Grah Gochar: মে মাসের শুক্র, মঙ্গল, সূর্য করবে রাশি পরিবর্তন, জেনে নিন তারিখ ও সময়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ি পঞ্চম মাসে তিনটি গ্রহ প্রভাবশালী হয়ে থাকবে৷ শুক্র, মঙ্গল ও সূর্য রাশিতে পরিবর্তন আসবে৷
#কলকাতা: ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ি পঞ্চম মাসে তিনটি গ্রহ প্রভাবশালী হয়ে থাকবে৷ শুক্র, মঙ্গল ও সূর্য রাশিতে পরিবর্তন আসবে৷ এই মে মাসে সবচেয়ে আগে বুধ গ্রহের বৃষ রাশিতে উল্টো চাল শুরু হবে৷ বুধ গ্রহ বক্রী হওয়ায় রাশিগুলির ওপর প্রভাব পড়বে৷ তারপরে সূর্যের বৃষ সংক্রান্তি শুরু হবে৷ সূর্যের মেষ থেকে বৃষরাশিতে গোচর হবে৷ বৃষ সংক্রান্তি দ্বিতীয় দিনে মঙ্গলগ্রহে রাশি পরিবর্তন হবে৷ মঙ্গল গ্রহ কুম্ভ থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে৷ মে মাসের চতুর্থ সপ্তাহে শুক্র গ্রহের গোচর মেষ রাশিতে হবে৷ তিরুপতি জ্যোতিষাচার্য্য ডাক্তার কৃষ্ণ কুমার ভার্গব জানিয়েছেন এই গ্রহ গোচর (Grah Gochar) কোন দিন আর কখন হবে৷
advertisement
advertisement
advertisement
মঙ্গলগোচর ২০২২- মঙ্গল গ্রহের রাশি পরিবর্তন ১৭ মে দিন মঙ্গলবারের সকালে ৯ টা ৫২ মিনিটে হবে৷ এই দিন মঙ্গলের গোচর শনিদেব রাশি কুম্ভ থেকে বেরিয়ে বৃহস্পতিদেব রাশি মীনে হবে৷ মঙ্গলের গোচর থেকে ১২ রাশির জাতক জাতিকার জীবনে শুভ -অশুভ প্রভাব দেখা যাবে৷ মঙ্গল এখন কুম্ভ রাশিতে রয়েছে৷ এর গোচর কুম্ভ রাশিতে ৭ এপ্রিলের দিন বৃহস্পতিবার হয়েছে৷
advertisement