২০২৫ সালে আর্থিকভাবে লাভবান হবেন এই ৬ রাশির জাতক-জাতিকা, ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন নস্ত্রাদামুস, দেখে নিন তাঁরা কারা
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Nostradamus Prediction 2025: গ্রহ, নক্ষত্রের অবস্থান সাফল্যের পথে তাঁদের এগিয়ে দেয় আরও এক ধাপ। আর কয়েকদিন পরেই ২০২৪ শেষ হবে। আসবে নতুন বছর। ২০২৫-এ কাদের ভাগ্যের দরজা খুলতে চলেছে। সে কথাই বহু বছর আগে বলে গিয়েছেন নাস্ত্রাদামুস।
নতুন বছরের সঙ্গে অনেক স্বপ্ন, অনেক আকাঙ্খা জড়িয়ে থাকে। এবছর নিশ্চয় ভাল কিছু হবে। হাতে টাকা আসবে। দিন বদলে যাবে। কিন্তু সবার ভাগ্যে শিকে ছেঁড়ে না। সেই এক ‘থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়’ জীবন কাটাতে হয়। কিন্তু সবাইকে নয়। কিছু মানুষের জীবন সত্যিই নয়া উড়ান দেয়। গ্রহ, নক্ষত্রের অবস্থান সাফল্যের পথে তাঁদের এগিয়ে দেয় আরও এক ধাপ।
advertisement
আর কয়েকদিন পরেই ২০২৪ শেষ হবে। আসবে নতুন বছর। ২০২৫-এ কাদের ভাগ্যের দরজা খুলতে চলেছে। সে কথাই বহু বছর আগে বলে গিয়েছেন নাস্ত্রাদামুস। ষোড়শ শতকের ফরাসি চিকিৎসক এবং জ্যোতিষী নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী আজ পর্যন্ত বিফলে যায়নি। প্রাকৃতিক বিপর্যয় হোক, যুদ্ধ, বিপ্লব কিংবা বহিঃশত্রুর আক্রমণ, যা বলেছেন অক্ষরে অক্ষরে ফলে গিয়েছে। একদম অব্যর্থ।
advertisement
৯/১১ হামলার ভবিষ্যদ্বাণী করেছিলেন নস্ত্রাদামুস। আগাম বলে দিয়েছিলেন জলবায়ু পরিবর্তনের কথা। সে সব সত্যি হওয়ার পর থেকেই নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী খুঁটিয়ে পড়তে শুরু করেন তামাম দেশের মানুষ। ২০২৫-এ বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে। তৈরি হবে নতুন যোগ। কিছু রাশির জাতক জাতিকা কোটিপতি হয়ে যাবেন। হ্যাঁ, আর্থিক ভাগ্য শক্তিশালী হবে, হাতে প্রচুর টাকা আসবে। এমনটাই বলে গিয়েছেন ফরাসি জ্যোতিষী। ২০২৫ সালে কোন রাশির জাতক জাতিকা কোটিপতি হতে চলেছেন?
advertisement
মেষ রাশি: ২০২৫ মঙ্গলের বছর। আর মঙ্গলই মেষ রাশির শাসক গ্রহ। তাই ২০২৫ সালে মেষ রাশির জাতক জাতিকারা অল্পে সন্তুষ্ট হবেন না। সময় তাঁদের পক্ষে থাকবে। আর এটাই তাঁদের মিলিয়নিয়র বানাবে। ফরাসি জ্যোতিষী নস্ত্রাদামুসও এই কথা বলে গিয়েছেন। তাঁর মতে, অর্থ এবং অর্থ সংক্রান্ত সমস্ত ইচ্ছা পূরণ হবে। আর্থিক লক্ষ্যও অর্জন করতে পারবেন।
advertisement
বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকা ধীর স্থির প্রকৃতির হন। এঁদের আচার আচরণ এবং কাজকর্মে কমনীয়তা থাকে। ২০২৫ সালে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান তাঁদের অনুকূলে। ফলে তাঁরা যদি মাথা খাটিয়ে বিনিয়োগ করতে পারেন এবং ধারাবাহিকভাবে বিনিয়োগ চালিয়ে যান, তাহলে বিপুল অর্থ উপার্জন করতে পারবেন। নস্ত্রাদামুসের মতে, বৃষ রাশির জাতক জাতিকারা দৃঢ়তা এবং বাস্তববোধের মাধ্যমে দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্য অর্জন করবেন এবং মিলিয়নিয়র হবেন।
advertisement
সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকারা আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন। ক্ষমতার বৃত্তে থাকেন। নেতা হওয়ার সমস্ত গুণ এঁদের রয়েছে। ২০২৫ সালে তাঁরা ব্যাপক সাফল্য পাবেন। ব্যবসায়িক প্রচেষ্টা সফল হবে। নস্ত্রাদামুসের মতে, ২০২৫ সালে মঙ্গলের সহায়তায় সৃজনশীল ক্ষমতাকে কাজে লাগিয়ে আর্থিক দিক থেকে লাভবান হবেন সিংহ রাশির জাতক জাতিকারা।
advertisement
advertisement
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকারা টাকাপয়সা চুম্বকের মতো নিজের দিকে টানতে পারেন। কারণ এঁরা কৌশলী এবং কাজের প্রতি নিবেদিতপ্রাণ হন। ২০২৫ সাল তাঁদের জন্য দুর্দান্ত আর্থিক বৃদ্ধির সুযোগ নিয়ে আসতে চলেছে। বিশ্লেষণ ক্ষমতা এবং সূক্ষ অনুভূতি শক্তিকে কাজে লাগানোর পরামর্শ দেওয়া হচ্ছে। তাহলেই উল্লেখযোগ্য লাভ পাবেন তাঁরা। প্রতিযোগিতার বাজারেও শক্তি এবং সংকল্পকে পাথেয় করে সমস্ত বাধা অতিক্রম করে যেতে পারবেন। গ্রহ-নক্ষত্রের অবস্থানও তাঁদের পক্ষে থাকবে। আগামী বছর তাঁরা সাফল্য পাবেনই।
advertisement
কন্যা রাশি: ২০২৫ সালে, বিশ্লেষণ ক্ষমতাই আর্থিক লাভ এনে দেবে কন্যা রাশির জাতক জাতিকাদের। নস্ত্রাদামুস বলেছেন, নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যাবেন তাঁরা। বুদ্ধি এবং সতর্ক বিনিয়োগ কৌশলের কারণে একাধিক উৎস থেকে প্রচুর টাকা হাতে আসবে। শুধু মনোযোগের সঙ্গে ধারাবাহিকভাবে বিনিয়োগ চালিয়ে যেতে হবে। দক্ষতা বাড়ানোর দিকেও মন দেওয়া উচিত। এটাই কন্যা রাশির জাতক জাতিকাদের ভাল অবস্থানে নিয়ে যাবে।
advertisement
নস্ত্রাদামুস বলে গিয়েছেন, মেষের উচ্চাকাঙ্ক্ষা, বৃষের বাস্তববুদ্ধি, সিংহের আকর্ষণ ক্ষমতা, মকরের পরিশ্রম, বৃশ্চিকের নিবেদিতপ্রাণ মনোভাব এবং কন্যার বিশ্লেষণাত্মক ক্ষমতাই ২০২৫ সালে তাঁদের সমস্ত আকাঙ্খা পূরন করতে সাহায্য করবে। তাই এই রাশির জাতক জাতিকাদের এই শক্তিগুলোতে আরও শান দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
advertisement