্যতম হল ‘মিসিং নম্বর’। কী এই মিসিং বা হারিয়ে যাওয়া নম্বর! আসলে মিসিং নম্বর হল হল সেই সংখ্যা যেগুলি সম্পূর্ণ ভাবে কোনও মানুষের সংখ্যাতত্ত্বের ছক থেকে উবে গিয়েছে।
আবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী কিছু বিশেষ সংখ্যারও গুরুত্ব রয়েছে মানুষের জীবনে। এর মধ্যে অন্যতম হল ‘মিসিং নম্বর’। কী এই মিসিং বা হারিয়ে যাওয়া নম্বর! আসলে মিসিং নম্বর হল হল সেই সংখ্যা যেগুলি সম্পূর্ণ ভাবে কোনও মানুষের সংখ্যাতত্ত্বের ছক থেকে উবে গিয়েছে।
advertisement
4/12
এই সংখ্যাগুলিই ইঙ্গিত করে যে, সেই মানুষটিকে কোন কোন বিষয়ে শিক্ষা গ্রহণ করতে হবে জীবনের চলার পথে।
এই সংখ্যাগুলিই ইঙ্গিত করে যে, সেই মানুষটিকে কোন কোন বিষয়ে শিক্ষা গ্রহণ করতে হবে জীবনের চলার পথে।
advertisement
5/12
সংখ্যাতত্ত্ব অনুযায়ী কারও মিসিং নম্বর ৮ হলে কেমন হতে পারে তাঁর স্বভাবগত ত্রুটি, কী ভাবে কাটিয়ে ওঠা যাবে তা, জেনে নেওয়া যাক বিস্তারিত—
সংখ্যাতত্ত্ব অনুযায়ী কারও মিসিং নম্বর ৮ হলে কেমন হতে পারে তাঁর স্বভাবগত ত্রুটি, কী ভাবে কাটিয়ে ওঠা যাবে তা, জেনে নেওয়া যাক বিস্তারিত—
advertisement
6/12
যাঁদের মিসিং নম্বর ৮, তাঁদের জীবনে সব সময়ই অর্থসংক্রান্ত দিকটি সামান্য অগোছালো হয়ে থাকে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল সংখ্যা ৮-এর অনুপস্থিতির কারণে এঁরা অর্থনৈতিক বিষয়টি খুব সামলে চলতে পারেন না। এঁরা হয় খুব সহজেই অন্যদের বিশ্বাস করে ফেলেন অথবা নিজেরাই খুব অমনোযোগী হয়ে থাকেন।
যাঁদের মিসিং নম্বর ৮, তাঁদের জীবনে সব সময়ই অর্থসংক্রান্ত দিকটি সামান্য অগোছালো হয়ে থাকে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল সংখ্যা ৮-এর অনুপস্থিতির কারণে এঁরা অর্থনৈতিক বিষয়টি খুব সামলে চলতে পারেন না। এঁরা হয় খুব সহজেই অন্যদের বিশ্বাস করে ফেলেন অথবা নিজেরাই খুব অমনোযোগী হয়ে থাকেন।
advertisement
7/12
ফলে সারাজীবন অর্থনৈতিক ক্ষতির মুখোমুখী হন। তারই ফলশ্রুতিতে এঁরা কাজের প্রতি আগ্রহও হারিয়ে ফেলেন। অনেক কাজ অমীমাংসিত অবস্থায় ছেড়ে দেন। এঁদের ভাবনাচিন্তায় একটা স্বকীয় আবেগপ্রবণতা কাজ করে। এই বিষয়টিকে নিয়ন্ত্রণে রাখতে শিখতে হবে।
ফলে সারাজীবন অর্থনৈতিক ক্ষতির মুখোমুখী হন। তারই ফলশ্রুতিতে এঁরা কাজের প্রতি আগ্রহও হারিয়ে ফেলেন। অনেক কাজ অমীমাংসিত অবস্থায় ছেড়ে দেন। এঁদের ভাবনাচিন্তায় একটা স্বকীয় আবেগপ্রবণতা কাজ করে। এই বিষয়টিকে নিয়ন্ত্রণে রাখতে শিখতে হবে।
advertisement
8/12
ধরা যাক কোনও ব্যক্তির জন্ম তারিখ ২৫ জুলাই ১৯৪২, তাঁর জন্মছকে সংখ্যা ৮টি অনুপস্থিত।
