Mauni Amavasya Vastu Eating Tips: রাত পোহালেই মৌনী অমাবস্যা! ভুলেও খাবেন না ফুলকপি, বাঁধাকপি-সহ ৪ সবজি! রোগে ছারখার সংসার! অভাবে লন্ডভন্ড জীবন!
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Mauni Amavasya Vastu Eating Tips: গুরুত্বপূর্ণ এই তিথিতে পালনীয় আচরণ ও আহারবিধি আছে৷ মনে করা হয় সেগুলি পালন করলে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে৷ যদি পালন করা না হয়, তাহলে রোগব্যাধিতে ছারখার হতে পারে সংসার৷
এসে গেল মাঘ মাসের অমাবস্যা৷ প্রাচীন কাল থেকে এই অমাবস্যা অত্যন্ত পবিত্র ও পুণ্যদায়ী৷ মাঘের অমাবস্যাকে মৌনী অমাবস্যাও বলা হয়৷ এ বছর মৌনী অমাবস্যা পালিত হবে ১৮ জানুয়ারি৷ এ বছর মাঘী বা মৌনী অমাবস্যা শুরু হচ্ছে ১৭ জানুয়ারি (শনিবার) রাত ১২.০৪ মিনিটে৷ এই পুণ্যতিথি থাকবে ১৮ জানুয়ারি, রবিবার রাত ১.২১ মিনিট পর্যন্ত৷ অর্থাৎ উদয় তিথি অনুসারে, অমাবস্যার নিশিপালন ও অমাবস্যার অন্যান্য ক্রিয়াকর্ম পালিত হবে ১৮ জানুয়ারি রবিবারই৷
advertisement
গুরুত্বপূর্ণ এই তিথিতে পালনীয় আচরণ ও আহারবিধি আছে৷ মনে করা হয় সেগুলি পালন করলে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে৷ যদি পালন করা না হয়, তাহলে রোগব্যাধিতে ছারখার হতে পারে সংসার৷ মূলত ঋতু পরিবর্তন ও অসুস্থতার কথা মাথায় রেখেই এই বিধি তৈরি হয় আয়ুর্বেদ ও কবিরাজি শাস্ত্রে৷ ক্রমশ তাতে মিশে যায় জ্যোতিষ অনুষঙ্গ৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement









