Nag Panchami 2023: কালসর্প দোষে জীবন নাজেহাল? শ্রাবণে তৈরি বিশেষ সংযোগ, আমূল আলোড়ন জীবনে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এই বছর, নাগ পঞ্চমীর বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ পবিত্র শ্রাবণ মাসের সোমবারই পড়েছে নাগ পঞ্চমীর তিথি।
advertisement
advertisement
বিশেষজ্ঞদের মতে, এই বছর নাগ পঞ্চমীতে একটি বিশেষ যোগ তৈরি করা হচ্ছে। ২১ অগাস্ট পবিত্র শ্রাবণ মাসের সোমবার। একই দিনে পালিত হবে নাগ পঞ্চমী। এই দিনে সর্প দেবতাকে লাউ ও দুধ নিবেদন করতে হবে। এছাড়াও, শিবলিঙ্গের উপর দুধ দিয়ে অভিষেক এবং বেলপত্র নিবেদন করলে সমস্ত ইচ্ছা পূরণ হবে। এতে কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়া যাবে বলে মত।
advertisement
advertisement