Maha Shivratri 2024: মহাশিবরাত্রিতে নিবেদন করুন এই ভোগ... খুলে যাবে কপাল... কাটবে বাধা-বিঘ্ন

Last Updated:
Maha Shivratri 2024: মহাশিবরাত্রিতে সারা দিন উপবাসের পর পুজো অর্পণ করা হয় রাতে৷ অনেকে চার প্রহরে জল অর্পণ করেন৷ আবার কোনও কোনও ভক্ত এক বার পুজো অর্পণ করেন৷
1/8
আসছে মহাশিবরাত্রি। আগামী সপ্তাহে ৮ মার্চ উদযাপিত হবে এ বছর ফাল্গুন মাসের এই মহাপার্বণ। শিবভক্তদের কাছে এই পার্বণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আসছে মহাশিবরাত্রি। আগামী সপ্তাহে ৮ মার্চ উদযাপিত হবে এ বছর ফাল্গুন মাসের এই মহাপার্বণ। শিবভক্তদের কাছে এই পার্বণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
2/8
মহাশিবরাত্রিতে সারা দিন উপবাসের পর পুজো অর্পণ করা হয় রাতে৷ অনেকে চার প্রহরে জল অর্পণ করেন৷ আবার কোনও কোনও ভক্ত এক বার পুজো অর্পণ করেন৷
মহাশিবরাত্রিতে সারা দিন উপবাসের পর পুজো অর্পণ করা হয় রাতে৷ অনেকে চার প্রহরে জল অর্পণ করেন৷ আবার কোনও কোনও ভক্ত এক বার পুজো অর্পণ করেন৷
advertisement
3/8
মহাশিবরাত্রিতে দেবাদিদেব মহাদেবকে আরাধনার জন্য সাধারণত প্রয়োজন হবে শিবলিঙ্গ বা মহাদেবের ছবি, একটি আসন, প্রদীপ, সলতে, ঘণ্টা, কলস ও তামার পাত্র, পুজোর থালি, শিবলিঙ্গ বসানোর জন্য সাদা কাপড়,দেশলাই বাক্স, ধূপকাঠি, চন্দনবাটা, ঘি, কর্পূর, সিঁদুর, বিল্বপত্র, বিভূতি, আকন্দফুল৷
মহাশিবরাত্রিতে দেবাদিদেব মহাদেবকে আরাধনার জন্য সাধারণত প্রয়োজন হবে শিবলিঙ্গ বা মহাদেবের ছবি, একটি আসন, প্রদীপ, সলতে, ঘণ্টা, কলস ও তামার পাত্র, পুজোর থালি, শিবলিঙ্গ বসানোর জন্য সাদা কাপড়,দেশলাই বাক্স, ধূপকাঠি, চন্দনবাটা, ঘি, কর্পূর, সিঁদুর, বিল্বপত্র, বিভূতি, আকন্দফুল৷
advertisement
4/8
শাস্ত্রমতে অনুসারে ১১ মাসে শিবরাত্রি হয়ে থাকে ৷ কিন্তু ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি মহাশিবরাত্রি নামেই পরিচিত ৷ এর হিন্দু ক্যালেন্ডারে বিশেষ গুরুত্ব রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
শাস্ত্রমতে অনুসারে ১১ মাসে শিবরাত্রি হয়ে থাকে ৷ কিন্তু ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি মহাশিবরাত্রি নামেই পরিচিত ৷ এর হিন্দু ক্যালেন্ডারে বিশেষ গুরুত্ব রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/8
মহাশিবরাত্রি তিথিতে মহাদেবকে ঠান্ডাইয়ের ভোগ নিবেদন করা শুভ। সিদ্ধি শিবের বিশেষ প্রিয়। ঠান্ডাই ছাড়াও লস্যির ভোগ নিবেদন করা যায়।
মহাশিবরাত্রি তিথিতে মহাদেবকে ঠান্ডাইয়ের ভোগ নিবেদন করা শুভ। সিদ্ধি শিবের বিশেষ প্রিয়। ঠান্ডাই ছাড়াও লস্যির ভোগ নিবেদন করা যায়।
advertisement
6/8
শাস্ত্রমতে মালপোয়াও শিবের বিশেষ প্রিয়। মহাশিবরাত্রির দিনে শিবকে মালপোয়ার ভোগ ও হালুয়া নিবেদন করতে পারেন।
শাস্ত্রমতে মালপোয়াও শিবের বিশেষ প্রিয়। মহাশিবরাত্রির দিনে শিবকে মালপোয়ার ভোগ ও হালুয়া নিবেদন করতে পারেন।
advertisement
7/8
শাস্ত্রমতে শিবকে যে ভোগ নিবেদন করবেন তা যেন শুদ্ধ ও পবিত্র হয়। ভোগ তৈরির আগে রান্নাঘর ও বাসনপত্র ভালভাবে পরিষ্কার করে শুদ্ধ করে নিন। স্নানের পরই ভোগ রান্না করবেন।
শাস্ত্রমতে শিবকে যে ভোগ নিবেদন করবেন তা যেন শুদ্ধ ও পবিত্র হয়। ভোগ তৈরির আগে রান্নাঘর ও বাসনপত্র ভালভাবে পরিষ্কার করে শুদ্ধ করে নিন। স্নানের পরই ভোগ রান্না করবেন।
advertisement
8/8
Disclaimer: নিউজ ১৮ বাংলা পাঠকদের কোনও রীতি বা নিয়ম মানতে বাধ্য করে না
Disclaimer: নিউজ ১৮ বাংলা পাঠকদের কোনও রীতি বা নিয়ম মানতে বাধ্য করে না
advertisement
advertisement
advertisement