Neel Sasthi 2025 Dos & Donts: রাত পোহালেই নীলষষ্ঠী! ভুলেও মুখে দেবেন না এই খাবার! সন্তানের মঙ্গলকামনায় করুন এই বিশেষ কাজ

Last Updated:
Neel Sasthi 2025 Dos & Donts:এই তিথিতে পালন করুন কিছু নিয়ম৷ তাহলে সন্তানের মঙ্গল হবে৷ সন্তানের জীবন থেকে দূর হবে সব বিপদ এবং বাধা বিঘ্ন
1/7
বাঙালির বারো মাসে তেরো ষষ্ঠী৷ বছরের অন্তিম তথা শেষ ষষ্ঠী হল নীলষষ্ঠী৷ চৈত্রসংক্রান্তির আগের দিন পালিত হয় এই ব্রত৷ এ বছর নীলষষ্ঠী পড়েছে ১৩ এপ্রিল, রবিবার৷ সেদিন সন্তানের কল্যাণ ও মঙ্গলকামনায় উপবাস করে দেবাদিদেব মহাদেব ও দেবী চণ্ডিকার পুজো করবেন মায়েরা৷
বাঙালির বারো মাসে তেরো ষষ্ঠী৷ বছরের অন্তিম তথা শেষ ষষ্ঠী হল নীলষষ্ঠী৷ চৈত্রসংক্রান্তির আগের দিন পালিত হয় এই ব্রত৷ এ বছর নীলষষ্ঠী পড়েছে ১৩ এপ্রিল, রবিবার৷ সেদিন সন্তানের কল্যাণ ও মঙ্গলকামনায় উপবাস করে দেবাদিদেব মহাদেব ও দেবী চণ্ডিকার পুজো করবেন মায়েরা৷
advertisement
2/7
এই তিথিতে পালন করুন কিছু নিয়ম৷ তাহলে সন্তানের মঙ্গল হবে৷ সন্তানের জীবন থেকে দূর হবে সব বিপদ এবং বাধা বিঘ্ন৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
এই তিথিতে পালন করুন কিছু নিয়ম৷ তাহলে সন্তানের মঙ্গল হবে৷ সন্তানের জীবন থেকে দূর হবে সব বিপদ এবং বাধা বিঘ্ন৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
advertisement
3/7
এই তিথিতে ব্রতীরা উপবাস করেন৷ অনেকেই নির্জলা উপবাসও করেন৷ তার পর মহাদেবের মাথায় জল অর্পণ করে, নীলের বাতি প্রজ্বলন করে সাত্বিক আহারে ব্রত এবং উপবাস ভঙ্গ করেন৷
এই তিথিতে ব্রতীরা উপবাস করেন৷ অনেকেই নির্জলা উপবাসও করেন৷ তার পর মহাদেবের মাথায় জল অর্পণ করে, নীলের বাতি প্রজ্বলন করে সাত্বিক আহারে ব্রত এবং উপবাস ভঙ্গ করেন৷
advertisement
4/7
চৈত্রমাস মহাদেবের পুজোর জন্য বিশেষ ভাবে নির্ধারিত৷ অনেক বাড়িতে এই মাসে নিরামিষ আহার গ্রহণ করা হয়৷ কিছু বাড়িতে নীলষষ্ঠী পুজোর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করাই নিয়ম৷
চৈত্রমাস মহাদেবের পুজোর জন্য বিশেষ ভাবে নির্ধারিত৷ অনেক বাড়িতে এই মাসে নিরামিষ আহার গ্রহণ করা হয়৷ কিছু বাড়িতে নীলষষ্ঠী পুজোর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করাই নিয়ম৷
advertisement
5/7
আকন্দফুল, ধুতুরাফুল, নীল অপরাজিতা ফুল, যে কোনও সাদা ফুল অবশ্যই অর্পণ করুন দেবাদিদেব মহাদেবকে৷ পূর্ণ হবে সব মনস্কামনা৷
আকন্দফুল, ধুতুরাফুল, নীল অপরাজিতা ফুল, যে কোনও সাদা ফুল অবশ্যই অর্পণ করুন দেবাদিদেব মহাদেবকে৷ পূর্ণ হবে সব মনস্কামনা৷
advertisement
6/7
নীলের বাতি হিসেবে অনেকে মোমবাতি প্রজ্বলন করেন৷ তবে ভাল হয় যদি মোমবাতির বদলে গব্য ঘৃত দিয়ে মাটির প্রদীপ জ্বালান৷ ঘিয়ের বদলে দিতে পারেন সর্ষে তেলও৷
নীলের বাতি হিসেবে অনেকে মোমবাতি প্রজ্বলন করেন৷ তবে ভাল হয় যদি মোমবাতির বদলে গব্য ঘৃত দিয়ে মাটির প্রদীপ জ্বালান৷ ঘিয়ের বদলে দিতে পারেন সর্ষে তেলও৷
advertisement
7/7
এই তিথিতে অন্নগ্রহণ করবেন না ব্রতীরা৷ ময়দার তৈরি খাবার, সাবু, ফলাহার দিয়ে ব্রত ও উপবাস ভঙ্গ করুন৷
এই তিথিতে অন্নগ্রহণ করবেন না ব্রতীরা৷ ময়দার তৈরি খাবার, সাবু, ফলাহার দিয়ে ব্রত ও উপবাস ভঙ্গ করুন৷
advertisement
advertisement
advertisement