Marriage Prediction: জন্মতারিখই বলে দেবে আপনার ভাগ্য! লাভ ম্যারেজ হবে না কি অ্যারেঞ্জ? জেনে নিন কী বলছেন সংখ্যাতত্ত্ব

Last Updated:
কথায় জন্ম-মৃত্যু বিয়ে তিন বিধাতার আছে৷ কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে জন্ম সংখ্যা বিয়ের কিছু বিষয় আগে থেকে জানাতে সক্ষম৷ বিশেষ করে আপনাদের বিয়ে দেখেশুনে না কি ভালবেসে হবে৷
1/11
জ্যোতিষশাস্ত্রের সঙ্গে জন্ম তারিখের যথেষ্ট গুরুত্ব রয়েছে৷ মনে করা হয়, এই সংখ্যা দেখে ব্যক্তির উপর কোন গ্রহের প্রভাব সবচেয়ে বশি তা বোঝা যায়৷ তাই জন্মসংখ্যার উপর নির্ভর করে মানুষের আগামী সম্বন্ধে অনুমান করা যায়৷ এমনটাই জানাচ্ছে জ্যোতিষ৷
জ্যোতিষশাস্ত্রের সঙ্গে জন্ম তারিখের যথেষ্ট গুরুত্ব রয়েছে৷ মনে করা হয়, এই সংখ্যা দেখে ব্যক্তির উপর কোন গ্রহের প্রভাব সবচেয়ে বেশি, তা বোঝা যায়৷ তাই জন্মসংখ্যার উপর নির্ভর করে মানুষের আগামী সম্বন্ধে অনুমান করা যায়৷ এমনটাই জানাচ্ছে জ্যোতিষ৷
advertisement
2/11
কথায় জন্ম-মৃত্যু বিয়ে তিন বিধাতার আছে৷ কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে জন্ম সংখ্যা বিয়ের কিছু বিষয় আগে থেকে জানাতে সক্ষম৷ বিশেষ করে আপনাদের বিয়ে দেখেশুনে না কি ভালবেসে হবে৷ আসলে জন্ম সংখ্যা মানুষের প্রকৃতি কেমন তার খানিক আভাস দেয়৷ সেখান থেকেই বোঝা সম্ভব, ব্যক্তির অ্যারেঞ্জ হবে না কি লাভ ম্যারেঞ্জ?
কথায় জন্ম-মৃত্যু বিয়ে তিন বিধাতার আছে৷ কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে জন্ম সংখ্যা বিয়ের কিছু বিষয় আগে থেকে জানাতে সক্ষম৷ বিশেষ করে আপনাদের বিয়ে দেখেশুনে না কি ভালবেসে হবে৷ আসলে জন্ম সংখ্যা মানুষের প্রকৃতি কেমন তার খানিক আভাস দেয়৷ সেখান থেকেই বোঝা সম্ভব, ব্যক্তির অ্যারেঞ্জ হবে না কি লাভ ম্যারেঞ্জ?
advertisement
3/11
১, ১০, ১৯ এবং ২৮ তারিখে যাঁদের জন্ম, তাঁদের অধিপতি সূর্য৷ তাঁদের স্বভাব বেশ লাজুক প্রকৃতির হয়ে থাকে৷ তাঁরা চট করে ভালবাসার কথা বলতে পারেন না৷ তাঁদের পক্ষে প্রেম করে বিয়ে করা বেশ কঠিন৷
১, ১০, ১৯ এবং ২৮ তারিখে যাঁদের জন্ম, তাঁদের অধিপতি সূর্য৷ তাঁদের স্বভাব বেশ লাজুক প্রকৃতির হয়ে থাকে৷ তাঁরা চট করে ভালবাসার কথা বলতে পারেন না৷ তাঁদের পক্ষে প্রেম করে বিয়ে করা বেশ কঠিন৷
advertisement
4/11
২, ১১,২০, ২৯ তারিখে জন্ম হলে, সেই জাতক-জাতিকারা চন্দ্রের দ্বারা প্রভাবিত হন৷ তারা প্রেম বেশ ভেবে চিন্তে করে থাকেন৷ তাঁদের প্রেম করে বিয়ের সম্ভাবনা রয়েছে৷
২, ১১,২০, ২৯ তারিখে জন্ম হলে, সেই জাতক-জাতিকারা চন্দ্রের দ্বারা প্রভাবিত হন৷ তারা প্রেম বেশ ভেবে চিন্তে করে থাকেন৷ তাঁদের প্রেম করে বিয়ের সম্ভাবনা রয়েছে৷
advertisement
5/11
৩, ১২, ৩০ তারিখে যাঁদের জন্ম, তাঁদের অধিপতি বৃহস্পতি৷ তাঁরা খুবই বুদ্ধিমান হয়ে থাকেন৷ তাঁরাও সাধারণত ভালবেসেই বিয়ে করেন৷
