Mehendi: আষাঢ় মাসে 'এই' কারণে মেহেন্দি পরুন! সৌভাগ্য সহায় হবে সর্বদা, কিন্তু কারা পরবেন?
- Published by:Shubhagata Dey
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Mehendi: আষাঢ় মাসে মেহেন্দি পরা খুবই শুভ বলে মনে করা হয়। একই ভাবে মেহেন্দি গাছ লাগানোও ভাল। এর বিজ্ঞানসম্মত কারণ রয়েছে।
*মেহেন্দি বা হিনার ব্যবহার ভারতবর্ষে ব্যাপক। বাঙালির মধ্যে এই জাতীয় রঞ্জকের ব্যবহার আগে তেমন না থাকলেও বর্তমানে বহুল প্রচলিত। এটিও বাঙালির আলতার মতোই এক ধরনের রঞ্জক, যা আদতে সুখ ও সমৃদ্ধিকে চিহ্নিত করে। সাধারণত বিবাহিত মহিলারা এই চিহ্ন বহন করেন। আবার অবাবিহিত কুমারী মেয়েরাও আসন্ন সোহাগের কামনায় হাতে পরেন। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
*বিশেষত আষাঢ় মাসে মেহেন্দি পরা খুবই শুভ বলে মনে করা হয়। একই ভাবে মেহেন্দি গাছ লাগানোও ভাল। তার বিজ্ঞানসম্মত কারণ রয়েছে। সাধারণত জ্যৈষ্ঠের শেষ থেকেই অল্প বিস্তর বৃষ্টি পড়তে শুরু করে। আষাঢ় মাসের মধ্যেই তা গতি পায়। ফলে চারদিকে আর্দ্র আবহাওয়া থাকে। এরই মধ্যে খেতখামারের কাজ চলে জোর কদমে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement