Wealth and Health: মাটিতে দেখে চলুন, ৬টি জিনিসে পা রাখলেই লক্ষ্মীদেবী বিরূপ হবে, টাকা হু হু করে খরচ হবে, শরীরে বাসা বাধবে কাল রোগ

Last Updated:
Never put feet on these things: চলার পথে পা দিয়ে এমন কিছু পেরিয়ে যাওয়া উচিৎ নয় যাবে স্পর্শ করা নিষিদ্ধ৷ কী কী থাকছে সেই তালিকায়?যা পায়ে পারালে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে।
1/7
ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার মতে, ঈশ্বর সর্বত্র বিরাজমান। গোটা পৃথিবীকে মায়ের সম্মান দেওয়া হয়েছে৷ চলি৷ ফলে চলার পথে পা দিয়ে এমন কিছু পেরিয়ে যাওয়া উচিৎ নয় যাবে স্পর্শ করা নিষিদ্ধ৷ কী কী থাকছে সেই তালিকায়?যা পায়ে পারালে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে।
ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার মতে, ঈশ্বর সর্বত্র বিরাজমান। গোটা পৃথিবীকে মায়ের সম্মান দেওয়া হয়েছে৷ চলি৷ ফলে চলার পথে পা দিয়ে এমন কিছু পেরিয়ে যাওয়া উচিৎ নয় যাবে স্পর্শ করা নিষিদ্ধ৷ কী কী থাকছে সেই তালিকায়?যা পায়ে পারালে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে।
advertisement
2/7
১.তুলসী পাতাতুলসী পাতার বিশেষ গুরুত্ব রয়েছে এবং এটি পুজোর যোগ্য। তুলসী পাতা কখনই পা দিয়ে স্পর্শ করা উচিত নয়। যে মাধ্যমটির মাধ্যমে আপনি অর্থ পান তাকে কখনই আপনার পা স্পর্শ করা উচিত নয়।
১.তুলসী পাতাতুলসী পাতার বিশেষ গুরুত্ব রয়েছে এবং এটি পুজোর যোগ্য। তুলসী পাতা কখনই পা দিয়ে স্পর্শ করা উচিত নয়। যে মাধ্যমটির মাধ্যমে আপনি অর্থ পান তাকে কখনই আপনার পা স্পর্শ করা উচিত নয়।
advertisement
3/7
২. শঙ্খ খোলপণ্ডিতজির মতে, দেবতারা প্রতিটি কণায় বিরাজ করেন। শঙ্খ কখনই পা দিয়ে স্পর্শ করা উচিত নয়। এতে দেবী লক্ষ্মী বিরাজ করেন। এটি করলে আপনার অর্থ ক্ষতি হতে পারে।
২. শঙ্খ খোলপণ্ডিতজির মতে, দেবতারা প্রতিটি কণায় বিরাজ করেন। শঙ্খ কখনই পা দিয়ে স্পর্শ করা উচিত নয়। এতে দেবী লক্ষ্মী বিরাজ করেন। এটি করলে আপনার অর্থ ক্ষতি হতে পারে।
advertisement
4/7
৩. ঝাড়ুঝাড়ু কখনই পা স্পর্শ করা উচিত নয়। ঝাড়ু দারিদ্র দূর করে, এতে দেবী লক্ষ্মী থাকেন বলে মনে করা হয়। যে কারণ ধনতেরসে ঝাড়ু কেনার পরামর্শ দেওয়া হয়৷
৩. ঝাড়ুঝাড়ু কখনই পা স্পর্শ করা উচিত নয়। ঝাড়ু দারিদ্র দূর করে, এতে দেবী লক্ষ্মী থাকেন বলে মনে করা হয়। যে কারণ ধনতেরসে ঝাড়ু কেনার পরামর্শ দেওয়া হয়৷
advertisement
5/7
৪. পিতলের পাত্রপিতলের পাত্র সূর্যের প্রতীক৷ তাই কখনওই এই পাত্রে পা রাখা উচিত নয়। এতে আপনার চন্দ্র দুর্বল হয়ে যেতে পারে। শরীর খারাপ হতে পারে৷
৪. পিতলের পাত্রপিতলের পাত্র সূর্যের প্রতীক৷ তাই কখনওই এই পাত্রে পা রাখা উচিত নয়। এতে আপনার চন্দ্র দুর্বল হয়ে যেতে পারে। শরীর খারাপ হতে পারে৷
advertisement
6/7
৫. গরুগরুকে মা রূপে পুজো করা হয়। এমন পরিস্থিতিতে কখনই গরুর ওপর পা রাখা উচিত নয়। গরুতে পা রাখলে বুদ্ধি নষ্ট হয়।
৫. গরুগরুকে মা রূপে পুজো করা হয়। এমন পরিস্থিতিতে কখনই গরুর ওপর পা রাখা উচিত নয়। গরুতে পা রাখলে বুদ্ধি নষ্ট হয়।
advertisement
7/7
৬. খাদ্য এবং পানীয়খাবারের জিনিস পা দিয়ে স্পর্শ করা উচিত নয়। এ ছাড়া পুজোর সামগ্রীতে ভুলেও কখনও পা দিয়ে স্পর্শ করা উচিত নয়।
৬. খাদ্য এবং পানীয়খাবারের জিনিস পা দিয়ে স্পর্শ করা উচিত নয়। এ ছাড়া পুজোর সামগ্রীতে ভুলেও কখনও পা দিয়ে স্পর্শ করা উচিত নয়।
advertisement
advertisement
advertisement