Astrological Tips: সোমবার সোমবার মহাদেবকে নিবেদন করুন শুধু এই একটি জিনিস! পূর্ণ হবে সব মনোস্কামনা..ফিরে যাবে কপাল
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
দিল্লির জ্যেতিষী পণ্ডিত অলোক পাণ্ড্য জানাচ্ছেন, প্রতি রবিবার একটি বিশেষ জিনিস মহাদেবের পূজা করলে তিনি ভক্তের উপর অত্যন্ত খুশি হন৷ সংশ্লিষ্ট ব্যক্তির উপরে সর্বদা বজায় থাকে শিবের আশীর্বাদ৷ কী সেই জিনিস? জানাচ্ছেন বিশেষজ্ঞ৷
advertisement
advertisement
মহাদেবের অনেক কিছুই প্রিয়৷ প্রিয় আকন্দ ফুল, বেলপাতা, কাঁটা ফল, ধুতুরা ফুল৷ বেল পাতাও মহাদেবের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়৷ তাই মহাদেবের পুজোর সময় পণ্ডিতেরা সবসময় এই জিনিসগুলি সঙ্গে রাখার পরামর্শ দিয়ে থাকেন৷ কিন্তু, তাঁরা জানাচ্ছেন, প্রতি সোমবার মহাদেবের চরণে একটি বিশেষ জিনিস নিবেদন করলে সবসময় তাঁর আশীর্বাদ পাওয়া যায়৷
advertisement
মহাদেবের নিরাকার রূপ অর্থাৎ, শিবলিঙ্গের পূজা করার জন্য কিছু নিয়ম রয়েছে, যা পূজা করার আগে জানা খুবই জরুরি। এই নিয়মগুলির মধ্যে একটি হল মহাদেবের শিবলিঙ্গে ঘি অর্পণ করা। শিবলিঙ্গের পূজা করার সময় মহাদেবকে পাঁচটি জিনিস দিয়ে স্নান করানো হয়। এর মধ্যে রয়েছে দুধ, দই, ঘি, চিনি ও মধু। তাই শিবলিঙ্গে ঘি অর্পণ করা খুবই শুভ বলে মনে করা হয়। প্রতি সোমবার শিবলিঙ্গে ঘি নিবেদন করলে সংশ্লিষ্ট ব্যক্তির তেজ বাড়ে এবং তাঁর জীবনে আনন্দও আসে।
advertisement
advertisement
advertisement