Surya Grahan and Kalash Sthapana: মহালয়ার দিনেই সূর্যগ্রহণের কালো ছায়া, দুর্গা পুজোর নবরাত্রিতে কলস স্থাপনার সময়ে কী হবে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Surya Grahan and Kalash Sthapana: দেওঘরের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল জানান, বছরের শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে ২ অক্টোবর অর্থাৎ সর্বপিতৃ অমাবস্যার দিনে।
advertisement
advertisement
advertisement
advertisement
কলস বসানোর আগে এই কাজগুলি করুনজ্যোতিষীরা বলছেন, বছরের শেষ সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। যার কারণে ভারতে তেমন প্রভাব পড়বে না, তবে সূর্যগ্রহণকে অশুভ মনে করা হচ্ছে। তাই শারদীয়া নবরাত্রির ঘাটস্থাপনার আগে গঙ্গাজল দিয়ে স্নান করে নিন এবং যে স্থানে ঘাটস্থাপনা হবে সেখানে গঙ্গাজল শুদ্ধ করে নিন।কারণ শারদীয়া নবরাত্রিতে পবিত্রতার বিশেষ গুরুত্ব রয়েছে।
advertisement
ঘট স্থাপনের জন্য শুভ সময়জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল বলেছেন যে শুভ সময়টি ৩ অক্টোবর সকাল ৫ থেকে ৭ টা। এই সময়ে কলস প্রতিষ্ঠা করতে না পারলে অভিজিৎ মুহুর্তে কলশ প্রতিষ্ঠা করাও শুভ বলে মনে করা হয়। ওই দিন সকাল ১১টা ৫২ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত হতে চলেছে অভিজিৎ মুহুর্তা। এই শুভ সময়ে কলস প্রতিষ্ঠা করা যেতে পারে।