ধরা যাক কোনও ব্যক্তির জন্ম তারিখ ২৫ জুলাই ১৯৪২, তাঁর জন্মছকে সংখ্যা ৮টি অনুপস্থিত।
advertisement
9/12
সংখ্যা ৮-এর অধিপতি শনিদেব, ন্যায় ও স্বচ্ছ বিচারের প্রতিভূ। যাঁদের মিসিং নম্বর ৮, তাঁদের জীবনে বিচারবোধটাই কম হতে পারে। শুধু তাই নয়, এঁদের মধ্যে পরিকল্পনার অভাব থাকে, অবিবেচকের মতো বহু কাজই করে ফেলেন। তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেওয়ার বিষয়েও এঁদের জুড়ি নেই। এর প্রধান কারণ এঁদের অযৌক্তিক আবেগ।
সংখ্যা ৮-এর অধিপতি শনিদেব, ন্যায় ও স্বচ্ছ বিচারের প্রতিভূ। যাঁদের মিসিং নম্বর ৮, তাঁদের জীবনে বিচারবোধটাই কম হতে পারে। শুধু তাই নয়, এঁদের মধ্যে পরিকল্পনার অভাব থাকে, অবিবেচকের মতো বহু কাজই করে ফেলেন। তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেওয়ার বিষয়েও এঁদের জুড়ি নেই। এর প্রধান কারণ এঁদের অযৌক্তিক আবেগ।
advertisement
10/12
তবে এই সমস্যা কাটিয়ে ওঠা খুবই সহজ। সংখ্যা ৮-এর অনুপস্থিতি সংক্রান্ত কু-প্রভাব কাটিয়ে উঠতে গেলে জাতক বা জাতিকাকে সক্রিয় হতে হবে। যেকোনও কাজ করার আগে তা খাতায়-কলমে পরিকল্পনা করে নিতে হবে।
তবে এই সমস্যা কাটিয়ে ওঠা খুবই সহজ। সংখ্যা ৮-এর অনুপস্থিতি সংক্রান্ত কু-প্রভাব কাটিয়ে উঠতে গেলে জাতক বা জাতিকাকে সক্রিয় হতে হবে। যেকোনও কাজ করার আগে তা খাতায়-কলমে পরিকল্পনা করে নিতে হবে।
advertisement
11/12
তবে এই মিসিং ৮-এর প্রভাব প্রেম সম্পর্কের ক্ষেত্রে খুবই নগন্য। মিসিং নম্বর ৮-এর জাতক-জাতিকা যদি সংখ্যা ৫ বা ৬-এর জাতক-জাতিকাকে বিবাহ করেন তবে জীবন সুখ, সমৃদ্ধিতে ভরে যেতে পারে।
তবে এই মিসিং ৮-এর প্রভাব প্রেম সম্পর্কের ক্ষেত্রে খুবই নগন্য। মিসিং নম্বর ৮-এর জাতক-জাতিকা যদি সংখ্যা ৫ বা ৬-এর জাতক-জাতিকাকে বিবাহ করেন তবে জীবন সুখ, সমৃদ্ধিতে ভরে যেতে পারে।
advertisement
12/12
প্রতিকার—  ১. অনুগ্রহ করে সবুজ শস্য বা শাকসব্জি দান করুন  ২. দুধ ও কালো তিল দিয়ে ভগবান শিবের অভিষেক করুন।  ৩. ভিক্ষুকদের পাদুকা দান করুন।  ৪. খাদ্যতালিকায় লেবু রাখুন।  ৫. বছরে অন্তত একবার শনি পূজা ও আচার পালন করুন।  ৬. অনুগ্রহ করে মদ, তামাক, পশুর চামড়ার সামগ্রী ব্যবহার এড়িয়ে চলুন।
প্রতিকার— ১. অনুগ্রহ করে সবুজ শস্য বা শাকসব্জি দান করুন ২. দুধ ও কালো তিল দিয়ে ভগবান শিবের অভিষেক করুন। ৩. ভিক্ষুকদের পাদুকা দান করুন। ৪. খাদ্যতালিকায় লেবু রাখুন। ৫. বছরে অন্তত একবার শনি পূজা ও আচার পালন করুন। ৬. অনুগ্রহ করে মদ, তামাক, পশুর চামড়ার সামগ্রী ব্যবহার এড়িয়ে চলুন।
advertisement
advertisement
advertisement