৩, ১২, ৩০ তারিখে যাঁদের জন্ম, তাঁদের অধিপতি বৃহস্পতি৷ তাঁরা খুবই বুদ্ধিমান হয়ে থাকেন৷ তাঁরাও সাধারণত ভালবেসেই বিয়ে করেন৷
advertisement
6/11
৪, ১৩, ২২, ৩১ তারিখে যাঁরা জন্মগ্রহণ করেন তাঁধের অধিপতি রাহু৷ তাঁদের পুরো জীবন ধরে একাধিক প্রেম থাকে৷ তাই এঁরা যে প্রেমে খুব একটা সিরিয়াস হন, তা নয়৷ তবে এঁরা সাধারণত প্রেম করেই বিয়ে করেন৷ তবে বিয়ের পরও অনেক সময় পরকীয়ায় আসক্ত হন৷
৪, ১৩, ২২, ৩১ তারিখে যাঁরা জন্মগ্রহণ করেন তাঁধের অধিপতি রাহু৷ তাঁদের পুরো জীবন ধরে একাধিক প্রেম থাকে৷ তাই এঁরা যে প্রেমে খুব একটা সিরিয়াস হন, তা নয়৷ তবে এঁরা সাধারণত প্রেম করেই বিয়ে করেন৷ তবে বিয়ের পরও অনেক সময় পরকীয়ায় আসক্ত হন৷
advertisement
7/11
৫, ১৪, ২৩ তারিখে যাঁদের জন্ম তাঁরা বুধের দ্বারা প্রভাবিত হন৷ মা-বাবার পছন্দে বিয়ে করেন৷ প্রেমের বিয়েতেও পরিবারের সম্মতি নেন৷ পারিবারিক ঐতিহ্যে আস্থা রাখেন তাঁরা৷ তবে দেখাশোনা করে বিয়েতেই তাঁরা বেশি উৎসাহী৷
৫, ১৪, ২৩ তারিখে যাঁদের জন্ম তাঁরা বুধের দ্বারা প্রভাবিত হন৷ মা-বাবার পছন্দে বিয়ে করেন৷ প্রেমের বিয়েতেও পরিবারের সম্মতি নেন৷ পারিবারিক ঐতিহ্যে আস্থা রাখেন তাঁরা৷ তবে দেখাশোনা করে বিয়েতেই তাঁরা বেশি উৎসাহী৷
advertisement
8/11
৭, ১৬, ২৫, ৬ তারিখে জন্ম হলে তাঁদের অধিপতি কেতু৷ এরা সাধারণত খুব লাজুক প্রকৃতির হয়ে থাকেন৷ প্রেম করলেও তাঁরা সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত নিয়ে যেতে পারে না৷ লাভ হোক বা অ্যারেঞ্জ, একবার বিয়ে হয়ে গেলে মন দিয়ে ভালবাসেন৷
৭, ১৬, ২৫, ৬ তারিখে জন্ম হলে তাঁদের অধিপতি কেতু৷ এরা সাধারণত খুব লাজুক প্রকৃতির হয়ে থাকেন৷ প্রেম করলেও তাঁরা সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত নিয়ে যেতে পারে না৷ লাভ হোক বা অ্যারেঞ্জ, একবার বিয়ে হয়ে গেলে মন দিয়ে ভালবাসেন৷
advertisement
9/11
জন্ম তারিখে ৮, ১৭, ২৬ এ যাঁরা জন্ম গ্রহণ করেন, তাঁদের অধিপতি শনি৷ এদেঁর প্রেমে অনীহা৷ তবে সম্পর্কে জড়ালে বিয়ে পর্যন্ত নিয়ে যান৷
জন্ম তারিখে ৮, ১৭, ২৬ এ যাঁরা জন্ম গ্রহণ করেন, তাঁদের অধিপতি শনি৷ এদেঁর প্রেমে অনীহা৷ তবে সম্পর্কে জড়ালে বিয়ে পর্যন্ত নিয়ে যান৷
advertisement
10/11
৯, ১৮ এবং ২৭ তারিখে যাঁদের জন্ম তাঁদের অধিপতি মঙ্গল৷ তাঁরা সাধারণত স্পষ্ট কথা বলেন৷ প্রেম থেকেও দূরে থাকেন৷ প্রেম এসেও তাঁদের কাছ থেকে চলে যান৷ দেখাশোনা করেই এদের বিয়ে হয়৷
৯, ১৮ এবং ২৭ তারিখে যাঁদের জন্ম তাঁদের অধিপতি মঙ্গল৷ তাঁরা সাধারণত স্পষ্ট কথা বলেন৷ প্রেম থেকেও দূরে থাকেন৷ প্রেম এসেও তাঁদের কাছ থেকে চলে যান৷ দেখাশোনা করেই এদের বিয়ে হয়৷
advertisement
11/11
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ও তার ব্যবহারিক প্রয়োগ করুন ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ও তার ব্যবহারিক প্রয়োগ করুন ৷
advertisement
advertisement
advertisement