Mahashivratri 2023 Kab Hai: সনাতন হিন্দু ধর্মে শিবরাত্রির এক আলাদাই গুরুত্ব রয়েছে ৷ শিবরাত্রি অর্থাৎ ভগবান শিব ও পার্বতীর বিয়ের দিন ৷ প্রতীকী ছবি ৷
2/ 17
Mahashivratri 2023 Kab Hai: ২০২৩-এ শিবরাত্রি পড়েছে ১৮ ফেব্রুয়ারি, তবে চতুর্দশী তিথি থাকবে পরের দিন অর্ধেকটা পর্যন্ত ৷ প্রতীকী ছবি ৷
3/ 17
Mahashivratri 2023 Kab Hai: ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীই শিবরাত্রি হিসাবে পরিচিত ৷ এই বছরে শিবরাত্রি মহাযোগ তৈরি করছে ৷ এই বছর শিবরাত্রির দিনে শিব ও শনির এক বিরাট সংযোগ তৈরি হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
4/ 17
Mahashivratri 2023 Kab Hai: ৩০ বছর পরে শনি নিজের ত্রিকোণ রাশি কুম্ভতে ৷ শিবরাত্রির দিনে ব্রতপালন করলে শনি ও শিব সন্তুষ্ট হবেন অত্যন্ত ৷ প্রতীকী ছবি ৷
5/ 17
Mahashivratri 2023 Kab Hai: মহাশিবরাত্রির দিনে শনি কুম্ভতে ৷ এমন সংযোগ ৩০ বছর পরে তৈরি হচ্ছে ৷ এছাড়াও এই দিন প্রদোষ ব্রতরও সংযোগ তৈরি হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
6/ 17
Mahashivratri 2023 Kab Hai: চতুর্দশীর দিনে ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে ৷ প্রদোষ সংযোগও তৈরি হচ্ছে ৷ যাঁরা এই মুহূর্তে শনির মহাদশার মহাকষ্ট ভোগ করছেন তাঁদের জন্য বিরাট উপায় রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
7/ 17
Mahashivratri 2023 Kab Hai: যাঁদের শনির সাড়ে সাতি ও ঢাইয়ায় ভুগছেন ৷ বেশ কিছু পন্থা আছে সেগুলি অবলম্বন করলেই জীবন আরও সুন্দর হবে ৷ প্রতীকী ছবি ৷
8/ 17
Mahashivratri 2023 Kab Hai: যাঁদের শনির সাড়ে সাতি ও ঢাইয়ায় ভুগছেন ৷ বেশ কিছু পন্থা আছে সেগুলি অবলম্বন করলেই জীবন আরও সুন্দর হবে ৷ প্রতীকী ছবি ৷
9/ 17
Mahashivratri 2023 Kab Hai: মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গে কালো তিল অর্পিত করতে হবে, দিয়ে জলাভিষেক করার সময়ে শিবের সহস্রনাম নিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
10/ 17
Mahashivratri 2023 Kab Hai: এমন করলে শনির সমস্ত দোষ কেটে যাবে ৷ শিবের অপার কৃপায় জীবন আরও শক্তিশালী হয়ে উঠবে ৷ প্রতীকী ছবি ৷
11/ 17
Mahashivratri 2023 Kab Hai: মহাশিবরাত্রির দিনে শিবের প্রতি বেলপাতা অর্পিত করুন, একইসঙ্গে লজ্জাবতীর ফুল অর্পিত করুন জীবন অত্যন্ত সুখের হবে ৷
12/ 17
Mahashivratri 2023 Kab Hai: মহাশিবরাত্রির দিনে শিবের প্রতি বেলপাতা অর্পিত করুন, একইসঙ্গে লজ্জাবতীর ফুল অর্পিত করুন জীবন অত্যন্ত সুখের হবে ৷ প্রতীকী ছবি ৷
13/ 17
Mahashivratri 2023 Kab Hai: শনিদেব মহাদেবের ভক্ত ৷ শিবলিঙ্গতে লজ্জাবতীর পাতা অর্পণ করলে ঢাইয়া ও সাড়ে সাতির সমস্ত কষ্ট কেটে যাবে ৷ ভরে যাবে জীবন খুশিতে ৷ প্রতীকী ছবি ৷
14/ 17
Mahashivratri 2023 Kab Hai: এছাড়াও মহাশিবরাত্রির দিনে কালো উড়ত ডাল, কালো তিল, সরষের তেল দান করলে ভাল ফাল পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
15/ 17
Mahashivratri 2023 Kab Hai: একই সঙ্গে সন্ধেবেলায় অশ্বত্থ গাছের নীচে সরষের তেলের প্রদীপ জ্বালুন তাতে একটু কালো তিল ফেলে দিন, সমস্ত শনির দোষ কাটবে ৷ জীবন হবে সুখের ৷ প্রতীকী ছবি ৷
16/ 17
Mahashivratri 2023 Kab Hai: কুষ্ঠিতে শনি মজবুত হয়ে ফুল ফল প্রদান করবে ৷ এই কারণেই মহাশিবরাত্রির দিনে শিবের পুজো করলে সমস্ত শনির চাপ কমে যায় ৷ প্রতীকী ছবি ৷
17/ 17
Mahashivratri 2023 Kab Hai, Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য করেনা নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে তবেই সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Mahashivratri 2023 Kab Hai: ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীই শিবরাত্রি হিসাবে পরিচিত ৷ এই বছরে শিবরাত্রি মহাযোগ তৈরি করছে ৷ এই বছর শিবরাত্রির দিনে শিব ও শনির এক বিরাট সংযোগ তৈরি হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
Mahashivratri 2023 Kab Hai: মহাশিবরাত্রির দিনে শনি কুম্ভতে ৷ এমন সংযোগ ৩০ বছর পরে তৈরি হচ্ছে ৷ এছাড়াও এই দিন প্রদোষ ব্রতরও সংযোগ তৈরি হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
Mahashivratri 2023 Kab Hai: চতুর্দশীর দিনে ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে ৷ প্রদোষ সংযোগও তৈরি হচ্ছে ৷ যাঁরা এই মুহূর্তে শনির মহাদশার মহাকষ্ট ভোগ করছেন তাঁদের জন্য বিরাট উপায় রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
Mahashivratri 2023 Kab Hai: মহাশিবরাত্রির দিনে শিবের প্রতি বেলপাতা অর্পিত করুন, একইসঙ্গে লজ্জাবতীর ফুল অর্পিত করুন জীবন অত্যন্ত সুখের হবে ৷ প্রতীকী ছবি ৷
Mahashivratri 2023 Kab Hai: শনিদেব মহাদেবের ভক্ত ৷ শিবলিঙ্গতে লজ্জাবতীর পাতা অর্পণ করলে ঢাইয়া ও সাড়ে সাতির সমস্ত কষ্ট কেটে যাবে ৷ ভরে যাবে জীবন খুশিতে ৷ প্রতীকী ছবি ৷
Mahashivratri 2023 Kab Hai: একই সঙ্গে সন্ধেবেলায় অশ্বত্থ গাছের নীচে সরষের তেলের প্রদীপ জ্বালুন তাতে একটু কালো তিল ফেলে দিন, সমস্ত শনির দোষ কাটবে ৷ জীবন হবে সুখের ৷ প্রতীকী ছবি ৷
Mahashivratri 2023 Kab Hai: কুষ্ঠিতে শনি মজবুত হয়ে ফুল ফল প্রদান করবে ৷ এই কারণেই মহাশিবরাত্রির দিনে শিবের পুজো করলে সমস্ত শনির চাপ কমে যায় ৷ প্রতীকী ছবি ৷
Mahashivratri 2023 Kab Hai, Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য করেনা নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে তবেই সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